বিয়ের বয়স ১৮ আর ১৬ করা একটা অর্বাচীন সিদ্ধান্ত !!

লিখেছেন লিখেছেন আতিক খান ১৯ সেপ্টেম্বর, ২০১৪, ০১:০১:৩০ দুপুর



১। এক বেকারির মালিক বন্ধুর ফোন।

- দোস্ত, খুব টেনশনে আছি। আমার রুটি - বিস্কিট এর ভ্যান চালায় যে ছেলেটা, সে এক মেয়েকে ভাগায় নিয়ে আসছে। নিয়ে পালাইছে গ্রামের বাড়িতে। শালা, ভাগাবি তো এমন কাউকে ভাগা, যেখানে ঝামেলা নাই। সে ভাগাইছে এক প্রভাবশালী নেতার মেয়েকে। নেতা এখন আমাকে শুদ্ধ ভাগাইতেছে। ভাগ্যিস মেয়ের বয়স ১৮ হয় নাই। পুলিশ মোবাইল ট্রেস করে বাড়িতে গিয়ে মেয়েকে উদ্ধার করছে। ছেলেটা ওখান থাকে পলাইছে। এখন পুলিশ আর নেতা মিলে আমার ঘুম হারাম করে দিছে। আমি কি করলাম বল।

- এই ভ্যান চালক শিক্ষিত মেয়েকে পটাইল কেমনে?

- আরে এই ১৬/১৭ বছরের মেয়েগুলো সব উড়তে থাকে। একটু গাধা টাইপ হয়। নিজেদের মনে করে বেশি বুঝে। পোলা এমনিতে স্মার্ট। ভ্যান চালালে কি হবে। জিন্স আর টিশার্ট পরে ঘুরে, ম্যাট্রিক পর্যন্ত পড়ছে। মাঝে মধ্যে ইংলিশ ও বলে। এইটা নিয়ে৩ টা মেয়ের সাথে ঝামেলা পাকাইছে। রাতে মোবাইলে ফ্রি কথা বলে আর গিফট পাঠায়। মেয়ের মাথা খারাপ নইলে শুধু চেহারা আর ২ টা মিষ্টি কথা শুনে পালায়? পোলাটা কাজে ভাল বলে কিছু বলি নাই। আর রাখা যাবে না। শেষ পর্যন্ত থানা পুলিশ......।।

২। আরেক বন্ধুর প্রতিবেশি মেয়ে পালাইছে সিএনজি ট্যাক্সি চালকের সাথে। পালায় বিয়েও করে ফেলছে। ভুয়া সনদ জমা দিছিল। স্কুলের সনদ বের করে দেখা গেল বয়স ২১ হয় নাই। কাজেই বিয়ে অবৈধ, ছেলেকে পুরা হল জেলে। আরও খবর নিয়ে দেখা গেল ছেলের আরেকটা বউ ও আছে।

১৬ বছরের মেয়ে মানে ক্লাস টেন আর ১৮ বছরের ছেলে মানে ক্লাস টুয়েলভ। মানে কলেজে পড়ে। এই বয়সে কিভাবে এরা বিয়ের যোগ্য হয়? এই বয়সগুলোই হল ভুল করার বয়স। এই বয়সে পালায় বিয়ে করলে যদি বিয়ে বৈধ হয়, এর ভবিষ্যৎ কি? ইন্টার ও না দেয়া ছেলে মেয়েকে খাওয়াবে কি? বাপের টাকায়? আর ম্যাট্রিক না দেয়া মেয়ে কি বিয়ের জন্য যোগ্য? শুধু বাবা-মা হওয়াই কি বিয়ের যোগ্যতা। এই কঠিন বাস্তব দুনিয়াতে কেউ কারো না। নিজেরা সব সমস্যা সামলাতে যোগ্য না হলে বিয়ের মজা ২ দিনে উড়ে যাবে। আমাদের দেশে শারীরিক পরিশ্রমের কাজ না হলে ছেলেদের উপার্জনক্ষম হতে ২৬/২৭ বছর লাগে। আর মেয়েরা কমপক্ষে গ্র্যাজুয়েট না হলে শ্বশুরবাড়ি আর স্বামীর মুখ চেয়েই সারাজীবন কাটাতে হবে। কোন কারনে একা হয়ে গেলে এই ডিগ্রিটাই সাহায্য করবে অন্তত মান সন্মান নিয়ে বেঁচে থাকার জন্য। শ্বশুরবাড়ির পড়ালেখা সবার কপালে জুটে না। আগের ২১ আর ১৮ ছিল ন্যুনতম বয়স।

