সুন্দরী প্রতিযোগিতার নামে শরীর প্রদর্শনঃ বিজাতীয় চামচাদের বাহাদুরি
লিখেছেন লিখেছেন আতিক খান ০৮ নভেম্বর, ২০১৪, ১১:২৭:০১ রাত
এটা নাকি সুন্দরী প্রতিযোগিতা নয়, বুদ্ধিমত্তার। সেই লক্ষ্যে সেরা পাঁচকে করা কিছু প্রশ্ন উত্তর হল এরকম,
১/ সততা সেরা পলিসি, অসততা কি সেকেন্ড বেস্ট পলিসি? - আলী জাকের
- বিচারক, প্রযোজক এবং পৃষ্ঠপোষক সবাই কি বাঙালি সংস্কৃতির প্রতি সৎ ছিলেন?
২/ পানির নিচে কি কাদাঁ যায়? - অপি করিম
- পানির নিচে কাঁদার দরকার কি? এটা কি বুদ্ধিমত্তার প্রশ্নের নমুনা হল? আর প্রশ্ন খুঁজে পায় নাই।
৩/ সুন্দর মন নাকি সুন্দর শরীর, কোনটা চাও? - অপি করিম
- এরচেয়ে হিপোক্রেট প্রশ্ন কোন সুন্দরী প্রতিযোগিতায় হতে পারে না। সুন্দর হবার চেষ্টায় ৩ মাস ঘষা মাজা করার পর ভবিষ্যৎ সুপারস্টার উত্তর দিল - সুন্দরী নয়, সুন্দর মনের মানুষ হতে চাই। প্রচুর হাততালি পড়ল।
৪/ ধর চাঁদ হতে একজন মানুষ এসেছে, কিভাবে তুমি এনটারটেইন করবে - নোবেল
- চাঁছাছোলা উত্তর এল, চাঁদ থেকে কোন মানুষ এলে এনটারটেইন করব না।
ভাই মানুষ বলেছে, এলিয়েন তো বলে নাই। এই হল বুদ্ধির উত্তর। এবার ও প্রচুর হাততালি পড়ল।
৫/ সুন্দর আর ক্ষনস্থায়ী জীবন চাও নাকি অসুন্দর আর দীর্ঘস্থায়ী ? - নোবেল
- "সুন্দর আর ক্ষণস্থায়ী জীবন চাই।" এবার ও অনেক হাততালি।
বুদ্ধি আর মেধা থাকলে বলত ভালো মানুষ হতে চাই, ভালো কাজ করতে চাই। তাই সৌন্দর্য ব্যাপার না, দীর্ঘস্থায়ী জীবন চাই।
ধার করা সবকিছুতেই আমাদের আনন্দের সীমা থাকে না। অন্যকিছু হবার চেষ্টায় আমরা আর কখনোই আমি হতে পারি না। মূলত বাঙ্গালি মুসলিমদের দেশের সুন্দরী প্রতিযোগিতা। ধর্মকে দূরে সরিয়ে রাখলেও বাঙ্গালিয়ানার কোন ছাপ কি ছিল এই প্রতিযোগিতায়? একবার অরুচিকর কিছু ছবি নিয়ে লেখার পর আর দেখা হয়নি। আজ কয়েকজন বন্ধুর লাইভ ফেসবুক স্ট্যাটাস দেখে ফাইনালের কিছু অংশ দেখলাম।
গ্র্যান্ড ফিনালে শব্দটা কি বাংলা নাকি সুপারস্টার শব্দটা? ফিনালে সম্ভবত ইটালিয়ান। সবকিছুতেই বিদেশি ভাষার প্রয়োগ মনে হয় স্ট্যাটাস সিম্বল। যেমন সেরা পাঁচকে বারবার বলা হচ্ছিল ফেভুলাস ফাইভ। সুপারস্টারকে অনায়াসে মহাতারকা বলা যেত। আর মেয়েগুলোর সমস্যা কি? খালি কোমরে হাত দিয়ে কেন দাঁড়াতে হয়। সোজা হয়ে দাঁড়াতে পারে না? আমরা অবশ্য অশিক্ষিত মানুষ, এইসব বুঝি না।
ওদের ওয়েবসাইটে এতকম লাইক আর কমেন্টের বাহার দেখে মনে হল, মানুষ তেমন খায়নি ওদের এই কর্পোরেট জগতের নগ্ন উপস্থাপনা। এত মাস চলার পর ও তেমন জনপ্রিয়তা নেই।
কিছু কমেন্ট ও দেখলাম এরকম,
- তোমাকে ভোট দিয়ে আমার কি লাভ
- ইন্টারনেটে পয়সা কামাতে চান, তাহলে এই কাজগুলো ............ করুন আর আমাকে ধন্যবাদ দিন।
- এড মি
- ফকিন্নির মত ভোট চাইতেছে, ২ দিন পর ভাব দেখানো শুরু করবে - এই হল সুপারস্টার
- যে নাচে তাকে বলি নর্তকি, যে গান করে তাকে বলি বাইজি আর যে শরীর প্রদর্শন করে তাকে যদি বলি ...... তবে কি ভুল হবে।
এরপর ৩/৪ মাসের ট্রেনিং ক্যাম্প শেষের অনুষ্ঠান নিয়ে কিছু কথা। মেহজাবিনের পা একবার অশালিন ভঙ্গিতে সহ-নর্তকের ঘাড়ে উঠে গেল, আবার সব কয়টা হাঁটাচলা, নাচানাচি করলেও মুদ্রায় ভীষণ গণ্ডগোল। এত ট্রেনিংএর পর ও আমরা একটা সুন্দর অনুষ্ঠান উপহার দিতে পারি না। হুম, স্টেজ আর লাইটিং এর কারুকার্য ছিল একমাত্র পজিটিভ। সবার মনোযোগ শুধু পোজ দেয়া আর শরীর মেলে দেয়ার দিকেই বেশি ছিল। আগামিতে এই হারে কাপড়ের পরিমান কমতে থাকলে রাত ১২ টার পর প্রচার করাই ভাল হবে, নইলে প্রাপ্তবয়স্কদের জন্য ট্যাগ লাগিয়ে।
সুপারস্টার বের করার নামে এই বিজাতীয় সংস্কৃতির ধারক বাহক অনুষ্ঠানটা শেষ হয়েছে এটাই একমাত্র স্বস্তি। শেষ পর্যন্ত কে জিতল? আসলে আমরা আরও একবার হারলাম!!
বিষয়: বিবিধ
১৫৫১ বার পঠিত, ১০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
সুন্দর পোষ্টটির জন্য অনেক ধন্যবাদ।
জাজাকাল্লাহু খাইর।
কাক কি কখনও কোকিল হতে পারে। মেধা বা বুদ্ধিমত্তার কথা এর সঙ্গে কেন জড়ান হয় সেটাই তো বুঝলাম না। মেধা থাকলে এই ছ্যাবলামি না করে পড়া শুনা করত। প্রশ্ন গুলি পড়ে মনে হচ্ছে প্রশ্নকর্তাদের আদেী বুদ্ধি বলে কিছু আছে কিনা!!! সরকারি চাকরি এবং আইএসএসবি টেষ্ট এর অভিজ্ঞতা থেকে বলতে পারি এই ধরনের প্রশ্ন করে আই.কিউ যাচাই হয়না।
সব মিলিয়ে কিছু নতুন বেশ্যার সৃষ্টি ছাড়া এর আর কোন উদ্দেশ্য নাই।
মন্তব্য করতে লগইন করুন