পাখি আর পাখির জামাইঃ দুই অনাহুত আগন্তুক

লিখেছেন লিখেছেন আতিক খান ২৪ জুলাই, ২০১৪, ০৯:৫৭:২৮ রাত



এক ছোট ভাইয়ের ফোন। পুরাই বিধ্বস্ত, কাঁদো কাঁদো আওয়াজ।

ছোটভাই একটু আলাভোলা টাইপ, কবি আর লেখকরা যেমন হয় আরকি। নিজের ভাব আর জগতেই বিচরন। বিয়ের পর প্রথম ঈদ। মোটামুটি চলে যায় এরকম সংসার। শপিং টপিং এ বিন্দুমাত্র আগ্রহ নাই।

এতদিন কেনাকাটা কিছু করে নাই, এখন বউয়ের ঝাড়ি খেয়ে নড়াচড়া শুরু করছে।

ঘটনাটা এরকম,

ছোটভাইঃ এই শোন, নিউমার্কেটের দিকে যাচ্ছি। ভাগিনার জুতাটা নিয়ে আসব। তোমার জন্য কি কিনব? নাকি তুমিও সাথে যাবা?

বউঃ আমার আজকে ৩/৪ বাসায় ইফতারি দিতে হবে। তুমি দেখে আসতে পার। আমার বান্ধবিরা সবাই এবার 'পাখি' কিনেছে। একটু কালারফুল হলে, তুমি পছন্দ করে নিয়ে আসতে পার। পছন্দ না হলে প্রয়োজনে বদলে নিব।

ছোটভাই ঘণ্টাদুয়েক পর হেলেদুলে বাসায় ঢুকেছে নিউমার্কেটের পাশের পাখির বাজার হতে কেনা 'একজোড়া টিয়া পাখি' নিয়ে। খুব খুশি এই ঈদে এত কম বাজেটে বউয়ের শপিং শেষ!

এখন বউ তাকে ধমকি দিয়েছে, ১ম ঈদ জামাই ছাড়াই বাপের বাড়িতে করবে। কি যন্ত্রনা!!



( বেচারাকে আমি দোষ দিতে পারছিনা। গতকাল পর্যন্ত আমি নিজেও জানতাম না পাখি কি? ভাগ্যিস আমার বউয়ের পাখি ব্যারাম নাই। থাকলে হয়ত আমিও ঈগল বা কাক জাতীয় কিছু একটা নিয়ে আসতাম বাসায়। আমরা কবে থেকে ভারতীয় সংস্কৃতির পিছনে না দৌড়ে অন্তত নিজেদের পছন্দ নিজেরা করতে শিখব?

যারা এখনো অন্ধকারে - পাখি হল প্রতি সপ্তাহের সোম -শনি রাত ৯:৩০ মিনিটে ‘স্টার জলসা চ্যানেলের ‘বোঝেনা সে বোঝেনা’ নামের একটি সিরিয়াল এর প্রধান নায়িকা চরিত্র। তাঁর পরনের জামার ডিজাইনের নাম পাখি জামা !! আর ছেলেদের জন্য পাখির জামাই পোশাক এর ছবি নিচে দেয়া হল )