সরকার কি হিসাবে ছেলেদের বিয়ের বয়স ১৮ আর মেয়েদের বিয়ের বয়স ১৬ নির্ধারণ করছে বোধগম্য নয়। আর শুধু মিষ্টি আলাপ, ভালবাসার কথা, রূপের প্রশংসা আর ফুল / রিচার্জ উপহার দিয়ে জীবন চলবে না। ভুল করলে মিষ্টি আলাপ গায়ে পড়তে হবে, রূপের প্রশংসা দিয়ে লাঞ্চ করতে হবে আর মরে যাওয়া ফুলগুলো দিয়ে ছাদ বানিয়ে তার নিচে থাকতে হবে। চোখ দুইটা আকাশে না রেখে মাটিতে রাখলেই ভাল, উশটা খেতে হবে না।

বিষয়: বিবিধ

১৩৮৭ বার পঠিত, ১৬ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

266469
১৯ সেপ্টেম্বর ২০১৪ দুপুর ০১:১৯
চোথাবাজ লিখেছেন : ট্যাট্যা সমস্যা কি? আমি বুয়ে করুম Crying Crying Crying
১৯ সেপ্টেম্বর ২০১৪ দুপুর ০২:৩৩
210203
আতিক খান লিখেছেন : বয়স কত ১৯? বউকে হালাল টাকায় খাওয়াতে পারলে সমস্যা নাই। করেন বিয়া। Winking Happy Good Luck
266476
১৯ সেপ্টেম্বর ২০১৪ দুপুর ০১:২২
দুষ্টু পোলা লিখেছেন : আমি বিয়া করুম, পাত্রী চাই Love Struck Love Struck Love Struck
১৯ সেপ্টেম্বর ২০১৪ দুপুর ০২:৩৬
210204
আতিক খান লিখেছেন : কয় বছরের পাত্রী - ১৬? Winking মা শিক্ষিত না হলে কিন্তু বাচ্চাদের পড়ানোর দায়িত্ব ও বাপকেই নিতে হবে Tongue আর বিয়ার বয়স হইলে সিভি ছাপায় দেন ব্লগে, আমরা পাত্রী দেখি Happy Good Luck
266483
১৯ সেপ্টেম্বর ২০১৪ দুপুর ০১:৫৬
কাহাফ লিখেছেন :
নৈতিকতার চরম অধঃপতনের বর্তমান এই সময়ে, বন্ধুত্ব-প্রেমের ছদ্মাবরণে কলুষতার যে বিষবাষ্প ছড়াচ্ছে তা থেকে- কিছুটা হলেও মুক্ত রাখবে এমন বিধান।স্বাবলম্বীতার দোহাই দিয়েও এ থেকে যখন বিরত রাখা যাচ্ছে না,মন্দের ভালো হিসেবে আইন কে সাধুবাদ দেয়া যায়।
বিয়ের বেলায় বয়সের বাধ্য বাধকতা অনৈতিকতা কেই উস্কে দেয়।
এটা একান্তই আমার মত।
অনেক ধন্যবাদ আপনাকে......।
১৯ সেপ্টেম্বর ২০১৪ দুপুর ০২:৩৯
210205
আতিক খান লিখেছেন : ভাই, যে দায়িত্ব না নিয়ে শয়তানি করার, সে এমনিতেও করবে। বিয়ে করতে চাইলে ২১ আর ১৮ কোন সমস্যা না। বাবা-মা হতে শারীরিক আর মানসিক একটা প্রস্তুতি কি লাগে না? খালি বাচ্চা জন্ম দিলে হবে? যে মেয়েদের ভোগ্যপণ্য বানাতে চায়, এই আইনে সে বিয়ের পিঁড়িতে বসবে ভাবছেন? :Thinking Waiting ধন্যবাদ আপনাকে। Good Luck Good Luck
১৯ সেপ্টেম্বর ২০১৪ দুপুর ০২:৪৮
210208
কাহাফ লিখেছেন : বিয়ে করলেই গন্ডায় গন্ডায় বাচ্চা পয়দা করতে হবে এমন তো কথা নাই। সব দিকেই বিয়ের সামর্থবান অনেক ব্যক্তিও বয়সের বাধ্যবাধকতায় অনিচ্ছায় অনৈতিকাতায় জড়িয়ে পড়ে । ঈমান তো অনেকের এতো মজবুত না!!
আবারো ধন্যবাদ......Good Luck
১৯ সেপ্টেম্বর ২০১৪ দুপুর ০৩:০৩
