পদ্মার নিচে ভাই বোনদের এভাবে ফেলে রাখব? এই দেশে লাশের চেয়ে সস্তা কিছু আছে?

লিখেছেন লিখেছেন আতিক খান ১৩ আগস্ট, ২০১৪, ০৩:৩১:২২ দুপুর



হাতি মরলেও নাকি লাখ টাকা। তাই হাতি মরলেও লাভ আছে। আর বাঙালি মরলে? তাও লাভ আছে। শর্ত হল, পদ্মায় ডুবে গিয়ে লাশ হয়ে ভেসে উঠতে হবে। মুল্য ১ লাখ ২৫ হাজার টাকা। একটু রিস্ক আছে। যদি লঞ্চে আটকে ডুবে টুবে যায়, তো আম আর ছালা ২ টাই যাবার সম্ভাবনা। আর কপাল খারাপ হলে জুটতে পারে ১ টা ছাগল।

পিনাক ৬ যদি ভেঙ্গে যেত, লাশগুলো অনায়াসে ভেসে উঠত। আর অখণ্ড পিনাক ৬ অর্ধ শতাধিক লাশ নিয়ে ভেসে অনেক মাইল চলে গেছে এটা বিশ্বাসযোগ্য নয়। আমাদের লক্ষ কোটি টাকা পাচার হয়, হাজার কোটি টাকা ব্যাংক লুট হয় কিন্তু নদীমাতৃক বাংলাদেশে যেখানে প্রতি বছর কয়েকশ লোক লঞ্চ ডুবিতে মরে, তাদের তুলে আনার ক্ষমতা নাই। তাদের তুলে আনার জন্য সক্ষম কিছু কেনা হয় না। তুলে আনলেও ঝামেলা, অনেকের অনেক কীর্তি ফাঁস হয়ে যাবার সম্ভাবনা।

বাঙালি হয়ে জন্মানোটাই আজন্মের পাপ। দেশের রিজার্ভ নাকি ২২ বিলিয়ন ডলার ছাড়িয়েছে। আর এই ডলার কামানো হতভাগ্য শ্রমিকরা বিদেশে মারা গেলে তাদের লাশ ও দেশে আনার ব্যবস্থা করা যায় না, বিদেশেই দাফন করতে হয়। লিবিয়ায় ৬ জনের কবর রচিত হল।

আর এই দেশে কবর হলে? ইদানিং শুনছি বেঁচে থাকতে যাদের কোন মূল্য এই দেশে নাই, কবর হতে কঙ্কাল হিসাবে তারাই প্রাইভেট মেডিকেলে বিক্রি হচ্ছে ২৫-৩০ হাজার টাকায়।

শীতলক্ষ্যায় ডুবে গিয়ে ভেসে উঠলেও লাভ নাই, বিচারের জন্য হয়ত শেষ হবে না আজীবনের অপেক্ষার। আর বিচার হলেও গডফাদাররা থাকবে বিচারের বাইরে। যাদের ফাঁসি হবে, ক্ষমতাসীন দলের হলে রাষ্ট্রীয় ক্ষমা তো আছেই।

রানা প্লাজার নিচে চাপা পড়লেও শেষ হবে না কারো ক্ষতিপূরণের অপেক্ষার। টাকাটা পড়ে থাকবে বিজিএমইএ এর নইলে প্রধান মন্ত্রীর তহবিলে। আর পদ্মায় ডুবলে?

প্রধানমন্ত্রী ব্যস্ত সেমিনার নিয়ে, নৌ মন্ত্রী সোনার গাঁ হোটেলে গার্মেন্টস সমস্যা নিয়ে, খালেদা জিয়া তার হাস্যকর কঠোর আন্দোলনের প্রস্তুতি নিয়ে আর আমরা ব্যস্ত নিজেদের নিয়ে। পদ্মায় কে ডুবল কার কি এসে যায়? পানির নিচের লোকগুলোকে যেভাবে মারা হল সেটা একটা হত্যাকাণ্ড। রাষ্ট্রীয় হত্যাকাণ্ড, যেটা আমরা এড়াতে পারতাম।

কয়েকশ পরিবারের পদ্মার তীরে চোখের জল গড়িয়ে শুকিয়ে যাবে, তদন্ত রিপোর্ট কেজি দরে বিক্রি হবে, দায়ী ব্যক্তিরা হাসি মুখে এক্সপ্রেসো কফি খাবেন, সরকার আর প্রভাবশালী মহল স্বস্তিতে গোঁফে তা দিবেন। আর আমাদের ৬১ জন বা অধিক ভাই বোনদের লাশ পানির নিচে গলে পচে মাছের খাবারে পরিনত হবে।

আমরা তো কালকেই অন্য ইস্যুতে সব ভুলে যাব, কি অভাগা জাতি আমরা!!

