বন্যাদুর্গতদের জন্য আড়ং ফ্যাশন !!
লিখেছেন লিখেছেন আতিক খান ২৪ সেপ্টেম্বর, ২০১৪, ১০:২৩:৪৩ রাত
ফ্যাশন AT ITS BEST !! একদিকে চ্যানেল আই লাক্স সুপারস্টারদের শাড়ি উপরে না ব্লাউজ উপরে সেটা নিয়ে কনফিউশন, আরেকদিকে সেরা দেশী ফ্যাশন হাউজ আড়ং এর মডেলদের পানির মধ্যে দাঁড়িয়ে ফটোশুট।
এমনিতে ভাবনা ঠিকই আছে। দেশ যেভাবে নানাভাবে ডুবছে, এটাই অদুর ভবিষ্যতের সেরা ফ্যাশন।
এই ছবি দেখে কিছু পাঠকের মজার প্রতিক্রিয়া,
- বন্যাদূর্গত ফ্যাশন
- আড়ংয়ের বিজ্ঞাপননির্মাতাদের মগজে সর্বদা বন্যার পচা পানি ঢোকা থাকে?
- পানিতে কিছু কাগজের নৌকা, ছেলে ২টার হাতে ছাতা আর মেয়ে ২টার হাতে রুই মাছ থাকলে আরো ভাল দেখাতো..
- আপনাদের সবার সমস্যা কি ??? বন্যায় স্টুডিও ডুবে গেছিল তাই বলে কি তারা ফটোশুট বন্ধ রাখবে !!
- বন্যাবিধ্বস্ত বাংলাদেশের প্রতিচ্ছবি দেখানোর জন্য এর চেয়ে ভাল উপায় আর নাই!
- এই ছবিটা নদীমাতৃক ঢাকা শহর ফুটিয়ে তুলেছে। আড়ং এর কাপড় পড়ুন, পানিতেও ফিটফাট থাকুন।
- আমায় ভাসাইলিরে, আমায় ডুবাইলিরে .........।
- জেলে পরিবার । ফ্যাশন করছে But পানির মায়া ছাড়তে পারে নাই !
আড়ং এর ফ্যাশন ডিজাইনারদের বড় ফ্যান হয়ে গেলাম।
আসলেই উন্নয়নের জোয়ারে দেশের সাথে আড়ং ও ভেসে যাচ্ছে !!
বিষয়: বিবিধ
১৪৪২ বার পঠিত, ১৬ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মানুষের কষ্ট নিয়ে এমন মশকারি যারা করতে পারে তাদের ধরে পিটান উচিত।
i. truely creative/gifted, other-wise
ii. has to demonstrate hallmark of empty-headed madness.
Here BRAC found such an empty headed creture.
"আমায় ভাসাইলিরে.......
আমায় ডুবাইলিরে........"
তবে এই ভাসাইয়া-ডুবাইয়া কোথায় নিয়ে যাচ্ছে,এর পরিণতিই বা কী তা আজ স্পষ্ট।
ধন্যবাদ বিষয়টা সামনে আনায়.....
আর বন্যা দুর্গত অসহায় মানুষদের প্রতি টিটিকারি সুলভ আচরণের মত মনে হল আমার কাছে।
এরা পানির ভিতর দাঁড়িয়ে আছে ঠিক আছে, কিন্তু যারা সত্যিকারের বন্যা দুর্গত-তাদের পোশাকও যদি এরা পরিধান করে পোজ দিতো, আর বিত্তবানদের প্রতি সাহায্যের আবেদন সম্বলিত প্ল্যাকার্ড থাকতো, সেখানে কার্টেসীঃ আড়ং দিলেও আজ এদের নিয়ে এতোটা সমালোচনা হতো না। বোঝা যেতো এরা বন্যা-দুর্গতদের জন্য সাহায্যের আবেদন করছে।
এখন এই ছবিটা দেখে এদের প্রতি করুণাই জাগছে মনে।
ধন্যবাদ আতিক, এইরকম একটি ফ্যাশন হাউজের অভ্যন্তরীণ দৈন্যতাকে তুলে ধরবার জন্য। মনের দিক থেকে এরা অনেক খোকলা এবং জীর্ণ হয়ে আছে।
শুভেচ্ছা তোমাকে।
মন্তব্য করতে লগইন করুন