রমজান আলোচনাঃ পার্থিব জীবন
লিখেছেন লিখেছেন আতিক খান ১০ জুলাই, ২০১৪, ০৮:২৬:৩০ রাত
মানুষের জীবনের ব্যাপ্তি জন্ম হতে মৃত্যু পর্যন্ত। ইহকালের যে জীবন তাকেই সংক্ষেপে পার্থিব জীবন বলা যেতে পারে। পার্থিব জীবন নিয়ে সার্বিক আলোচনা এখানের সংক্ষিপ্ত পরিসরে করা সম্ভব নয়। আমার ক্ষুদ্র জ্ঞানে এখানে অল্প কিছু বিষয় নিয়ে আলোচনার চেষ্টা করব।
পার্থিব জীবন মুলত আল্লাহর নির্দেশ অনুযায়ী জীবন যাপনের সাথে সাথে পরকালের প্রস্তুতি গ্রহন করা। বুখারি শরিফসহ বিভিন্ন হাদিসে মানুষের জীবন যাপনের শুদ্ধ পদ্ধতি নিয়ে অনেক নির্দেশনা আছে।
- অজু, নামাজ, রোজা, হজ্ব, যাকাত সহ ধর্মীয় আচরণবিধির বিস্তারিত বর্ণনা .........।
- মানুষের ব্যক্তিগত জীবন - শোয়া, উঠা, বসা, দাঁত মাজা, নখ / চুল / দাঁড়ি / ভ্রু কাটা হতে পোশাক পরিচ্ছদ পরিধান ইত্যাদি ......।
- মানবিক সম্পর্কগুলো - পিতামাতা, সন্তান, স্বামী স্ত্রী, প্রতিবেশী ইত্যাদি সম্পর্কগুলোতে একে অপরের প্রতি দায়িত্ব ও কর্তব্য। সালাম, আদব কায়দা ও সবার সাথে ব্যবহার......।।
- মানুষের হালাল হারাম আয়, ব্যবসা-বানিজ্য, সুদ খাওয়া, শ্রমিকের মুল্য আদায়...।।
- বিবাহের বয়স, নিয়ম কানুন, বৈবাহিক সম্পর্ক ও অধিকার, ভরণপোষণ, তালাক, মানুষের সম্পত্তি বণ্টন ইত্যাদি ............।।
এই পার্থিব জীবন তো ক্রীড়াকৌতুক ছাড়া কিছুই নয়। পরকালের জীবনই তো প্রকৃত জীবন। যদি অবশ্য ওরা তা জানত! – (সূরা আনকাবুত ২৯:৬৪)
খুবই দুঃখজনক যে, আমরা পরকালের কথা ভুলে গিয়ে পুরোই পার্থিব জীবন উপভোগে ব্যস্ত হয়ে পড়ি।
"তোমরা জেনে রাখ, পার্থিব জীবন ক্রীড়া-কৌতুক, সাজ-সজ্জা, পারস্পরিক অহমিকা এবং ধন ও জনের প্রাচুর্য ব্যতীত আর কিছু নয়, যেমন এক বৃষ্টির অবস্থা, যার সবুজ ফসল কৃষকদেরকে চমৎকৃত করে, এরপর তা শুকিয়ে যায়, ফলে তুমি তাকে পীতবর্ণ দেখতে পাও, এরপর তা খড়কুটা হয়ে যায়। আর পরকালে আছে কঠিন শাস্তি এবং আল্লাহর ক্ষমা ও সন্তুষ্টি। পার্থিব জীবন প্রতারণার উপকরণ বৈ কিছু নয়।" [সূরা আল হাদীদ: ২০]
এই ব্যাপারে অভিভাবকদের ও বড় দায়িত্ব রয়েছে। একজন মানুষ শিশুকাল হতেই সঠিক ধর্মীয় শিক্ষায় শিক্ষিত হলে সে কোরান - হাদিসের আলোকে নিজ জীবন পরিচালিত করতে পারে। এই যুগে প্রলোভনের ব্যপ্তি সীমাহীন। এগুলো হতে দূরে থাকতে হলে মানুষের ধর্মীয় পিলারগুলো শক্ত হওয়া জরুরী। তাহলেই সে সত্য মিথ্যা আর রঙ্গিন - সাদকালোর তফাত খুব সহজে ধরতে পারবে।
"নারী, সন্তান-সন্ততি, পুঞ্জিভুত সোনা-রূপা, চিহ্নিত ঘোড়া, গবাদি পশু ও শস্যক্ষেত-খামারের প্রতি আকর্ষণ মানুষের নিকট সুশোভিত করা হয়েছে। এগুলো দুনিয়ার জীবনের ব্যবহারিক উপকরণ। আর আল্লাহ, তাঁর নিকটই তো রয়েছে উত্তম প্রত্যাবর্তন।" [সূরা আলে-ইমরান: ১৪]
আবু সাঈদ আল খুদরী (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) মিম্বারে বসলেন এবং আমরা তার চারপাশে বসলাম। তিনি বলেন:
"আমার পরে যে বিষয়গুলো সম্পর্কে তোমাদের জন্য আমার ভয় হচ্ছে তা হলো, (বিভিন্ন দেশ জয়ের পর) তোমরা যে পার্থিব চাকচিক্য ও সৌন্দর্য লাভ করবে (অর্থাৎ বিভিন্ন দেশ জয়ের পরে তোমাদের হাতে যখন প্রাচুর্য আসবে, তোমরা তখন পার্থিব বস্তুর পেছনে ধাবিত হবে, এটাই আমার বড় আশংকা।" [বুখারী, মুসলিম]
# রিয়াদুস সলিহীন ৪৫৮
আশা করি আমরা এসব বিস্তারিত নির্দেশনা শিখে নিজেদের জীবন পরকালের জন্য প্রস্তুত করতে পারব। সেই সাথে আমাদের পার্থিব জীবন ও হবে সুখের এবং আল্লাহর রহমত বর্ষিত।
মহান আল্লাহতালা আমাদের হেদায়েত দান করুন, আমিন।
সবাইকে রমজান মুবারাক...
বিষয়: বিবিধ
১৫১২ বার পঠিত, ২৮ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
আল্লাহ কিনে নিয়েছেন মুসলমানদের থেকে তাদের জান ও মাল এই দামে যে, তাদের জন্য রয়েছে জান্নাত! তারা সংগ্রাম-সাধনা করে আল্লাহর পথে, অতঃপর মারে ও মরে! তওরাত, ইঞ্জিল ও কোরআনেও তিনি এ সত্য প্রতিশ্রুতিতে অবিচল! আর আল্লাহর চেয়ে প্রতিশ্রুতি রক্ষায় কে অধিক? সুতরাং তোমরা আনন্দিত হও সে-ই লেন-দেনের উপর, যা তোমরা করছো তাঁর সাথে! আর এটাই হলো মহান সাফল্য! [সূরা তাওবা: ১১১]
এছাড়া জীবন শেষ হয়ে যাওয়ার আগেই আল্লাহর পথে অর্থব্যয়, তাঁর দিকে যথাযথভাবে ফিরে আসার আহবানের আয়াতগুলোও বেশ প্রাসংগিক এখানে! অনেক কষ্ট রমযান আলোচনায় অংশ নেয়ার জন্য অসংখ্য কৃতজ্ঞতা জানাই আপনাকে! আরো লেখা আশা করছি! জাযাকাল্লাহ খাইরান!
সুন্দর পোস্টের জন্য আপনাকে ও ধন্যবাদ ।
ধন্যবাদ।
A PHP Error was encountered
Severity: Notice
Message: Undefined offset: 9368
Filename: views/blogdetailpage.php
Line Number: 764
সুন্দর পোস্টের জন্য আপনাকে ও ধন্যবাদ ।
জাজাকাল্লাহু খাইরান। "যে লোক ইসলাম ছাড়া অন্য কোন জীবনব্যবস্থা তালাশ করে, কস্মিণকালেও তা গ্রহণ করা হবে না এবং আখেরাতে সে ক্ষতি গ্রস্ত।" (সুরা-৩, আয়াত-৮৫)
মন্তব্য করতে লগইন করুন