বিষয়: বিবিধ

১২২৫ বার পঠিত, ১৯ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

253926
১৩ আগস্ট ২০১৪ বিকাল ০৪:৩৪
মাহফুজ আহমেদ লিখেছেন : " আমরাতো কালকে ই অন্য ইস্যুতে সব ভূলে যাব "।আসলে ই কি অভাগা জাতী আমরা!!
১৩ আগস্ট ২০১৪ বিকাল ০৪:৫২
197785
আতিক খান লিখেছেন : আজই মনে করতে পারছি না পদ্মায় কি হয়েছিল। সবাই মিষ্টি খাওয়া আর বিতরনে ব্যস্ত। বিদেশে এরকম ঘটনা হলে দেশ ব্যাপী শোক পালন, পতাকা অর্ধনমি ত রাখা হয়। আমাদের মানুষ এর সংখ্যা বেশি, কমলে ভালই লাগে Sad :Thinking অনেক ধন্যবাদ Good Luck Good Luck
253956
১৩ আগস্ট ২০১৪ সন্ধ্যা ০৬:৩৬
ভিশু লিখেছেন : হুম...নৌকায় ভোট দিলে লাশ ফ্রি!
১৩ আগস্ট ২০১৪ রাত ০৮:৫৬
197824
আতিক খান লিখেছেন : ভোট ও কাউকে দেবার সুযোগ নাই, বেশির ভাগ অপ্রতিদ্বন্দ্বী মৎস্যজীবী Rolling on the Floor মানুষ কবে ভোটের অধিকার ফিরে পাবে বলা মুশকিল। আবার বাকশাল ফিরে আসছে Sad ধন্যবাদ। Good Luck Good Luck
253967
১৩ আগস্ট ২০১৪ সন্ধ্যা ০৬:৫৮
সান বাংলা লিখেছেন : ইস্যু দিয়ে ইস্যু ঢাকা-
এটা এখন নিত্য দিনের খেলা!
১৩ আগস্ট ২০১৪ রাত ০৮:৫৯
197826
আতিক খান লিখেছেন : নাটকগুলো ও চমকপ্রদ, সব ব্লকবাস্টার হিট!! Applause আমরাও খুব সুন্দর ব্যস্ত হয়ে যাই এসব খেলা নিয়ে :Thinking
253976
১৩ আগস্ট ২০১৪ সন্ধ্যা ০৭:৩৩
শেখের পোলা লিখেছেন : চেতনায় বিলীন বাঙ্গালী হয়ত এটাই চেয়েছিল৷আর এটাই স্বধীনতার প্রতিদান৷ আমরা আর কি করতে পারি৷ চোখ মুখ বন্ধ রাখাই শ্রেয়৷
১৩ আগস্ট ২০১৪ রাত ০৯:০১
197828
আতিক খান লিখেছেন : অলসতা, নিঃস্পৃহতা আর ভোগবিলাস - এই হল চেতনাবাজ বাঙ্গালির বর্তমান ৩ বৈশিষ্ট্য।Worried মুখ খুললেও অবশ্য সমস্যা, নিত্য নতুন মুখ বন্ধ করার আইন :Thinking অনেক ধন্যবাদ Good Luck Good Luck
253980
১৩ আগস্ট ২০১৪ সন্ধ্যা ০৭:৩৯
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : আমরা যদি একটি বার চিন্তা করি সেই পরিবারের সদস্যদের কথা যারা তাদের মৃত লাশটি পায় নাই।
আমরা যদি একটি বার চিন্তা করি গুম হওয়া মানুষটির কথা যার খোজ ও পাওয়া যায় নাই।
তখন কি দাড়াবে অবস্য এমন দেশের জন্য ধিক্কার ও আসতে পারে মন থেকে।
১৩ আগস্ট ২০১৪ রাত ০৯:০৪
197829
আতিক খান লিখেছেন : চোখ বন্ধ করলেই একটা লঞ্চের কেবিনের ছবি ভাসে, ৬০-৭০ টা লাশ গাদাগাদি করে পানির নিচে গলছে। আমরা হাসছি, নাচছি আর হিন্দি সিরিয়াল দেখছি Sad :Thinking ধন্যবাদ শাহীন ভাই Good Luck Good Luck
253990
১৩ আগস্ট ২০১৪ সন্ধ্যা ০৭:৫৮
শাহজাদা ইয়ামেন লিখেছেন : বাঙ্গালী হয়ে জন্ম নেওয়াই আজন্ম পাপ । এই পাপের মাসুল দিতে হয় সারা জীবন ।
