পিঁপড়া হতে শিক্ষাঃ
লিখেছেন লিখেছেন আতিক খান ২২ মে, ২০১৪, ০৯:২৬:০৫ রাত
বাসার পারকিং এরিয়াতে একটা দারুন জিনিস ঘটতে দেখলাম।
একটা ৬ ফুট উঁচু খাড়া দেয়াল। সেই দেয়ালের উপর থেকে নিচের দিকে রওয়ানা দিয়েছে শ'দেড়েক পিঁপড়া। আগে পিছে ২০/৩০ টা করে বডিগার্ড আর মাঝে শখানেক পিঁপড়া কাঁধে করে নিচে নামাচ্ছে একটা বিশাল তেলাপোকাকে। একটা তেলাপোকা একটা পিঁপড়ার চেয়ে একশ গুন বড় তো হবেই। খাড়া দেয়াল বেয়ে নামাতে তবু খুব একটা সমস্যা হচ্ছেনা ওদের।
আমরা হলে পারতাম না,
- আমাদের মধ্যে কয়েক ধর্মের দল হয়ে একে অপরের পিছনে লাগত
- ২/৩ জন নেত্রী তৈরী হত আর তাদের অনুসারিরা নিজেদের মধ্যে মারপিট করত
- কে তেলাপোকার কোন অংশ খাবে, কোন অংশ বেচে দিবে সেই নিয়ে ঝগড়া ফ্যাসাদ লেগে যেত
- তেলাপোকা তার গন্তব্যে পৌঁছার আগেই কয়েকবার বিক্রি হত, কয়েকটা অংশ পেটে চলে যেত
- তেলাপোকা ফেলে রেখে, কয়েকজন মঞ্চ তৈরি করে গলাবাজি শুরু করত
- বুড়া চাচা মত একজন কাজ বাদ দিয়ে মেয়েদের পিছনে দৌড়াদৌড়ি শুরু করত
- পথেই কয়েকজন গুম হয়ে যেত, আর পরে শীতলক্ষ্যায়............
- এসবের ফলে নির্ঘাত তেলাপোকাটা হাত থেকে পড়ে যেত আর প্রতিবেশি(?) এসে খেয়ে যেত
১৬ কোটি মানুষ পিঁপড়াদের থেকে শিখলেও, দেশ অনেক এগিয়ে যাবে ...............
বিষয়: বিবিধ
১২০৭ বার পঠিত, ১০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন