ঈর্ষাপরায়ন জাতির সাফল্যে যোগ হল আরেকটি মুকুট, এবারের শিকার সাকিব আল হাসান

লিখেছেন লিখেছেন আতিক খান ০৭ জুলাই, ২০১৪, ১০:৪০:২৮ রাত



- আমরা আসলেই খুব ঈর্ষাপরায়ন জাতি। কারো সাফল্য আমাদের মাথা খারাপ করে দেয়, সেটা নিজের ছেলে হলেও। একজন সাকিব যখন ইমেজ, জনপ্রিয়তা আর সাফল্যে একজন পাপন, কামাল থেকে বড় হয়ে উঠে তখন তার যে কোন অজুহাতে শাস্তিই প্রাপ্য হয়ে দাঁড়ায়।

- ৭ মাস পর বিশ্বকাপ। এই সময় দলের স্বর্ণডিম্ব প্রসবকারী হাঁসটাকে যখন পরিকল্পিত ভাবে মেরে ফেলা হয়, তখন বুঝাই যায় কাদের হাতে এই দেশের ক্রিকেট।

৬ মাস বিদেশি লিগে না খেলার শাস্তিই যেখানে যথেষ্ট ছিল, সেখানে সব ধরনের ক্রিকেট থেকে বহিষ্কার এই দেশের প্রেক্ষাপটে পুরাই খ্যাপাটে সিদ্ধান্ত।

- ইভটিজিং এ বউয়ের পক্ষ নেয়া, হোটেলের রুম বদলানো আর আকরামের মৌখিক অনুমতির পর ও ভ্রমন করায় ৬ মাস সবধরনের ও ১৮ মাস বিদেশি লীগ থেকে বহিষ্কার এই হল বিসিবি নামক ভাঁড়দের কমিটির দেয়া শাস্তি।

- যে দেশে খুন, ব্যাংকলুট, দুর্নীতি, অপহরন কোন কিছুরই শাস্তি হয় না, সেখানে দেশের হয়ে সবচেয়ে সাফল্য বয়ে আনা, পুরো বিশ্বে বাংলাদেশের মুখ হিসেবে পরিচিত হয়ে উঠা, বাংলাদেশকে একটা ব্র্যান্ডে পরিনত করা ছেলেটাকে ঠ্যাং ভেঙ্গে বসিয়ে দেয়ার সব বন্দোবস্ত করা হল।

- হাতুরাসিঙ্গে এসেই ভারত সিরিজে ভরাডুবিতে কিছু করতে না পারলেও সবচেয়ে ভাল পারফরমারকে ঠিকই দল থেকে বের করে দিতে অবদান রাখলেন। এসব ক্ষেত্রে কোচকে অনেক বেশি কৌশলী হতে হয়।

- শৃঙ্খলাজনিত শাস্তি হতেই পারে। কিন্তু শাস্তির নমুনা দেখে হকচকিয়ে গেলাম, স্তম্ভিত হয়ে গেলাম। একজন খেলোয়াড়কে সামলাতে এরকম ব্যর্থতা অমার্জনীয়। কদিন আগে নারিন দেশের হয়ে না খেলে আইপিএল ফাইনাল খেলেছে। এরকম কিছু হলে সাকিবকে মনে হয় মিরপুর স্টেডিয়ামে প্রকাশ্যে ফাঁসি দেয়া হত।

- যারা বলে এই দেশ ওকে ট্রেনিং দিয়েছে, আলো- বাতাস ব্লা ব্লা দিয়েছে, ভাই এরকম লক্ষ লক্ষ লোককে এই দেশ অনেক সুবিধা দিয়েছে। সাকিব আর কাউকে হতে দেখলাম নাতো। শুধু ক্রিকেট কেন, অন্য কোন পেশায় ওর তুলনীয় সাফল্য কেউ বয়ে এনেছে কি?

- আমি বিশ্বব্যাপী অনেক দেশে গিয়েছি। ওরা বেশিভাগই চিনে শুধু ডঃ ইউনুস আর সাকিবকে...। আর এই দুজনের সাথেই আমাদের আচরন নোবেল পাবার দাবিদার

- যেটা হয়েছে ফাঁসির চেয়ে কম নয়। ইনফর্ম ছেলেটাকে যে শাস্তি দেয়া হল বিশ্বকাপের আগে, মানসিকভাবে শেষ করে দেয়ার জন্য যথেষ্ট। দলের অন্যদের উপর ও এর প্রভাব পড়তে বাধ্য।

লঘু পাপে গুরুদণ্ড । আমরা আসলেই নিজের পায়ে নিজে কুড়াল মারতে সিদ্ধহস্ত............।