১৩ আগস্ট ২০১৪ রাত ০৯:০৭
197830
আতিক খান লিখেছেন : দিচ্ছি, দিয়ে যাব আর কখনো যদি পরিবর্তন হয় এই আশায় পান চাবাবো Don't Tell Anyone Sad পরিবর্তন আসে না, করে নিতে হয়। :Thinking ধন্যবাদ। Good Luck
254041
১৩ আগস্ট ২০১৪ রাত ১০:০৩
শিশির ভেজা ভোর লিখেছেন : খুব কষ্ট পেলাম পড়ে। কত মায়ের সন্তানরা সেই লঞ্চে হয়তো এখন পড়ে আছে। Sad
১৪ আগস্ট ২০১৪ সকাল ০৯:৪৪
197911
আতিক খান লিখেছেন : আমরা এখন ব্যস্ত এইচএসসি নিয়ে, পদ্মায় ডুবে থাকারা আর পত্রিকার হেডলাইনে নাই। শুধু ওদের পরিবার পদ্মাপারে বসে আছে, ওদের কষ্ট বুঝার ক্ষমতা আমাদের নেই। Sad ধন্যবাদ। Good Luck Good Luck
254076
১৪ আগস্ট ২০১৪ রাত ১২:০৯
আফরা লিখেছেন : ভাইয়া লেখাটা পড়ে অনেক খারাপ লাগল সত্যি আবার একটু পড়েই ভুলে যাব এটাই সত্যি । আমি আর কি করতে পারি ।
১৪ আগস্ট ২০১৪ সকাল ০৯:৪৭
197912
আতিক খান লিখেছেন : সত্য কথাটাই বললে। আমরা কষ্টটা প্রকাশ করে আবার নিজের জীবন নিয়ে ব্যস্ত হয়ে যাচ্ছি। পারলে পদ্মাতলে ডুবসাঁতার দিয়ে লাশ খুঁজে বেড়াতাম। যারা সত্যিই পারার ক্ষমতা নিয়ে বসে আছে ওরা ঘুমাচ্ছে Sad কষ্টটা যাচ্ছে না। ধন্যবাদ তোমাকে। Good Luck Good Luck
255510
১৮ আগস্ট ২০১৪ দুপুর ০২:০১
মামুন লিখেছেন : "প্রধানমন্ত্রী ব্যস্ত সেমিনার নিয়ে, নৌ মন্ত্রী সোনার গাঁ হোটেলে গার্মেন্টস সমস্যা নিয়ে, খালেদা জিয়া তার হাস্যকর কঠোর আন্দোলনের প্রস্তুতি নিয়ে আর আমরা ব্যস্ত নিজেদের নিয়ে"- এমন কেন হবে বারবার? নৌ মন্ত্রীর গার্মেন্টস সেক্টর নিয়ে কাজ কিসের? আর নিজেদের অভাগা বদনাম আর কতদিন বিয়ে বেড়াবো? আসলে একজন আম পাবলিক হিসেবে নিজের করণীয় কি যে আছে, সেটাই বুঝে আসছে না আমার। প্রতিবাদ জানাবো? কিন্তু কোথায়? আর ঘটন-অঘটনের এই দেশে নিত্য নতুন ইস্যুর বেড়াজালে আমরা অতীতকে সহজেই ভুলে যাই। এর কারণও আছে, কোনো কিছু দৃষ্টান্তমূলক দেখি না যে! তাই আমরাও নতুন ইস্যুকে নিয়ে একটু হইচই করি। মনে হচ্ছে এটাই আমাদের নিয়তি হয়ে দাঁড়াচ্ছে।
১৯ আগস্ট ২০১৪ দুপুর ০৩:৫৫
199483
আতিক খান লিখেছেন : সবাই হইচই বা করলে কাজ হবে না। তাই সবাইকে সোচ্চার হতে হবে আর ভুলে গেলে মনে করিয়ে দিতে হবে। :Thinking :Thinking Good Luck Good Luck
১০
255922
১৯ আগস্ট ২০১৪ বিকাল ০৪:১৩
মামুন লিখেছেন : তারমানে নির্দিষ্ট একটি শ্রেনীর দায়িত্বে চলে গেলো এই 'প্রেশার ক্রিয়েট' করার কাজটি;আর আমরা কেবল তাদেরকে রিমাইন্ডার দিয়ে যাবো। বেশ, তাই-ই হোক। ধন্যবাদ তোমাকে।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File