মানুষের হক আর শ্রমের মূল্য
লিখেছেন লিখেছেন আতিক খান ১৩ অক্টোবর, ২০১৪, ১০:২১:৪১ রাত
মানুষের কিছু কিছু অদ্ভুত আচরন আমাদের অবাক করে, হতবাক করে। মানুষ আসলে যত অর্থ সম্পদ উপার্জন করে, মনের দিক থেকে ততই দরিদ্র হতে থাকে।
দুজনের কথা বলি,
১/ ভদ্রলোক পরিবারসহ আমেরিকার নাগরিক। খাতুনগঞ্জে বড় ব্যবসা আছে। এক সন্তানের জন্মের সময় আমেরিকান পাসপোর্ট নিতে ৩ মাস স্ত্রীকে আমেরিকায় রাখেন ৮-১০ লাখ টাকা খরচ করে। দেশে এসে থাকার কারন টিন এজ মেয়ের বখে যাবার ভয়ে। বড় হলে আবার ফিরবেন স্বপ্নের দেশে। ইংলিশ মিডিয়ামে ২ বাচ্চা পড়ে ২০-২৫ হাজার টাকা প্রতিমাসে ব্যয় করে। ঘরে এসি চলে ২ টা ক্রমাগত, মাস শেষে বিদ্যুৎ বিল গোনেন ১০ হাজার টাকা ন্যুনতম।
এই ভদ্রলোকের বাচ্চাদের আরবী টিচারের বেতন বাকি ১৮ মাসের। একই মহিলা আমার মেয়েকে পড়ান, সেই সূত্রে জানলাম। আরও বিস্মিত হলাম যখন দুধওয়ালা এসে জানাল তার ও ৯-১০ মাসের বিল বাকি, মাত্র হাজার দশেক টাকা। ভদ্রলোক বাসা বদল করায় দুজনেই বাসার ঠিকানা জানে না।
২/ আরেকজন কোটিপতির গল্প। শুধু বাসা ভাড়া হতেই পান ২ লাখ টাকার উপর। বাসায় নিজ গ্রাম হতে আনা এক বয়স্ক ২৪ ঘণ্টার দারোয়ান রেখেছেন। দারোয়ানের বারংবার অনুরোধ আর দাবির মুখেও ৭ - ৮ বছর ধরে বেতন দিচ্ছিলেন খাবার সহ মাত্র আড়াই হাজার টাকা। এরমধ্যেও বাকি পড়েছিল অনেক মাসের বেতন। বলতে পারেন, দারোয়ান চাকুরি ছেড়ে দেয়নি কেন? একই গ্রামের প্রভাবশালী পরিবারকে চটাতে চায়নি। কিংবা নিজের বয়সের কথা ভেবেছে।
এসমস্ত অনিয়ম, অন্যায় আর হক বঞ্চিত করা স্রষ্টা ভালভাবে নেন না। যার ফল ভুগতে হয় অন্যায়কারীকে অন্যভাবে। এই কোটিপতির,
- মাঝারি বয়সেও গত ২/৩ বছরে ৩ বার অপারেশন করতে হয়েছে। বারবার সমস্যা তৈরি হচ্ছে স্বাস্থ্যগত।
- উনার শহরের বিশাল এক জায়গা সম্প্রতি বেদখল হয়ে গেছে।
- ২ বছর আগে আরেকটি বড় জায়গায় প্ল্যান পাশ হবার পর বহুতল ভবন নির্মাণ করার আগে পাওয়া যায় এক বেওয়ারিশ লাশ। ২ বছর ধরে সব কাজ বন্ধ, থানা পুলিশ করে অবশেষে নিষ্কৃতি। ইতিমধ্যে পরিস্থিতি প্রতিকূলে চলে যাওয়ায় বহুতল ভবন স্থগিত।
মানুষ কত বিচিত্র হয়, ঠিক না?
উন্নত দেশগুলোতে যেভাবে শ্রমের মর্যাদা দেয়া হয়, আমাদের দেশে সেভাবে শ্রমের মর্যাদা দেয়া হয় না। কেউ যদি অন্যান্য কাজগুলো করতে এগিয়ে না আসতেন, তা হলে মানবজীবন অচল হয়ে পড়ত। কোনো কাজই নগণ্য নয় এবং যারা এসব কাজ করেন, তারাও হীন বা ঘৃণ্য নন।
আমাদের অধীনস্ত কিংবা আপনার জন্য কাজ করা লোকজন যখন সন্তুষ্ট থাকবে, হাসিখুশি থাকবে দেখবেন আপনার চারপাশ বদলে যাবে। যে কোন সমস্যায়, বিপদে ওরাই এসে আপনার ঢাল হয়ে দাঁড়াবে।
--------------------------------------------------------------------------------------------------
রাসূল (সা.) বলেছেন, "ক্ষমতার বলে অধীন চাকর-চাকরানী বা দাস-দাসীর প্রতি মন্দ আচরণকারী বেহেশতে প্রবেশ করতে পারবে না।" (ইবনে মাজাহ) তিনি আরো বলেন, "কেউ তার অধীন ব্যক্তিকে অন্যায়ভাবে এক দোররা মারলেও কেয়ামতের দিন তার থেকে এর বদলা নেয়া হবে।"
শ্রমিকের বেতন-ভাতার ব্যাপারে বিশ্বনবী (সা.) বলেছেন, "শ্রমিকের ঘাম শুকানোর আগেই তাদের প্রাপ্য মজুরি পরিশোধ কর।"
বিষয়: বিবিধ
১৩৭২ বার পঠিত, ২০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
বান্ধার হক নষ্ট করলে আল্লাহ সেই গুনা ক্ষমা করবেন না ।
সুন্দর বিষয় নিয়ে কথা বলার জন্য ধন্যবাদ ভাইয়া ।
যথার্থ বলেছেন, সহমত
আপনাকে অনেক ধন্যবাদ, জাযাকাল্লাহ
বৈশ্বয়িক কিছু টা আপাতঃদৃষ্টির লাভের দিকে খেয়াল করে অন্যের অধিকার/হক যথাযথ আদায় না করা কত বড় অন্যায়, তা নৈতিকতা দিয়ে একটু বিবেচনা করা উচিত।
সৃষ্টিকর্তার হক আদায় না করলে হয়তো মাফ পাওয়া যেতে পারে,কিন্তু সৃষ্ট জীবের হক আদায় না করলে পরিত্রাণের কোন ই পথ নেই।
আল্লাহ আমাদের কে সঠিক বুঝ দান করুন,,,,,,,,,,,,,
ভালো লাগলো আপনার লেখা, অনেক ধন্যবাদ!
সুন্দর লিখেছেন। জাজাকআল্লাহ
মন্তব্য করতে লগইন করুন