বিষয়: বিবিধ

২৭১৮ বার পঠিত, ১৩ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

247913
২৪ জুলাই ২০১৪ রাত ১০:০৩
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : ভদ্রলোক তো সঠিক কাজ করেছেন।
২৫ জুলাই ২০১৪ রাত ০৪:৩৪
192526
আতিক খান লিখেছেন : সঠিক কাজ করলেও কি আর শেষরক্ষা আছে? গৃহশান্তি রক্ষার্থে অতএব আবার পাখির দ্বারস্ত Rolling on the Floor Rolling on the Floor অনেক ধন্যবাদ, ১ম মন্তব্যের জন্য শুভেচ্ছা। Good Luck Good Luck
247914
২৪ জুলাই ২০১৪ রাত ১০:০৬
দুষ্টু পোলা লিখেছেন : ভালো লাগলো ধন্যবাদ
২৫ জুলাই ২০১৪ রাত ০৪:৩৪
192527
আতিক খান লিখেছেন : ভালো লাগায় অনেক ধন্যবাদ Happy Happy Good Luck Good Luck
247965
২৫ জুলাই ২০১৪ রাত ০৩:২৬
মাটিরলাঠি লিখেছেন :
ব্লগ ও নেটের ওসীলায় 'পাখি' কি আগেই জেনেছি। আপনার ওসীলায় জানলাম 'পাখির জামাই।' Sad Sad
২৫ জুলাই ২০১৪ রাত ০৪:৩৭
192528
আতিক খান লিখেছেন : এই ২ অতিথির গায়ের জোরেই আতিথ্য। এদের কিভাবে দেশ হতে বিতাড়িত করা যায় তাই ভাবছি Don't Tell Anyone Don't Tell Anyone বেঁচে থাকলে আরও কতকিছু জানতে হবে :Thinking :Thinking ধন্যবাদ আপনাকে Good Luck Good Luck
247996
২৫ জুলাই ২০১৪ সকাল ০৭:১১
মোহাম্মদ নূর উদ্দীন লিখেছেন : যাও পাখি বল তারে
সে যেন ভুলেনা মোরে !
কিন্তু এখন দেখি সে নিজেই পাখি হয়ে গেছে !!
মানে,
শুনো পাখি কথা আছে !!
২৫ জুলাই ২০১৪ বিকাল ০৪:৫৬
192619
আতিক খান লিখেছেন : পাখি মনে হয়না কাউকে কিছু ভুলতে দিচ্ছে। অনেক ধন্যবাদ। Good Luck Good Luck
248038
২৫ জুলাই ২০১৪ সকাল ১১:৫৯
হতভাগা লিখেছেন : '' যারা এখনো অন্ধকারে - পাখি হল প্রতি সপ্তাহের সোম -শনি রাত ৯:৩০ মিনিটে ‘স্টার জলসা চ্যানেলের ‘বোঝেনা সে বোঝেনা’ নামের একটি সিরিয়াল এর প্রধান নায়িকা চরিত্র।''

০ আপনিও তো দেখি অন্ধকারে ! রাত ৯:৩০ টায় না । এটা শুরু হয় রাত ৯:০০ টায় ।
২৫ জুলাই ২০১৪ বিকাল ০৪:৫৭
192620
আতিক খান লিখেছেন : Rolling on the Floor Rolling on the Floor দেখি নাই ভাই কোনদিন। কপি করেছিলাম সময়টা নিউজ হতে। ওরাও দেখি অন্ধকারে :Thinking ধন্যবাদ। Good Luck Good Luck
255532
১৮ আগস্ট ২০১৪ দুপুর ০২:৪৩
মামুন লিখেছেন : এই কাহিনীটি আসলে স্টার প্লাসের ' ইস পেয়্যার কো ক্যায়া নাম দু' সিরিয়ালের বাংলা রুপ। আসলে বিজাতীয় সংস্কৃতির আগ্রাসী মনোভাবের বিরুদ্ধে আমাদের কি করার আছে? সবাই যার যার ক্ষেত্র থেকেই এই কালচার ঘরে না ঢুকালেই হয়। তবে তাতে করে অনেক ঘরেই 'গৃহযুদ্ধ' বেঁধে যাবার আশংকা রয়েছে। ভালো লাগলো লিখাটি, আতিক। ধন্যবাদ।
১৯ আগস্ট ২০১৪ দুপুর ০৩:৫২
199480
আতিক খান লিখেছেন : সারাদিন এগুলো গিললে, খুব কঠিন এড়িয়ে যাওয়া। মহিলারা দেখলে বাচ্চারাও দেখবে। তাই সরকার হতে বন্ধ করতে হবে। উপায় নাই। :Thinking :Thinking Good Luck Good Luck
255924
১৯ আগস্ট ২০১৪ বিকাল ০৪:১৫
মামুন লিখেছেন : হ্যা, মাদের গৃহস্বামীদের একমাত্র সরকারই এখন বাঁচাতে পারে।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File