দৌড়ঃ (শিক্ষামূলক গল্প)

লিখেছেন লিখেছেন আতিক খান ০২ অক্টোবর, ২০১৪, ১২:০৯:২৮ দুপুর



শিহাবকে আজ গতির নেশায় পেয়েছে। মাত্র মাস দুই হল জন্মদিনে বাবার কাছ থেকে উপহার হিসেবে পেয়েছে নতুন মডেলের পোরশে গাড়িটা। কিন্তু অফিসে কাজের চাপে নিজে ইচ্ছামত চালাতে পারেনি। বাবার কর্পোরেট হাউজটায় গ্র্যাজুয়েট হয়েই যোগ দিয়েছে, এখনো ট্রেনিং শেষ হয়নি। ধনীর সন্তান হলেও সুশিক্ষিত আর ভালো স্বভাবের ছেলে শিহাব।

শুক্রবার রাতে বনানীর এই রাস্তাটা একটু সুনসান থাকে। ডিনারের পর বেরিয়েছে গতির ঝড় তুলতে। জোরে চালালেও চারিদিকে খেয়াল রাখছিল শিহাব। রাস্তার দুই পাশে অনেক এপার্টমেন্ট। এগুলো হতে মানুষজন আর গাড়ি ও বেরিয়ে আসছে। একটা রাস্তা দিয়ে যাবার সময় হটাত গাড়িতে একটা পাথরের ছোট টুকরা এসে পড়ল। জোরে ব্রেক চাপল কষে শিহাব......।। ব্যাক গিয়ার দিয়ে ২০ গজ পিছিয়ে দেখল একটা ছোট ছেলে অপরাধীর মত দাঁড়িয়ে আছে রাস্তার পাশে। গাড়ি হতে নেমে গটগট করে হেঁটে বামদিকের বডি চেক করল শিহাব। পিছনের দরজায় একটা ছোট ডেনট, রঙ উঠে গিয়ে অল্প ভিতরে ঢুকেছে পাথরের আঘাতে। নতুন পোরশের এই দাগ দেখে মাথায় রক্ত উঠে গেল শিহাবের। কিছু না ভেবেই ১০-১২ বছরের ছেলেটাকে ধাক্কা দিয়ে পাশের এক গাছের সাথে চেপে ধরল।

চিৎকারে গলার রগ ফুলে গেল শিহাবের।

- এই তুই পাথর মারলি ক্যান? এখন এটা ঠিক করার টাকা দিবি তুই। বুঝছিস, যত টাকা লাগে দিবি। তোর বাপ কই?

ছেলেটা ফোঁপাতে ফোঁপাতে বলল,

- কোন উপায় না দেখে মেরেছি ভাইয়া, মাফ করে দেন। কেউ থামছিল না। কারো হাতে সময় নাই। আমার ছোট ভাই পড়ে গেছে, উঠাতে পারছিনা। বাসা থেকে একটু দূরে চলে আসছিলাম। ওকে একলা ফেলে কাউকে ডাকতেও যেতে পারছিনা। আপনি একটু উঠিয়ে দেবেন?

শিহাব থতমত খেয়ে দেখল অদুরেই একটা ৮-৯ বছরের ছেলে হুইল চেয়ার থেকে পড়ে কাত হয়ে আছে। হাঁটু ছিলে হালকা রক্ত ও বেরোচ্ছে। সম্ভবত কাঁদছেও। শিহাবের মন অনুশোচনায় ভরে যাচ্ছে। কারন জিজ্ঞেস না করেই ছেলেটাকে মারা ঠিক হয়নি। হেঁটে গিয়ে পঙ্গু ছেলেটাকে তুলে বসিয়ে দিল হুইল চেয়ারে। পকেট হতে রুমাল বের করে হাঁটুর রক্তটা মুছে দিল আদর করে। ভালভাবে দেখল আর কোথাও কোন সমস্যা আছে কিনা। পিচ্চি দুজনের মুখেই হাসি ফুটল। তারা ধন্যবাদ দিয়ে বাসার দিকে রওয়ানা দিল। সেই হাসি দেখে শিহাবের মনটা ভাললাগায় সিক্ত হয়ে উঠল। এত খুশি সে পোরশের চাবি পেয়েও হয়নি। গাড়ির দিকে হাঁটতে হাঁটতে মনে হল, কাউকে উপকার বা সাহায্য করার আনন্দ আসলেই অন্যরকম।

