জাদুর কাঠির বইঃ সব সমস্যার সমাধান
লিখেছেন লিখেছেন আতিক খান ০৬ নভেম্বর, ২০১৪, ০২:১৫:২৪ দুপুর
বিপদ-আপদ, বালা- মুসিবত, আসমানি বালা-জমিনি বালা, যাদু-বান- টোনা, নজর-আছর, শত্রুতামি - দুশমনি, হিংসা-প্রতারনা, রাহুর দশা-শনির দশা, অভাব-অনটন, দুঃখ - দুর্দশা, বাত-ব্যাধি, ব্যথা-বেদনা, রোগ-শোক সহ সর্ব রোগের মহৌষধ এই বই। ( বইয়ের ভূমিকায় লেখা )
বাংলার ঘরে ঘরে এই বই থাকা উচিত।
তাহলে আর ডাক্তার, কবিরাজ, বৈদ্য এদের আর দরকার হবে না।
সূচিপত্রের চুম্বক অংশ,
১/ আওয়াম জনতাই আল্লাহর প্রকৃত দল ^^
২/ বিএনপির রাজনীতি ইসলাম বিরোধী
৩/ বাংলাদেশ জিন্দাবাদ নয়, জয় বাংলা আল্লাহর অধিক প্রিয়
৪/ রাজনিতিবিদ কারা বেহেশতে যাবেন, কারা দোজখে যাবেন - ( এটা সবচেয়ে ইন্টারেস্টিং )
এগুলো কি আল্লাহ নির্ধারণ করবেন নাকি এই বই? বঙ্গবন্ধুকে ডুবানোর জন্য এধরনের চাটুকাররাই যথেষ্ট !!
বই পরিচিতিঃ সত্য সমাগত, মিথ্যা হোক বিলুপ্ত, খলিফাতুল মোসলেমিন জাতির জনক বঙ্গবন্ধু
"mission Al-Quaran - Qiyam and Hasar (Maqqah)" কর্তৃক পরিবেশিত।
প্রকাশকালঃ ২১ অক্টোবর, ২০০৯।
মূল্যঃ ২০০ টাকা
(বইটি এক বন্ধু পুরস্কার হিসেবে পেয়েছে !! )
বিষয়: বিবিধ
২৫১১ বার পঠিত, ২৯ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
খুব কৌতূহল হচ্ছে পড়বার।
বইটা স্ক্যন করে লিংক দেন ফিলিজ, আর সয্য হচ্চেনা
এই বইটাকে ক্যাপসুল আকারে বাজারে ছাড়া উচিত , তাহলে নিমিষেই গলাধঃকরণ সহজ হবে ।
মন্তব্য করতে লগইন করুন