আসুন ঘুষকে "না" বলি। দূর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে এগিয়ে আসি। (কাল্পনিক)

লিখেছেন লিখেছেন বাংলার দামাল সন্তান ০৩ সেপ্টেম্বর, ২০১৪, ১০:১৫:০৪ সকাল



চরম এক্সপেরিয়েন্স!!!

আমাকে পিচ্ছি মনে কইরেন না।

আমি আপনেরে ঘুষ দিমু না, আপনি আমাকে উল্টো ঘুস দিবেন। মনে মনে এই কথাটা ভাবছি। আমাদের ছয় হাজার টাকা বাৎসরিক ট্যাক্স দিতে হয় ভূমি অফিসে। সেদিনই প্রথম, আমি ট্যাক্স পরিষোধ করতে ভূমি অফিসে যাচ্ছি। আমার কাছে ছয় হাজার পাঁচশ টাকা দিল। জিজ্ঞাসা করলাম অতিরিক্ত পাঁচশ টাকা কিসের। বলল পাঁচশ টাকা ঘুষ দিতে হয়, ওটা একটা ওপেন সিক্রেট। কিন্তু আমার কাছে তো হিডেন সিক্রেট! টাকা নিয়ে ভুমি অফিসের উদ্দেশে বেরিয়ে পড়লাম। ভাবছি, আমার পকেটে বাড়তি যে টাকাটা একবার ঢুকছে তা কি আর বাহির হয়! সরকারি কর্মকর্তার বাপেরও সাধ্য নাই ঘুষের নামে আমার পকেট থেকে টাকা বের করার। আমি মোবাইলের ভয়েস রেকর্ডারটা এক্টিভ করে এক হাতে টাকা আর এক হাতে মোবাইলটা নিয়ে রুমে ঢুকে পড়লাম।

আমিঃ টাকা আনছি। কাগজপত্র রেডি করেন।

স্টাফঃ আগে টাকা।

আমি ছয় হাজার টাকা দিলাম।

স্টাফঃ (টাকা গুনতে গুনতে) আর কো?

আমিঃ খাতায় লেখা ছয় হাজার। আমি দিলাম ছয় হাজার। আবার কিসের টাকা?

স্টাফঃ আর পাঁচশ টাকা। এটা সবাই দেয়।

আমিঃ কিন্তু কিসের টাকা? আপনে বৈধ কাজে পাঁচশ টাকা ঘুস চাইতেছেন কেন?

স্টাফঃ (একটু মেজাজ দিয়ে) এ টাকাটা সবাইকে দিতে হয়!

আমিঃ কিন্তু, আমি তো সবাই না!

স্টাফঃ সবাই না মানে?

আমি রেকর্ডিংটা প্লে করে টেবিলের উপর রেখে দিলাম। স্টাফ তাহার স্বীয় কার্যকলাপ শুনিয়া কাচুমাচু করিতে লাগিল। স্টাফ জোর গলায় আওয়াজ দিল "ওই জামাল! কই গেলি?"।

আই তো শ্যাষ। জামাল পালোয়ান আইয়া আম্রে মাইরালাইবো না কি?

জামাল এসে, সার কি হইছে?

ওই কড়া মিস্টি দিয়া দুইটা দুধ চা নিয়ায়।

আমি একটু নিচু গলায় বললাম, আমি চা পছন্দ করি না।

ওই দুইটা টাইগার আর একটা চকবার নিয়ায়।

আমিতো এখন ভি আই পি। কড়মড় করে চকবারে একটা কামড় দিয়ে বললাম কাগজ রেডি করেন।

কাগজপত্র দেওয়ার পর মোবাইলটা পকেটে ঢুকিয়ে বেরিয়ে আসছি। হঠাৎ পেছনে ফিরে, ও টাইগারটা নিতে ভুলে যাচ্ছিলাম তাই বলে টেবিলের উপর থেকে একটা টাইগার নিয়ে বেরিয়ে এলাম।

আসুন ঘুষকে "না" বলি।

দূর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে এগিয়ে আসি। (কাল্পনিক)

বিষয়: বিবিধ

১১৩৫ বার পঠিত, ১০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

261132
০৩ সেপ্টেম্বর ২০১৪ দুপুর ১২:১০
আজিম বিন মামুন লিখেছেন : সুন্দর লিখেছেন।আসলে ঘুষ বন্ধ করতে হলে,না দেওয়ার মনোভাবটা প্রবল হতে হবে।অনেক পাবলিক দেখেছি,নিতে চাইছে না কিন্তু জোর করে গুজে দিচ্ছে নিজের স্বার্থে।ধন্যবাদ গণসচেতনতামূলক পোষ্ট দেয়ায়।
০৩ সেপ্টেম্বর ২০১৪ দুপুর ১২:২৭
204960
বাংলার দামাল সন্তান লিখেছেন : পোস্টে মন্তব্য করার জন্য আপনাকেও ধন্যবাদ।
261182
০৩ সেপ্টেম্বর ২০১৪ দুপুর ০২:৫৪
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : দেশের সরকারি অফিসে এখন সাধারন কাজ এর জন্য ও ঘুষ দিতে হয়। আসলে এই সব সরকারি আফিসার দের মনে আল্লাহ বা আখিরাত এর ভয় নাই। তারা মনে করে তাদের কোন জবাবদিহি করতে হবেনা এই জন্য। অনেকে আবার বলে যে আগে রাজনিতিক বা সিনিয়র অফিসার দের ধরতে। কিন্তু তাদের কাজের জন্য দায়ি তারাই হবে। রাজনিতিকরা না।
261225
০৩ সেপ্টেম্বর ২০১৪ বিকাল ০৫:৪৫
লাল সবুজ লিখেছেন : অবশ্যই না বলতে হবে। আমাদের সমাজে কেবল ঘুষকে দুর্নিতি হিসাবে বুঝে থাকে। আসলে দুর্নিতি বলতে আমি যা বুঝে থাকি,তা হল সুনিতির পরিপন্থি যা আছে সবই দুর্নিতি। আমাদের রক্তে রক্তে মিশে আছে এই দুর্নিতি
261226
০৩ সেপ্টেম্বর ২০১৪ বিকাল ০৫:৪৬
লাল সবুজ লিখেছেন : ভালো লাগলো অনেক ধন্যবাদ
০৪ সেপ্টেম্বর ২০১৪ সকাল ১০:০৬
205427
বাংলার দামাল সন্তান লিখেছেন : পোস্টে মন্তব্য করার জন্য আপনাকেও ধন্যবাদ।
261464
০৪ সেপ্টেম্বর ২০১৪ রাত ০১:৪২
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : ধন্যবাদ ভালো লিখেছেনঃ দুর্নীতি মুক্ত বাংলাদেশ চাই।
০৪ সেপ্টেম্বর ২০১৪ সকাল ১০:০৬
205428
বাংলার দামাল সন্তান লিখেছেন : পোস্টে মন্তব্য করার জন্য আপনাকেও ধন্যবাদ।
261533
০৪ সেপ্টেম্বর ২০১৪ সকাল ০৮:১৮
কাহাফ লিখেছেন : ঘুষ এখন ওপেন সিক্রেট,সব কাজেই এর বহুল ব্যবহার।আদালত আর পুলিশ বিভাগে সবচেয়ে বেশী। সচেতনতা বাড়াতে এমন সুন্দর লেখা-অনেক ধন্যবাদ ভাই।
০৪ সেপ্টেম্বর ২০১৪ সকাল ১০:০৬
205429
বাংলার দামাল সন্তান লিখেছেন : পোস্টে মন্তব্য করার জন্য আপনাকেও ধন্যবাদ।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File