ব্যবধান
লিখেছেন লিখেছেন আতিক খান ১২ সেপ্টেম্বর, ২০১৪, ০৩:৫০:৫৯ দুপুর
- ভালো হতে লাগে অনেক বছর, খারাপ হতে লাগে খুব অল্প সময়
- সম্পর্ক তৈরি করতে লাগে অনেক বছর, ভাঙতে লাগে কয়েকটি মুহূর্ত
- চরিত্র গঠন করতে লাগে বহু বছর, হারাতে হয়ত লাগে একটা মুহূর্ত
- ফেসবুক সেলিব্রেটি হতে লাগে অনেক বছর, ডাস্টবিনে ছুঁড়ে ফেলতে লাগে একটা পোস্ট
- ছাত্রনেতা হতে লাগে অনেক বছর, রাস্তায় পড়ে থাকতে লাগে ১ টা বুলেট
- ভালো স্বামী / স্ত্রী হতে লাগে অনেক ত্যাগ আর ভালবাসা, বিশ্বাস ভাঙতে ১টা অবৈধ সম্পর্ক
- সংসদ হতে লাগে কয়েক কোটি টাকা, পদ যেতে লাগে ১ টা গ্রহণযোগ্য নির্বাচন
- একজন সাকিব / ইউনুস পেতে লাগে অনেক বছর, হারাতে লাগে কিছু মূর্খ
- একজন ব্যবসায়ি তৈরি হতে লাগে বহু লগ্নি আর সময়, ভিখারি হতে একটা ভুল ডিল
- একটা জীবন ভূমিষ্ঠ হতে লাগে ৯ মাস, লঞ্চ / গাড়ী / নানা দুর্ঘটনায় শেষ হতে লাগে ৯ সেকেন্ডের কম
- গনতন্ত্র গড়ে তুলতে লাগে বহু বছর, নষ্ট হতে লাগে ১ টা স্বৈরাচারী সরকার
ক্রমশ..................।।
বিষয়: বিবিধ
১২২৮ বার পঠিত, ৩০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
যা কিছু ভালো-সুন্দর, তার জন্য অনেক চেষ্টা- অধ্যবসায়ের প্রয়োজন হলেও নষ্ট হতে সময় লাগে না।
ধন্যবাদ ও শুভেচ্ছা।
সঠিক বলেছেন।
সুন্দর পোস্টের জন্য;
সবাই ফুল এনেছে আমি ফল আনলাম। আপনাদের এলাকায় মেহমান খালি হাতে গেলে কি আবার মনে করেন
দাওয়াত রইল, আসবেন তাড়াতাড়ি।
অনেক ধন্যবাদ আর শুভেচ্ছা রইল।
(ডিজিটাল ফলই ভাল, ফরমালিন মুক্ত )
নমুনা দেখিয়া জ্ঞান হারাইলাম
এত কষ্ট করে বয়ে এনেছেন, আমি অভিভূত।
আসেন, এত বড় একলা তো খেতে পারব না, আপনিও বসে পড়েন
অনেক ধন্যবাদ আফরা। আল্লাহ আমাদের সবার এলম বাড়িয়ে দিন। জাযাকাল্লাহ খাইরান।
মন্তব্য করতে লগইন করুন