তিন কিশোর এবং ভালো থাকার বোধোদয়ঃ আল্লাহর নেয়ামত আমরা কখন বুঝি?
লিখেছেন লিখেছেন আতিক খান ২৬ মে, ২০১৪, ১১:৩১:৩৯ রাত
বাসার সামনে ছোট ছোট ১০-১২ বছরের উঠতি বয়সী ছেলেরা সাইকেল চালায়। এক একজন একেক রকম ব্র্যান্ডের সাইকেল। কারোটা কম দামি, কারোটা অত্যাধুনিক। রাস্তার শেষপ্রান্তে মসজিদের কাছে এনে সাইকেল ঘুরিয়ে নেয়।
শেষ মাথায় যখন পৌঁছালাম, দুজন কিশোর তাদের সাইকেল নিয়ে ঝগড়া বাঁধিয়ে দিয়েছে।
ঝগড়ার বিষয় - তাদের সাইকেল, কে আগে পৌঁছাল, কার দক্ষতা বেশি ইত্যাদি.........।
হটাত ঝগড়ার এক পর্যায়ে তাদের খেয়াল হল, অদূরে একটা কিশোর অবাক হয়ে তাদের কথা শুনছে।
কিশোরটা হুইল চেয়ারে বসা। এক পা হাঁটু থেকে কাটা, আরেক পা উরুর গোড়া থেকে কাটা। ছেলেটাকে দেখে এত কষ্ট পেলাম বলার মত না। ছোটকালে রেল লাইনে খেলতে গিয়ে পা দুটো কাটা পড়েছে।
তার না আছে পা, না আছে সাইকেল, না আছে এইসব ঝগড়ার ইস্যু।
ওকে দেখে দুই কিশোর একদম চুপ। ওরা সম্ভবত বুঝল যে, বেঁচে থাকা আর শরীরের সব অঙ্গ প্রত্যঙ্গ নিয়ে সুস্থ থাকাটাই আল্লাহতালার বড় নেয়ামত। সেখানে এইসব ক্ষুদ্র বিষয় নিয়ে ঝগড়া করা বোকামি ছাড়া কিছুনা। ওরা মাথা নিচু করে সাইকেল ঘুরিয়ে নিল।
আমরাও অনেক সময় এইসব কিশোরের মতই তো আচরন করি!!
বিষয়: বিবিধ
১১৬৯ বার পঠিত, ৪ টি মন্তব্য






































পাঠকের মন্তব্য:
ধন্যবাদ।
মন্তব্য করতে লগইন করুন