210214
আতিক খান লিখেছেন : ২১ বছরে এই দেশে কয়জন শিক্ষিত আর সামর্থ্যবান হয়? সেখানে ১৮ তে তো ইন্টার ও পাশ করে না। বৃক্ষের গোড়া শক্ত না হলে একসময় ভেঙ্গে পড়বেই। এই বয়সটা নিজেকে গড়ে তোলার বয়স। আর সত্যিই বিয়ে করতে চাইলে পরিবারকে বলে বাগদান করে রাখা যায়, ২১/১৮ হলেই তুলে আনা যায়। উদ্দেশ্য সৎ হলে অনেক পথ ভাই। :Thinking Good Luck
266488
১৯ সেপ্টেম্বর ২০১৪ দুপুর ০২:২৬
সুশীল লিখেছেন : দুষ্টু পোলা লিখেছেন : আমি বিয়া করুম, পাত্রী চাই Love Struck Love Struck Love Struck Rolling on the Floor Rolling on the Floor
১৯ সেপ্টেম্বর ২০১৪ দুপুর ০২:৪২
210207
আতিক খান লিখেছেন : সিভি ছাপাতে বললাম ব্লগে, আমরা ও দুষ্টু পোলার জন্য মিষ্টি মেয়ে খুঁজি। Winking Happy ধন্যবাদ আপনাকে। Good Luck Good Luck
266492
১৯ সেপ্টেম্বর ২০১৪ দুপুর ০২:৫৩
সত্যপিয়াসী লিখেছেন : পুরোপুরি একমত আপনার সাথে। এই বয়স কমানো দিয়ে একদিকে উপকার হলেও অন্যদিকে ক্ষতিটাই বেশি হল মনে হচ্ছে। এই আইন উচ্চশিক্ষার্থীদের উপকারে আসবে বলে মনে হয়না। তাদের বিয়ের বয়স এমনিতেও ৩০ অমনিতেও ৩০। উপকার পাবে গারমেন্টস কর্মীরা।
১৯ সেপ্টেম্বর ২০১৪ দুপুর ০২:৫৮
210211
আতিক খান লিখেছেন : ইসলামের দৃষ্টিভঙ্গির ধুয়া তোলা হলেও আমার ধারনা অপকার বেশি হবে। যে মেয়ে পড়তে চাইবে, বাপ না পড়িয়ে বিয়ে দিয়ে দিবে। শিক্ষিত পরিবারের বেকুব মেয়েরাও অনেক ভুল করবে। আইনগত ভিত্তি পেলে কিছু করার থাকবে না। যে ছেলে লুচ্চা, সে বিয়ে না করে লুচ্চাই থাকবে :Thinking Worried অনেক ধন্যবাদ। Good Luck Good Luck
১৯ সেপ্টেম্বর ২০১৪ দুপুর ০৩:৩০
210216
সত্যপিয়াসী লিখেছেন : এ ক্ষেত্রে আমার দৃষ্টিভঙ্গি হল, বিয়ের বয়স আসলে কোন ফ্যাক্ট না। সরকারের উচিত ১৮ বছরে একটা ছেলেকে কিভাবে কর্মমুখী করা যায় সে পদক্ষেপ নেয়া। ২৮ বছরের নাবালক(?) না রাখা।
১৯ সেপ্টেম্বর ২০১৪ দুপুর ০৩:৫০
210223
আতিক খান লিখেছেন : সরকারের কি এইসব নিয়ে মাথাব্যথা আছে? মাছের চাষ নিয়ে ওরা ব্যস্ত থাকে। শিক্ষার যে অবস্থা দেশে, নতুন প্রজন্ম কি শিখে বড় হবে? স্বাবলম্বী হবার সাথেই বিয়ের সম্পর্ক - ভালো বলেছেন। Good Luck Good Luck
266497
১৯ সেপ্টেম্বর ২০১৪ দুপুর ০৩:৫৩
মামুন লিখেছেন : সহমত তোমার সাথে।
ধন্যবাদ সুন্দর লিখাটির জন্য।
পোষ্টটি স্টিকি করা যেতে পারে।
জাজাকাল্লাহু খাইর। Rose Rose Good Luck
১৯ সেপ্টেম্বর ২০১৪ বিকাল ০৫:০৬
210235
আতিক খান লিখেছেন : অনেক ধন্যবাদ মামুন। জাযাকাল্লাহ খাইর। Good Luck Good Luck

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File