পিঁপড়া হতে শিক্ষাঃ

লিখেছেন লিখেছেন আতিক খান ২২ মে, ২০১৪, ০৯:২৬:০৫ রাত

বাসার পারকিং এরিয়াতে একটা দারুন জিনিস ঘটতে দেখলাম।

একটা ৬ ফুট উঁচু খাড়া দেয়াল। সেই দেয়ালের উপর থেকে নিচের দিকে রওয়ানা দিয়েছে শ'দেড়েক পিঁপড়া। আগে পিছে ২০/৩০ টা করে বডিগার্ড আর মাঝে শখানেক পিঁপড়া কাঁধে করে নিচে নামাচ্ছে একটা বিশাল তেলাপোকাকে। একটা তেলাপোকা একটা পিঁপড়ার চেয়ে একশ গুন বড় তো হবেই। খাড়া দেয়াল বেয়ে নামাতে তবু খুব একটা সমস্যা হচ্ছেনা ওদের।

আমরা হলে পারতাম না,

- আমাদের মধ্যে কয়েক ধর্মের দল হয়ে একে অপরের পিছনে লাগত

- ২/৩ জন নেত্রী তৈরী হত আর তাদের অনুসারিরা নিজেদের মধ্যে মারপিট করত

- কে তেলাপোকার কোন অংশ খাবে, কোন অংশ বেচে দিবে সেই নিয়ে ঝগড়া ফ্যাসাদ লেগে যেত

- তেলাপোকা তার গন্তব্যে পৌঁছার আগেই কয়েকবার বিক্রি হত, কয়েকটা অংশ পেটে চলে যেত

- তেলাপোকা ফেলে রেখে, কয়েকজন মঞ্চ তৈরি করে গলাবাজি শুরু করত

- বুড়া চাচা মত একজন কাজ বাদ দিয়ে মেয়েদের পিছনে দৌড়াদৌড়ি শুরু করত

- পথেই কয়েকজন গুম হয়ে যেত, আর পরে শীতলক্ষ্যায়............

- এসবের ফলে নির্ঘাত তেলাপোকাটা হাত থেকে পড়ে যেত আর প্রতিবেশি(?) এসে খেয়ে যেত

১৬ কোটি মানুষ পিঁপড়াদের থেকে শিখলেও, দেশ অনেক এগিয়ে যাবে ...............

বিষয়: বিবিধ

১২০৭ বার পঠিত, ১০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

224800
২২ মে ২০১৪ রাত ০৯:৩৭
ভিশু লিখেছেন : যাক, শেষপর্যন্ত পিঁপড়া থেকে শিক্ষা নিতে হবে মানুষের?! তা-ও তো হচ্ছে নাহ!
২২ মে ২০১৪ রাত ১০:০০
172055
আতিক খান লিখেছেন : একমত। তাও শিখছি না। আরও বেশি দলে, উপদলে বিভক্ত হয়ে যাচ্ছি Tongue ধন্যবাদ।
224809
২২ মে ২০১৪ রাত ০৯:৪৯
হারিয়ে যাবো তোমার মাঝে লিখেছেন : কোন কিছু শিখতে হলে বিবেকহীন হতে হবে দেখছি।
২২ মে ২০১৪ রাত ১০:০৮
172058
আতিক খান লিখেছেন : বিবেক কি আর বিবেকের জায়গায় আছে? সব বিবেকহীন কাজ চলছে আর আমরাও বিবেকহীন দর্শক :Thinking Tongue ধন্যবাদ, ভালো থাকুন।
224880
২২ মে ২০১৪ রাত ১১:৫১
সন্ধাতারা লিখেছেন : ভালো লাগলো ধন্যবাদ
২৩ মে ২০১৪ সকাল ১১:২৭
172169
আতিক খান লিখেছেন : আপনাকেও অনেক ধন্যবাদ, ভালো থাকুন। Happy
224980
২৩ মে ২০১৪ সকাল ১০:২৬
মুক্ত কন্ঠ লিখেছেন : ভালো লাগল। অনেক ধন্যবাদ।
২৩ মে ২০১৪ সকাল ১১:২৮
172170
আতিক খান লিখেছেন : আপনাকেও ধন্যবাদ। ভালো থাকুন। Happy
225302
২৪ মে ২০১৪ সকাল ০৮:৪৯
রেহনুমা বিনত আনিস লিখেছেন : এজন্যই সূরা নামলে আল্লাহ পিঁপড়া বাহিনীর গল্প বলেছেন, এখানে থেকেই আমরা জানতে পারি পিঁপড়া বাহিনীর নেতৃত্বে থাকে একজন নারী শ্রমিক, এই তথ্যটি অধুনা বিজ্ঞানীরাও নিশ্চিত করেছেন, তবে ওদের মধ্যে দলীয় আনুগত্য এবং নিরাপত্তা নিশ্চিত করণের ব্যাপারটা থাকে অনেক বেশি গুরুত্বপূর্ণ, স্বার্থপরতা থাকেনা মোটেই।
২৪ মে ২০১৪ সকাল ১০:০৪
172444
আতিক খান লিখেছেন : মন খারাপ হল। নারী শ্রমিকের নেতৃত্বে একটা পিঁপড়া বাহিনীর সমান সফলতাও ২০ বছরে দেখলাম না। Sad দলীয় আনুগত্য এখানেও আছে (স্বার্থের কারনে হলেও) তবে দেশীয় আনুগত্যটা নাই। চমৎকার মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ। Happy

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File