পাখি আর পাখির জামাইঃ দুই অনাহুত আগন্তুক
লিখেছেন লিখেছেন আতিক খান ২৪ জুলাই, ২০১৪, ০৯:৫৭:২৮ রাত
এক ছোট ভাইয়ের ফোন। পুরাই বিধ্বস্ত, কাঁদো কাঁদো আওয়াজ।
ছোটভাই একটু আলাভোলা টাইপ, কবি আর লেখকরা যেমন হয় আরকি। নিজের ভাব আর জগতেই বিচরন। বিয়ের পর প্রথম ঈদ। মোটামুটি চলে যায় এরকম সংসার। শপিং টপিং এ বিন্দুমাত্র আগ্রহ নাই।
এতদিন কেনাকাটা কিছু করে নাই, এখন বউয়ের ঝাড়ি খেয়ে নড়াচড়া শুরু করছে।
ঘটনাটা এরকম,
ছোটভাইঃ এই শোন, নিউমার্কেটের দিকে যাচ্ছি। ভাগিনার জুতাটা নিয়ে আসব। তোমার জন্য কি কিনব? নাকি তুমিও সাথে যাবা?
বউঃ আমার আজকে ৩/৪ বাসায় ইফতারি দিতে হবে। তুমি দেখে আসতে পার। আমার বান্ধবিরা সবাই এবার 'পাখি' কিনেছে। একটু কালারফুল হলে, তুমি পছন্দ করে নিয়ে আসতে পার। পছন্দ না হলে প্রয়োজনে বদলে নিব।
ছোটভাই ঘণ্টাদুয়েক পর হেলেদুলে বাসায় ঢুকেছে নিউমার্কেটের পাশের পাখির বাজার হতে কেনা 'একজোড়া টিয়া পাখি' নিয়ে। খুব খুশি এই ঈদে এত কম বাজেটে বউয়ের শপিং শেষ!
এখন বউ তাকে ধমকি দিয়েছে, ১ম ঈদ জামাই ছাড়াই বাপের বাড়িতে করবে। কি যন্ত্রনা!!
( বেচারাকে আমি দোষ দিতে পারছিনা। গতকাল পর্যন্ত আমি নিজেও জানতাম না পাখি কি? ভাগ্যিস আমার বউয়ের পাখি ব্যারাম নাই। থাকলে হয়ত আমিও ঈগল বা কাক জাতীয় কিছু একটা নিয়ে আসতাম বাসায়। আমরা কবে থেকে ভারতীয় সংস্কৃতির পিছনে না দৌড়ে অন্তত নিজেদের পছন্দ নিজেরা করতে শিখব?
যারা এখনো অন্ধকারে - পাখি হল প্রতি সপ্তাহের সোম -শনি রাত ৯:৩০ মিনিটে ‘স্টার জলসা চ্যানেলের ‘বোঝেনা সে বোঝেনা’ নামের একটি সিরিয়াল এর প্রধান নায়িকা চরিত্র। তাঁর পরনের জামার ডিজাইনের নাম পাখি জামা !! আর ছেলেদের জন্য পাখির জামাই পোশাক এর ছবি নিচে দেয়া হল )
বিষয়: বিবিধ
২৭১৮ বার পঠিত, ১৩ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
ব্লগ ও নেটের ওসীলায় 'পাখি' কি আগেই জেনেছি। আপনার ওসীলায় জানলাম 'পাখির জামাই।'
সে যেন ভুলেনা মোরে !
কিন্তু এখন দেখি সে নিজেই পাখি হয়ে গেছে !!
মানে,
শুনো পাখি কথা আছে !!
০ আপনিও তো দেখি অন্ধকারে ! রাত ৯:৩০ টায় না । এটা শুরু হয় রাত ৯:০০ টায় ।
মন্তব্য করতে লগইন করুন