শিহাব তার গাড়ির দাগটা আর কখনই ঠিক করেনি। দাগটা প্রতিদিন তাকে মনে করিয়ে দেয়, যে জীবনে এত দ্রুত দৌড়ানো ঠিক নয়। যাতে আশপাশের মানুষকে ওকে থামানোর জন্য বা সাহায্য চাওয়ার জন্য পাথর মারার দরকার না হয়।

মরালঃ

১/ আমরা নিজেদের নিয়ে এত ব্যস্ত থাকি বা জড়িয়ে যাই যে আর কারো খবর নেয়ার সময় পাইনা। আশপাশের মানুষজনের জন্য হাতে সময় থাকে না।

২/ আর পুরো পরিস্থিতি না বুঝেই আমরা প্রতিক্রিয়া দেখাই বেশির ভাগ সময়। অন্যের বক্তব্য শুনলে পরিস্থিতি হয়ত ভিন্ন হত বা আমাদের বিচার ও অন্যরকম হত।

৩/ রাস্তায় কাউকে পড়ে থাকতে দেখে বা হাইওয়েতে দুর্ঘটনা দেখে আমরা কজন দাঁড়াই, একটু বুকে হাত দিয়ে বলেন তো?

(বিদেশি ঘটনার ছায়া অবলম্বনে গল্প)

বিষয়: বিবিধ

১৪০৫ বার পঠিত, ১৬ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

270794
০২ অক্টোবর ২০১৪ দুপুর ১২:৪৬
ফেরারী মন লিখেছেন : আসলেই সুন্দর গল্প। তবে গল্প হলেও এখানে শিক্ষণীয় বিষয়টা সবচেয়ে বেশী গুরুত্ব পাবে। আমরা সবাই কি পারি না শিহাবের মত হতে?
০২ অক্টোবর ২০১৪ দুপুর ১২:৫৪
214784
আতিক খান লিখেছেন : শিহাবের মত হবার চেষ্টাটুকু অন্তত করতে পারি। আসলে শিহাবের সাথে আমাদের অনেকেরই কম বেশি মিল আছে। আল্লাহ আমাদের হেদায়েত করুন। অনেক ধন্যবাদ। Happy Good Luck Good Luck (আচ্ছা, ছেলে হয়ে মেয়ের চোখ প্র পিক এ লাগানোর রহস্যটা জানাবেন? ) Winking Happy
০২ অক্টোবর ২০১৪ দুপুর ১২:৫৮
214785
ফেরারী মন লিখেছেন : একটা ছেলের একটা মেয়ের প্রতি টান থাকবে এটা স্বাভাবিক। আর আমার জানপাখির চোখটাও এমন সুন্দর হবে তাই আগে থেকেই দেখে দেখে সময় পারি কর‌ি। Sad
০২ অক্টোবর ২০১৪ দুপুর ০১:১৬
214792
আতিক খান লিখেছেন : চোখের চেয়ে মন সুন্দর হলে বেশি ভালো হয়, নাহলে সুন্দর চোখ ও আর টানবে না। সমস্যা ওইটা না, জিজ্ঞেস করলাম কারন ২/৩ দিন আগ পর্যন্ত ছবি আর নাম দেখে আপনাকে মেয়ে ভেবেছি Tongue Rolling on the Floor Good Luck
০২ অক্টোবর ২০১৪ দুপুর ০১:১৮
214793
ফেরারী মন লিখেছেন : Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Broken Heart Broken Heart তাতে সমস্যা নাই তবে মনে মনে অন্য কিছু ভাবেননি তো আবার?
০২ অক্টোবর ২০১৪ দুপুর ০২:৩২
214818
আতিক খান লিখেছেন : ব্লগে অন্য কিছু ভেবে লাভ নাই। ছদ্ম নাম আর ছবির পিছনে কতজন যে লুকিয়ে Crying Crying তাই সময় নষ্ট করতে চাইলে ব্লগে না করে অন্যখানে করাই ভাল Winking Happy তবে এই চোখের মত কাউকে দেখলে খবর দিব Waiting
270814
০২ অক্টোবর ২০১৪ দুপুর ০১:৫৯
আফরা লিখেছেন : এই গল্পটা আমি পড়েছিলাম তবে একটু অন্য রকম । তবে গল্প যাই হোক শিক্ষাটাই বড় কথা । আপনি শিক্ষা খুব সুন্দর করে বিশ্লেষন করেছেন ভাইয়া ।

