কুরিয়ারের অপেক্ষায় আর কতদিন? চুল দাঁড়ি সব পেকে গেল!!
লিখেছেন লিখেছেন আতিক খান ১৩ সেপ্টেম্বর, ২০১৪, ০৪:২৯:০৫ বিকাল
মা হটাত বললেন,
- বাবা তুমি না তোমার বাবাকে নিয়ে লিখে কি একটা পুরস্কার পেয়েছিলে। কই দেখালে না তো?
আমি নির্লিপ্ত ভাবে জবাব দিলাম,
- এই তো মা, মনে হয় কুরিয়ারটা রাস্তায় মানে পথে আছে।
- ও আচ্ছা, অনেক দূর কোথাও হতে পাঠাচ্ছে মনে হয়!!
- চাঁদ থেকে পাঠালেও তো এতদিন লাগার কথা না। মনে হয় সরকারী পোস্ট অফিস দিয়ে পাঠিয়েছে। গল্প শুনি, ১১ বছর পর নাকি কোন চিঠি পৌঁছেছে। আমারটা হয়ত সেই রেকর্ড ভেঙ্গে ফেলবে।
পুরস্কার ঘোষণার আনন্দটা বেশিদিন রইল না, হাতে না পাওয়াতে। ভেবেছিলাম একসময় নাতি নাতনীদের কাছে গল্প করব। একসময় টুডে ব্লগে লিখতাম। বাবা প্রতিযোগিতায় ৫ম পুরস্কার পেয়েছিলাম। এখনকার বাচ্চারা অনেক চালাক, প্রমান ছাড়া সব গালগল্প বলেই উড়িয়ে দিবে। নিজে নিজে বানিয়ে ফেলব নাকি ভাবছি। বলা হয়েছিল, পুরস্কার না এলে আবার ইমেল করতে। কত ইমেল হাওয়া হয়ে গেল, উত্তর এল না। মনে হয় আকাশের ঠিকানায় ইমেল চলে গেছে।
ছোটকালে রহস্য পত্রিকায় লিখে টাকা পেয়েছিলাম। আজকাল মানুষ অবশ্য টাকার জন্য লিখে না, লিখে দায়বদ্ধতা, শখে বা দালালির জন্য। যাই হোক, ভেবেছিলাম লিখে একটা কিছু অন্তত পেলাম। সে আশায় গুড়ে বালি।
তবুও আশা করতে চাই, আমার / আমাদের পুরস্কারগুলো কুরিয়ারে আছে। পৌঁছাবে ইনশাল্লাহ যে কোন দিন !!
বিষয়: বিবিধ
১৬১৮ বার পঠিত, ২৫ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
তবে পুরস্কার দিক বা না দিক, এতে করে অনেক সুন্দর লেখা হয়েছে, কিছু আমিও পড়েছিলাম।
যাই হোক আপনি কোন ফি ছাড়া এ ব্লগে ব্লগিং করার সুযোগ পাচ্ছেন, সে দিক বিবেচনা করে ছেড়ে দিন না।
ভাই আপনার জন্য যে পাঠাইছিল সেই বক্সটার ছবি -- পথে হয়ত গরমে নষ্ট হয়ে যাওয়ার কারণে আপনার হাতে পোঁছায় নাই--মনে কষ্ট রাইখেন না -- বুইলা যান--
গ্রুপে যেদিন তুমি আমাদেরকে সুখবরটা জানালে, সেদিন থেকে আজ পর্যন্ত তো দিন কম হল না। আয়োজকগণ কি করছেন?
আমিও আশায় আছি
"আশায় থাকো কাউয়া
পাকলে খাইও ডেউয়া"
পাকলে খাইও ডেউয়া"
ধন্যবাদ ভাই।
ফাগুনের গান গেয়ে
আর কিছু করার তো নাই ভাই / বোন। আপনাকে ধন্যবাদ।
অনেক ধন্যবাদ
ধয্যর বাধ এত সহজে ভাংগেনা
মন্তব্য করতে লগইন করুন