সামর্থ্যঃ

লিখেছেন লিখেছেন আতিক খান ০৯ মে, ২০১৪, ০৮:৪৬:২৫ রাত

সন্তান তার বাবা মায়ের কাছে অমুল্য, স্বর্গীয় ধন। প্রতিটি বাবা-মা তার সন্তানের আবদার আর দাবি পূরণে সর্বোচ্চ চেষ্টাটাই করেন। এই সহজ কথাটা বুঝতে আমাদের কত বছর লেগে যায়। মধ্যবিত্ত আর নিম্ন মধ্যবিত্তের সাধ আর সাধ্যের সাথে নিরন্তর সংগ্রাম। উচ্চবিত্ত আর নিম্নবিত্তে এত সমস্যা নেই।

ছেলের সাইকেলের শখ হয়েছে। মাসের শেষ, হাতে টাকা নেই। বাবা শুরুতে মানা করে দিলেন। নিজের সামর্থ্যের কথা বুঝালেন। ছেলে কিছুই বুঝতে নারাজ। তার প্রতিবেশি বন্ধুদের ৩/৪ জনেরই সাইকেল আছে। তার বাবাটা এরকম কেন। অন্যদের বাবারাই ভালো, তার বাবা পচা। ফালতু একটা চাকরি করেন। একটা সাইকেল পর্যন্ত কিনে দিতে পারেন না। এরকম বাবা থাকা না থাকার মধ্যে কোন পার্থক্য নেই। ইস, যদি তার ও সামির বা শিমুলের মত বাবা থাকতো! নতুন মডেলের একটা সাইকেল চালাতে পারত। অথবা ক্যামেরা সহ মোবাইল। ছেলের মুখের দিকে তাকিয়ে বাবা কি বুঝলেন, শার্ট গায়ে চড়িয়ে বেরিয়ে গেলেন। বন্ধু থেকে ধার করে হলেও সাইকেল কিনে আনবেন, যেখান থেকেই হোক......।

ঈদের শপিং চলছে। সবার বাজেট বরাদ্দ। মেয়ে একটা জামা ধরে আছে, যেটা বাজেটের অনেক উপরে। সেটাই সে কিনবে নইলে এই ঈদে পুরানো কাপড় পরে কাটাবে। মেয়ে তার বান্ধবীদের জামাগুলো দেখেছে, একটার চেয়ে একটা জমকালো। এর চেয়ে কমদামি কিছু কিনলে ওদের সাথে আর বেড়ানো যাবে না। সবাই তাচ্ছিল্যের চোখে তাকাবে, হাসবে। বাবা-মা নিজেদের মধ্যে কষ্টভরা চোখ নিয়ে তাকালেন। মা ফিসফিস করে বললেন, 'আমার জন্য সুতির শাড়ি হলেই চলবে, তুমি ওকে এটা কিনে দাও। আমার পুরানো একটা দামি শাড়ি আছে, অনেক দিন পরিনি। ওটা ঠিকঠাক করে নিব। ঈদ তো বাচ্চাদের জন্য।' মেয়ের মুখে হাসি ফুটল।

বাবা-মায়েরা তাদের ছেলে মেয়েদের মুখে হাসি ফোটাতেই সারা জীবন ব্যস্ত থাকেন। আমরা অনেক দেরিতে এটা অনুভব করি। নিজের বাচ্চা যখন মার্কেটে গিয়ে এটা- ওইটা টানাটানি করে, হয়ত তখন। যখন নিজের সামর্থ্যের বাইরে কিছু একটা আবদার করে হয়ত তখন............



ছবিটা দেখে মন খারাপ হল। হয়ত নিজেদের ছোটবেলার কিছু স্মৃতি মনে পড়ায়। হয়ত কিছু এরকম মুহূর্তে, যেসব ভাবনা মনে উঁকি দিয়েছে সেসব মনে পড়ায়। হয়ত আবদার পুরন না হওয়াতে বাবা-মায়ের সাথে তর্ক / ঝগড়াকরার কথা মনে পড়ায় বা না খেয়ে ঘর বন্ধ করে বসে থাকার লজ্জাকর স্মৃতি মনে ভেসে উঠায়......।

সময়গুলো ফিরে আসতো!! সম্ভব হলে অনেককিছু বদলে নিতাম ............।।

বিষয়: বিবিধ

১০৯৭ বার পঠিত, ৮ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

219567
০৯ মে ২০১৪ রাত ০৯:৪১
নীল জোছনা লিখেছেন : হুম সত্যি বলেছেন। সব বাবা মা-ই চেষ্টা করে তাদের সামর্থ অনুযায়ি তাদের সন্তানদের কোন কিছু সরবরাহ করতে কিন্তু অনেক সময় সামথ্য কম হওয়ার কারণে তা হয়ে উঠে না।
১০ মে ২০১৪ সকাল ১০:৪৭
167479
আতিক খান লিখেছেন : ধন্যবাদ। আপনার সাথে একমত।
চাহিদা আর সামর্থ্যের এই তফাৎ বাবা-মা কেও কষ্ট দেয়। এই ব্যাপারটা নিজে বাবা মা হবার আগে আমরা বুঝিনা।
219590
০৯ মে ২০১৪ রাত ১০:১৯
হারিয়ে যাবো তোমার মাঝে লিখেছেন : আমাদের মত এই গরীব দেশে বাচ্চাকাচ্চার চাহিদা অনেক কিন্তু বাবা মায়েদের সামথ্যে কুলোয় না। Sad
১০ মে ২০১৪ সকাল ১০:৫২
167481
আতিক খান লিখেছেন : আপনার সাথে একমত। আমাদের আয়/ব্যয় এর হিসাব মিলাতে হিমশিম খেতে হয়। আবার সময়ের সাথে চাহিদা ও বদলেছে। আমরা চাইতাম ফুটবল, ব্যাডমিনটন র‍্যাকেট বা ক্যারাম বোর্ড। এখনকার বাচ্চারা চায় মোবাইল, আইপড Sad
219610
০৯ মে ২০১৪ রাত ১১:০৯
আফরা লিখেছেন : ছেলে মেয়েদের ছোট্ট বেলা থেকে সে ভাবেই শিক্ষা দিয়ে গড়ে তুলতে হবে যাতে তারা বাবা মায়ের সার্মথ্যের বাহিরে কিছু না চায় ।

সন্তান কিছু চাইলে বাবা,মা দিতে না এর চেয়ে বড় কষ্ট বাবা মার কাছে আর কিছু হতে পারে না ।

১০ মে ২০১৪ সকাল ১০:৫৪
167482
আতিক খান লিখেছেন : ভালো বলেছেন, একমত। ধন্যবাদ।
219617
০৯ মে ২০১৪ রাত ১১:১৭
ছিঁচকে চোর লিখেছেন : অসাম ভাই অসাম হয়েছে,,, অনেক অনেক ধন্যবাদ
১০ মে ২০১৪ সকাল ১০:৫৫
167483
আতিক খান লিখেছেন : আপনাকেও অনেক ধন্যবাদ, ভালো থাকুন।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File