০২ অক্টোবর ২০১৪ দুপুর ০২:৩৯
214822
আতিক খান লিখেছেন : আক্ষরিক অনুবাদ নয়, তাই অন্যরকম লাগছে। অনেক ধন্যবাদ, তুমিও সুন্দর শিক্ষামূলক ঘটনা লিখ, অনেকটা সেরকম। :Thinking এখান হতে কেউ কিছু শিখলে বোনাস। Good Luck Good Luck
270832
০২ অক্টোবর ২০১৪ দুপুর ০২:৫৪
কাহাফ লিখেছেন :
স্বার্থহীন সাহায্য-সহযোগিতা পবিত্র নির্মল আনন্দে অন্তর কে আলোকিত করে,যা অন্য বিষয়ে পাওয়া যায় না।
মরাল উল্লেখ সহ সমাজ সচেতন মুলক গল্পের অবতারণায় অনেক ধন্যবাদ ও শুভেচ্ছা..... Rose
০২ অক্টোবর ২০১৪ দুপুর ০২:৫৮
214826
আতিক খান লিখেছেন : স্বার্থহীন সাহায্য-সহযোগিতা পবিত্র নির্মল আনন্দে অন্তর কে আলোকিত করে,যা অন্য বিষয়ে পাওয়া যায় না। - Applause Applause ভালো বলেছেন। অনেক ধন্যবাদ। Good Luck Good Luck
270839
০২ অক্টোবর ২০১৪ বিকাল ০৪:২৮
সূর্যের পাশে হারিকেন লিখেছেন : জীবনে এত দ্রুত দৌড়ানো ঠিক নয়। যাতে আশপাশের মানুষকে ওকে থামানোর জন্য বা সাহায্য চাওয়ার জন্য পাথর মারার দরকার না হয়। Thumbs Up খুব্বি সুন্দর শিক্ষনীয় গল্প Big Hug Big Hug খুবই সুন্দর - ভালো লাগলো অনেক Good Luck Good Luck যাজাকাল্লাহু খাইর Rose Good Luck Good Luck Rose
০২ অক্টোবর ২০১৪ রাত ০৮:২৮
214902
আতিক খান লিখেছেন : জাযাকাল্লাহ খাইর। অনেক ধন্যবাদ। কিছু ঘটনা থাকে লিখে আনন্দ লাগে, এটা অনেকটা সেরকম Good Luck Good Luck
270848
০২ অক্টোবর ২০১৪ বিকাল ০৫:০০
মামুন লিখেছেন : ধন্যবাদ আতিক।
খুব সুন্দর শিক্ষামূলক অনুভূতি। কিন্তু এই অনুভুতিতে তাড়িত হয়ে নিজেকে শিহাবের আদলে গড়ে নিতে হবে।
অনেক ভালো লাগলো।
জাজাকাল্লাহু খাইর। Thumbs Up Thumbs Up Thumbs Up Good Luck
০২ অক্টোবর ২০১৪ রাত ০৮:২৯
214903
আতিক খান লিখেছেন : শিহাব হতে পারলে ভালই হয়। কেমন যেন আত্মকেন্দ্রিক হয়ে যাচ্ছি আমরা Crying ভাল থাক। জাযাকাল্লাহ খাইর। Good Luck Good Luck
271070
০৩ অক্টোবর ২০১৪ সকাল ০৮:৫৯
রেহনুমা বিনত আনিস লিখেছেন : প্রতিটি পয়েন্টে আপনার সাথে একমত। সুন্দর গল্পের মাধ্যমে শিক্ষা দেয়ার প্রয়াসের জন্য আপনাকে ধন্যবাদ Rose
০৩ অক্টোবর ২০১৪ রাত ১১:৫৫
215384
আতিক খান লিখেছেন : অনেক ধন্যবাদ আপনাকে মূল্যবান মন্তব্যের জন্য Happy Good Luck Good Luck

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File