বিষয়: বিবিধ

১১৬৪ বার পঠিত, ১১ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

242691
০৭ জুলাই ২০১৪ রাত ১০:৪৯
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : এক সাকিব না থাকলে বাংলাদেশের ক্রিকেটের কোনো ক্ষতি হবে না কিন্তু অপরাজনীতি যদি গ্রাস করে বাংলাদেশ ক্রিকেটকে তাহলে আর কোনো সাকিবই ঠিকবে না। সাকিবের কর্মকান্ডের শাস্তি যদি দেওয়া হতো অনেক খুশি লাগত কিন্তু পাপনের অপরাজনীতির শিকার কেন বানানো হলো সাকিবকে ? সকল কিছুর মূলে রয়েছে ক্ষমতার রাজনীতি।
০৭ জুলাই ২০১৪ রাত ১১:২৭
188439
আতিক খান লিখেছেন : কেউ শেয়ারবাজার লুঠ করে (লোটা কামাল) বিসিবিকে সিঁড়ি বানিয়ে আইসিসির প্রেসিডেন্ট হয়, আর কেউ দেশকে এত দেয়ার বিনিময়ে তুচ্ছ কারনে ৬-১৮ মাসের নিষেধাজ্ঞা পায়। বিচিত্র এই দেশ। খুনি গডফাদার আর পদ্মাসেতুর কমিশনখোর হয় দেশপ্রেমিক, সাকিব এর বিচারের দাবিতে আমরা ওকে তুলে দেই দেশপ্রেমের নিক্তিতে। পাপনের হাতে গত ৬ মাসের ক্রিকেটের ফল তো দেখছিই,ধ্বংস না হওয়া পর্যন্ত থামবে না। ধন্যবাদ আপনাকে Good Luck Good Luck
০৮ জুলাই ২০১৪ সকাল ০৫:৫৯
188520
কথার_খই লিখেছেন : <:-P
242753
০৮ জুলাই ২০১৪ সকাল ০৫:৫৮
কথার_খই লিখেছেন : আমি চিন্তানীতি বিস্বাস করি বলে আনেকে আমাকে বকা দেয়, কিন্তু চিন্তা না করে উপায় কি! মুখে অনুমতি দেয়ার অর্থ কি? অনুমতি দেয়া কি তাকে সাস্তি দেয়ার অস্ত্র হিসাবে ব্যবহার করা হয়নি? সাকিব পাপী মানি, অনুমতি দিয়ে যে পাপ করল তার সাস্তি কি হবেনা?
০৮ জুলাই ২০১৪ সকাল ১০:৪৮
188553
আতিক খান লিখেছেন : আকরাম খান এখন সুর পাল্টে বলছেন,আমার থেকে না, অনুমতি নেয়া উচিত সিইও থেকে Surprised Surprised আকরাম নাকি ক্রিকেট অপারেশন্স এর প্রধান Surprised Surprised মূল ঘটনা শুনছি অন্যখানে। সাকিব যাকে ইভটিজিং এর জন্য মেরেছিল সেই ছেলের বাপ প্রভাবশালি লোক Surprised Surprised
০৯ জুলাই ২০১৪ রাত ০৩:১২
188768
কথার_খই লিখেছেন : তাই?
০৯ জুলাই ২০১৪ দুপুর ১২:১৫
188843
আতিক খান লিখেছেন : হতেও পারে। বিসিবি এক্ষেত্রে ওদের ডিসিপ্লিনারি কমিটিকে উপেক্ষা করে রহস্যজনকভাবে খুব দ্রুত রায় দিয়েছে। এটা ওদের নীতির পরিপন্থী। সাকিবের মত প্লেয়ারের জন্য সময় নিয়ে আলোচনা করে সুচিন্তিত রায় কাম্য ছিল :Thinking :Thinking
242776
০৮ জুলাই ২০১৪ সকাল ০৭:৩১
আল সাঈদ লিখেছেন : এটা কোন ধরনে বিসিবি যে একটা খেলোয়ার কে নিয়ম শিখাতে পারেনা। কিভাবে অনুমতি ছাড়া খেলতে যায়। আগে জানানো হয়নি যে অনুমতি ছাড়া গেলে ৬-১৮ মাসের জন্য নিষিদ্ধ হতে পারে। আসলে জংলি দেশের কাছ থেকে এর চেয়ে ভাল কিছু আশা করা যায় না। চিন্তা করি পরবর্তি প্রজন্ম কি শিখবে এসব অনিয়ম দেখে।
০৮ জুলাই ২০১৪ সকাল ১০:৪৯
188554
আতিক খান লিখেছেন : পাপনের বাপ ১৯ জন খুনিকে রাষ্ট্রীয় ক্ষমা দিয়ে বিখ্যাত হয়েছিলেন। এখন পাপন ও অন্যভাবে বিখ্যাত হতে চায় Surprised Surprised Crying
242799
০৮ জুলাই ২০১৪ সকাল ০৯:৪২
হতভাগা লিখেছেন : অনিয়মের দেশে সাকিবকেই শুধু নিয়ম মানতে হয় !

সাকিবের উচিত অবসর নিয়ে ফ্রি ল্যান্স ক্রিকেটার হয়ে চুটিয়ে টি২০ খেলা । বিশ্বের অনেকেই এটা করছে ।
০৮ জুলাই ২০১৪ সকাল ১০:৫১
188555
আতিক খান লিখেছেন : আপনার সাথে একমত। ইংল্যান্ড বোর্ডের অফারটা ওর লুফে নেয়াই উচিত ছিল। আর হলুদ সাংবাদিকরা তো আছেই। :Thinking :Thinking

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File