বুক রিভিউ : গৌরীপুর জংশন – হুমায়ূন আহমেদ

লিখেছেন লিখেছেন মরুভূমির জলদস্যু ০৩ সেপ্টেম্বর, ২০১৪, ১০:৫৭:২৪ সকাল

গৌরীপুর জংশন

হুমায়ূন আহমেদ

স্পয়লার সতর্কবাণী : রিভিউটি স্পয়লার দোষে দুষ্ট




জয়নাল শীতের রাতে ষ্টেশনই ঘুমায়। একসময় সে কুলি ছিল। তিন মোনি একটা বস্তা তার পিঠে পরে সে অচল হয়ে যায়। এখন তার একটা পা শুকিয়ে গেছে। বজলু নামের ৮/৯ বছরের এক টোকাই জয়নালের পিছনে ঘুর ঘুর করে। বজলুর চাচা তাকে এই ইস্টিশনে ফেলে রেখে গেছে।

ইস্টিশানের মালবাবুর মুখ খুব খারাপ, গালি না দিয়ে কথাই বলেন না। কিন্তু মনটা খুব ভালো। কোমরে চালের বস্তা পরে যখন জয়নাল বিছানায় তখন এই মালবাবুর ডাক্তার দেখিয়ে ঔষধ কিনে দিয়ে জয়নালকে বাঁচিয়েছেন।

ইয়াদ আলী ঠগবাজ লোক। ট্রেনে ট্রেনে বড় ধরনের ঠগবাজি করাই তার কাজ। একবার ট্রেনের বরযাত্রীদের সাথে থাকা অলংকার কৌশলে হাতিয়ে নেয় ইয়াদ আলীর দল। পুলিশ এসে ধরে নিয়ে যায় সব কুলিদের। ধরা পরে কুলিদের সরদার মোবারক। তিন দিন পরে সবাই ছাড়া পায়, কিন্তু মোবারক ছাড়াপায় সাত দিন পরে। পুলিশ তাকে এমন মার মারে যে সে আর সোজা হয়ে দাঁড়াতে পারে না। ইস্টিশনের নতুন সরদার হয় মোবারকেরই শাগরেদ হাশেম, এর জন্য সে মোবারককে খুন করে।

লাইন-ম্যানের রমজান, লোকে ডাকে পাগলা রমজান। কিছুটা উলটাপালটা চিন্তা করে, বশিষ্ঠ উলটা চিন্তাবিদ। জয়নাল তাকে একটা চিন্তার কথা বলে- “সমস্ত প্রাণীর লেজ আছে, কিন্তু মানুষের লেজ নাই কেন?” এটা নিয়েই সে চিন্তা করতে থাকে।

অনুফা জয়নালের প্রাক্তন স্ত্রী। জয়নাল অসুস্থ হওয়ার পরে যখন তার কোন ইনকাম ছিল না তখন বাধ্য হয়েই অনুফা একজন রিক্সাওলাকে বিয়ে করে। তারপর সে আবার বিয়ে করে একজন কাঠমিস্ত্রিকে। কিন্তু সেখানেও সে থাকতে পারল না। সব শেষে এখন বাজারু হয়েছে। তবুও জয়নাল মাঝে মাঝে অনুফার সাথে দেখা করতে যায়। একবার গিয়ে দেখে অনুফার ঘরে ছোটফুলি নামের আরেকটি মেয়ে রয়েছে। অনুফা চলে গেছে ঢাকায়।

জয়নালকে ট্রেনের একজন মহিলা পানি আনার জন্য দুটি সুন্দর ফ্লাক্স দেয়, সে সেগুলি নিয়ে পালিয়ে যায়। সেগুলি বিক্রয় করে অনেকগুলি টাকা পায়। টাকা হাতে আসতেই সে নানা ভাবে সেই টাকা খরচ করতে শুরু করে। যতক্ষণ হাতে টাকা থাকতে ততক্ষণই সে রাজা, মনটা থাকে উদার।

হঠাত করেই ট্রেনের ওয়াগন লুট করে কারা যেন দশ বস্তা চিনি নিয়ে গেছে। পুলিশ এসে মালবাবু সহ আর ৫জন কুলিকে ধরে নিয়ে যায়। পুলিশ হাশেমকেও খুঁজছে। রমজানের ধারনা লুট করেছে হাশেম, লুটের সাথে সাথে আরেকটা খুনও করেছে।

এভাবেই সমস্ত গল্পটা আবর্তিত হয় একটি ট্রেন ইস্টেশানকে কেন্দ্র করে।



ছবি নেট থেকে সংগ্রহীত।

প্রথম প্রকাশ : ঝিঁঝি পোকা



এখনো অনেক অজানা ভাষার অচেনা শব্দের মত এই পৃথিবীর অনেক কিছুই অজানা-অচেনা রয়ে গেছে!! পৃথিবীতে কত অপূর্ব রহস্য লুকিয়ে আছে- যারা দেখতে চায় তাদের ঝিঁঝি পোকার বাগানে নিমন্ত্রণ।

বিষয়: সাহিত্য

১১১১ বার পঠিত, ১০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

261128
০৩ সেপ্টেম্বর ২০১৪ সকাল ১১:৫৯
সুশীল লিখেছেন : ভালো লাগলো ধন্যবাদ
০৩ সেপ্টেম্বর ২০১৪ রাত ০৯:৩৬
205188
মরুভূমির জলদস্যু লিখেছেন : স্বাগতম
261130
০৩ সেপ্টেম্বর ২০১৪ দুপুর ১২:০৫
শুভ্র আহমেদ লিখেছেন : nice review
০৩ সেপ্টেম্বর ২০১৪ রাত ০৯:৩৭
205190
মরুভূমির জলদস্যু লিখেছেন : স্বাগতম
261157
০৩ সেপ্টেম্বর ২০১৪ দুপুর ০১:৫২
দুষ্টু পোলা লিখেছেন : ভালো লাগলো অনেক ধন্যবাদ
০৩ সেপ্টেম্বর ২০১৪ রাত ০৯:৩৭
205191
মরুভূমির জলদস্যু লিখেছেন : স্বাগতম
261162
০৩ সেপ্টেম্বর ২০১৪ দুপুর ০২:১০
মামুন লিখেছেন : ধন্যবাদ রিভিউটির জন্য।
বেশ আগে এই বইটি পড়েছিলাম। আবারো মনে পড়ে গেলো। শুভেচ্ছা রইলো। Rose Rose Rose
০৩ সেপ্টেম্বর ২০১৪ রাত ০৯:৩৯
205194
মরুভূমির জলদস্যু লিখেছেন : রিভিউ এর এই সুবিধা, অল্পো পড়ে পুরো বইটাই মনে করে ফেলা যায়।
261183
০৩ সেপ্টেম্বর ২০১৪ দুপুর ০২:৫৯
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : ভালো লাগলো
বইটি আগেই পড়েছিলাম। পরে পেশাগত কারনে গেীরিপুর রেলওয়ে জংশন এর অনেক বার গিয়েছি। যে প্লাটফর্ম টা ছবি দিয়েছেন তার শেষ প্রান্তের রুমে ছিল রেলওয়ের ফাইবার অপটিক কম্যুনিকশেন ইকুইপমেন্ট। এখন সরিয়ে ফেলা হয়েছে ষ্টেশন ভবন এর পাশে।
** পা.জ. কি আপনি????????
০৩ সেপ্টেম্বর ২০১৪ রাত ০৯:৪২
205195
মরুভূমির জলদস্যু লিখেছেন : চমৎকার মন্তব্যের জন্য আসংখ্য ধন্যবাদ।
জ্বী

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File