বাবাদের প্রতি ভালবাসা কি শুধুই বাবা দিবসে?
লিখেছেন লিখেছেন আতিক খান ১৭ জুন, ২০১৪, ০২:৩৩:২৯ দুপুর
গত জুমার পর মসজিদের সিঁড়ির গোড়ায় দাঁড়িয়ে আছি। উপরের দিকে তাকিয়ে চমৎকার একটা দৃশ্য দেখলাম।
- একজন বাবা তার ৫/৬ বছরের ছেলেকে খুবই যত্নের সাথে ধরে ধরে হাঁটি হাঁটি পা করে সিঁড়ি দিয়ে নিচে নামাচ্ছেন।
- উনার পাশেই এক ৩০ বছরের যুবক তার ৬০-৬৫ বছরের বৃদ্ধ বাবাকে ধরে খুবই যত্নের সাথে ধীরে ধীরে নিচে নামাচ্ছেন......।
এই ধরনের বিরল দৃশ্য এই দেশেই বা এরকম আবেগ ধারন করে সেরকম কোন দেশে একমাত্র দেখা সম্ভব।
যারা কিশোর হলেই বাবা-মায়ের পুরো অবাধ্য হয়ে যায়, আর যুবক হলে সঙ্গী / সঙ্গিনী নিয়ে আলাদা বসবাস শুরু করে - সেখানে তো অবশ্যই না। বড়জোর মাঝে মাঝে একটু খবর নেয়া বা দায়িত্বটা বৃদ্ধাশ্রমে অর্পণ করা। তাদেরই বেশি বেশি জন্মদিনের মত দিবস পালন করতে হয় মনে রাখার জন্য। আমরা সবাই কমবেশি ১ম দৃশ্যের সাথে পরিচিত। এভাবেই বড় হয়েছি, কিন্তু কয়জন মনে রাখি ২য় দৃশ্যের যুবকটির মত?
পালন করার মধ্যে খারাপ কিছু দেখি না, ভালই লাগে। সবার ভাল লাগা ভাগাভাগি হয়।
শুধু আশা করি সিঁড়ি দিয়ে নামিয়ে নিয়ে আসা সেই যুবকের মত বাবার জন্য ভালবাসা আমরা সবাই যেন প্রতিদিন সবসময় ধারন করতে পারি!!
বিষয়: বিবিধ
১১৬২ বার পঠিত, ২ টি মন্তব্য






































পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন