কাউফিঃ ধর্ম আর নীতি নিয়ে মোবাইল কোম্পানির ব্যবসা, ভণ্ডামি নাকি মুর্খামি?
লিখেছেন লিখেছেন আতিক খান ০৯ অক্টোবর, ২০১৪, ১২:০৭:৩৪ দুপুর
যে দেশে যুবসমাজের ধর্মীয় আর নৈতিক অধঃপতনের জন্য শীর্ষস্থানীয় মোবাইল কম্পানিগুলো এগিয়ে আসে, সেখানে ধর্ম আর নীতির ভিত্তি শক্ত না হলে পতন অবধারিত।
কয়েকটা উদাহরন দেই,
- মোবাইল যখন তরুণদের হাতে হাতে সম্প্রসারিত হচ্ছিল, মোবাইল কম্পানিগুলো এগিয়ে এল তাদের রাতজাগা পাখির সব সুলভ প্যাকেজ নিয়ে। মিনিটে ২৫ পয়সা ক্ষেত্রবিশেষে ৫ মিনিট কথা বললেই এরপর সব মিনিট ফ্রি - এজাতীয় প্যাকেজগুলোর ফল দাঁড়ালো কিশোর / তরুন যুব সম্প্রদায় রাতভর কাল্পনিক নাম্বারে ফোন ঘুরানো, আড্ডাবাজী, পরকীয়া, সস্তা / অশ্লীল আলাপে সময় নষ্ট করে লাল লাল চোখে সকালের ক্লাস মিস করে দুপুরে কলেজ / ভার্সিটিতে যাওয়া।
- গত ঈদে রবি নিয়ে এল পথশিশুদের রবির সিল মারা লাল জামা উপহার নিয়ে। ২৫০০০ সস্তা জামা দেয়া নিয়ে বিজ্ঞাপনেই খরচ করল কয়েক কোটি টাকা। হাসিমুখের শিশুদের জায়গায় পথে পথে হাঁটতে লাগলো রবির ছোট ছোট বিলবোর্ড !!
- গ্রামিন ফোন ও কম যায় না। রাত ১২ টা হতে ভোর ৫ টা পর্যন্ত চালু হয়েছে ফ্রি ফেসবুক ব্যবহার। আর বাঙালি ফ্রি পেলে একটু বেশি খায়, এটা নতুন কিছু না।
- মূল প্রসঙ্গে আসি। এমনিতেই সেলফি জ্বরে নিউজফিড আক্রান্ত, রবি আহ্বান করেছে কোরবানির পশু মুলত গরুর সাথে সেলফি কনটেস্ট অর্থাৎ কাউফি। অক্টোবর ১ হতে ১১।
দুটো শর্ত হাইলাইট করি,
১। যে যত খুশি কাউফি পাঠাতে পারবে। সর্বচ্চ লাইক পাওয়া ছবি জয়ী হবে পাবলিক পুরস্কার।
২। সবচে ফানি আর ক্রিয়েটিভ ছবি পাবে বিচারকদের পুরস্কার।
পুরস্কার মাত্র ১ টা করে স্মার্ট ফোন।
কয়েক হাজার টাকা খরচে মাত্র ২ টা স্মার্ট ফোন দিয়ে সবাইকে জড়িয়ে লাইকের ব্যবসা করছে রবি। আর ফানি ছবির নামে কে নিজেকে কতটা হাস্যকর বস্তুতে পরিনত করতে পারে এ যেন তারই কনটেস্ট।
কোরবানি মানে - ত্যাগ, সময় / সম্পদ বিসর্জন, পাশবিক শক্তি দমন, আল্লাহর সন্তুষ্টি অর্জন, বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠা আর শিরকমুক্ত সমাজ গঠন। এইসব অর্থ বুঝার ক্ষমতা ওদের উর্বর মস্তিষ্কের আছে কি?
এই অথর্ব ব্রেইনলেস মার্কেটিং পণ্ডিতরা মুসলিমদের পবিত্র ধর্মীয় উৎসবের কোরবানির পশুর সাথে ছবি আহ্বান করে নিজেদেরকেই হাস্য কৌতুকে পরিনত করেছে। আর তাদের এই অরুচিকর, ঔদ্ধত্য ছাড়ানো হাস্যকর উদ্যোগে ৪ পেয়ে গরুর সাথে যোগ দিয়েছে এদেশেরই কিছু ২ পেয়ে গরু।
বিষয়: বিবিধ
১৭১৯ বার পঠিত, ৩৪ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
"এই অথর্ব ব্রেইনলেস মার্কেটিং পন্ডিতরা মুসলিমদের পবিত্র ধর্মীয় উৎসবের মোরবানীর পশুর সাথে ছবি আহ্বান করে নিজেদেরকেই হাস্য কৌতুকে পরিণত করেছে। ..............সাথে যোগ দিয়েছে এদেশেরই কিছু ২ পেয়ে গরু।"
সামাজিক অসংগতির বিষয়ে সচেতনায়--অসাধারণ সুন্দর লেখনীর জন্য অনেক ধন্যবাদ ও জাযাকাল্লাহ জানাচ্ছি .....
যথার্থ বলেছেন, সহমত
কিন্তু
এই অরুচিকর, ঔদ্ধত্য ছাড়ানো হাস্যকর উদ্যোগে ৪ পেয়ে গরুর সাথে যোগ দিয়েছে এদেশেরই কিছু ২ পেয়ে গরু।
"জাতির রাখালদের" অযোগ্যতাই কি এসবের অন্যতম প্রধান কারণ নয়???
"জাতির রাখালদের" অযোগ্যতাই কি এসবের অন্যতম প্রধান কারণ নয়??? - অনেক ধন্যবাদ
মন্তব্য করতে লগইন করুন