অনুভূতি হয়ে যাচ্ছে ডিজিটাল আর আমরা হয়ে যাচ্ছি রোবট !!
লিখেছেন লিখেছেন আতিক খান ১৫ সেপ্টেম্বর, ২০১৪, ০১:৫৭:১৭ দুপুর
অনুভূতির সেকাল - একাল
১৯৮৫ -
- এই শুনছ, তোমার ভাতিজা খেলতে গিয়ে ব্যথা পেয়েছে। হাঁটুতে নাকি চামড়া ছিলে গেছে। একটুখানি ছেলে কত কষ্ট পাচ্ছে, চল দেখে আসি।
- আমার বোনের দেবরের খালাতো বোন ১ম বিভাগ পেয়েছে, চল মিষ্টি নিয়ে দেখে আসি মেয়েটাকে।
প্রতিক্রিয়াঃ ছি ছি আগে বলবে না। কি মনে করবে বলতো? এক্ষুনি রেডি হয়ে নাও। আমাদের একটা দায়িত্ব আছে না!
১৯৯৫ -
- এই শুনছ, তোমার ভাতিজার নাকি হাতের আঙ্গুলে ফ্রেকচার হয়েছে। আমাদের উচিত ওকে দেখে আসা। সামান্য ব্যথা হলে নাহয় যেতাম না। এখন না গেলে কি বলবে বলত?
- আমার বোনের দেবরের মেয়ে স্টার মার্ক পেয়েছে। মিষ্টি নিয়ে না হোক, অন্তত দেখে আসা উচিত।
প্রতিক্রিয়াঃ হুম, না গেলে খারাপ দেখায়। একটু টায়ার্ড লাগছে। সন্ধ্যায় গিয়ে ঘুরে আসব। স্টার মার্ক সবাই পায় না। আমার ও দেখতে ইচ্ছে করছে মেধাবী মেয়েটাকে। উৎসাহ দেয়া দরকার।
২০০৫ -
- এই শুনছ, তোমার ভাতিজার সিঁড়িতে পড়ে নাকি গোড়ালি ভেঙ্গে গেছে। ২ মাস বেড রেস্ট। না গেলে খুব খারাপ দেখায়। রাস্তায় তো জ্যাম, চল আগামি শুক্রবার হলেও ঘুরে আসি। আর মোবাইলে কথা বলে নিও।
- আমার বোনের দেবর জিপিএ ৫ পেয়েছে। দেখতে যেতে না পারলেও একটু খবর নেয়া উচিত।
প্রতিক্রিয়াঃ ২ মাস বেড রেস্ট! ছোটখাট কিছু হলে এড়িয়ে যেতাম। এত বড় এক্সিডেন্ট, একবার না গেলে খারাপ দেখায়। আচ্ছা, আগামি শুক্রবার। আর জিপিএ ৫ পেয়েছে, মোবাইলে শুভেচ্ছা জানিয়ে দিব।
২০১৫ -
- এই শুনছ, তোমার ভাতিজার নাকি হার্ট এটাক হয়েছে। বেচারা। আমি কিন্তু এখন যেতে পারব না। আমার ফেসিয়াল আর ক্লিঞ্জিং এর শিডিউল নেয়া আছে। জানই তো আজকে না গেলে আরও ৩ দিনের আগে কোন স্লট নেই। এমনিতেই চেহারাটা কেমন যেন ঝুলে যাচ্ছে।
- আমার বোন গোল্ডেন জিপিএ ৫ পেয়েছে। দেখতে যেতে না পারলেও একটু খবর নেয়া উচিত।
প্রতিক্রিয়াঃ হার্ট এটাক তো, না গেলেও চলবে। ওকে দেখার অনেক লোক আছে। আমার একটা পেমেন্ট এর ডেট আছে। পরে একসময় খবর নিয়ে নিব। ফেসবুকে "গেট ওয়েল সুন" লিখে শুভেচ্ছা দিয়েছি একটু আগে। এত ফর্মালিটির কি আছে। আমাদের যাওয়া - না যাওয়াতে কি কিছু এসে যায়? আর রাস্তাঘাটে যে জ্যাম। ৬ ঘণ্টা নষ্ট করা সম্ভব না। টিভিতে বিকালে কাবাডি লীগের সেমিফাইনালটা দেখব, খুব জমে উঠেছে।
আজকাল রাস্তাঘাটে মানুষজন গোল্ডেন পায়। তারপর কোথাও না টিকে ফ্যা ফ্যা করে ঘুরে বেড়ায়। কত দেখলাম। কতজনের খবর নিব, বাদ দাও। ওদের গরজ থাকলে মিষ্টি নিয়ে আসবে।
২০২৫ -
- এই শুনছ, তোমার ভাতিজা যে কয়দিন ধরে হাসপাতালে ছিল। হটাত মারা গেছে। তোমার ভাই খুব কাঁদছিল। এত অল্প বয়স, বিয়ে করল সেদিন। বাচ্চাটা ছোট। তুমি যাবে না?
- আমার বোন বোর্ডে নাকি সর্বচ্চ নম্বর পেয়েছে। পারলে একটু শুভেচ্ছা জানিয়েও দিও।
প্রতিক্রিয়াঃ নিজের জ্বালায় বাঁচি না, ভাতিজার খবর নেয়ার সময় নাই। জনসংখ্যা একজন কমলো। ওরাও কালকেই ভুলে যাবে। টিভির রিমোটটা কই?
আর তোমার বোনকে বল, এই উপলক্ষ্যে আমাদের চাইনিজ খাওয়াবে। আমরা ফেসবুকে দোয়া না করলে ও কি প্রথম হতে পারত??
বিষয়: বিবিধ
১৩৩১ বার পঠিত, ১৮ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
২০৩৫-২০৪৫ এ অনুভূতি পড়ার ইন্তেজারে রইলাম।সাথে সাথে আপনার সুস্হ্যতার কামনা মহান রবের কাছে।
অনুপমেয় অনুভূতির অনবদ্য প্রকাশ।
সহমত তোমার সাথে। ইটপাথরের নগর জীবনে আমাদের অনুভূতি ভোতা হয়ে যাচ্ছে; আমরা সামগ্রিকভাবে যন্ত্রের উপর নির্ভরশীল হয়ে পড়ছি বিধায়।
জানি না ঐ সময় পর্যন্ত বেঁচে থাকব কিনা।
শুভেচ্ছা রইলো তোমার জন্য।
মন্তব্য করতে লগইন করুন