বিষঃ (ছোট গল্প)

লিখেছেন লিখেছেন আতিক খান ০১ মে, ২০১৪, ০৮:৩১:৫৯ রাত

সিঙ্গাপুরের মোস্তফা শপিং সেন্টারে হাঁটছিলাম। হটাত এক পুরানো বন্ধুর সাথে দেখা। বিজনেস ট্রিপে বাংলাদেশ থেকে এসেছে। সপ্তাহ খানেক থাকবে। এখানে কম দামি কিছু রেস্ট হাউজ পাওয়া যায়, ওখানেই উঠেছে। মাঝে কয়েক বছর দেখা হয়নি। কোলাকুলি করার পর জিজ্ঞেস করলাম, আর কি খবর?

- এই ভালো। একটু লাজুক স্বরে বলল, কয়েক মাস আগে বিয়ে করলাম। পারিবারিক পছন্দ।

- হুম, লেট ম্যারেজ। তারপর ও এত লাল হয়ে যাচ্ছিস কেন? ভাবি কি করে?

- ইয়ে, অনার্স পড়ে। বয়সের গ্যাপটা একটু বেশি।

- সাথে নিয়ে আসতি। সিঙ্গাপুর ঘুরে যেত।

- প্রথমবার এসেছি, কোথায় উঠবো কিভাবে থাকব শিউর ছিলাম না। পরের বার.........।

- তারপর কেমন কাটছে দিনকাল? অন্যরকম লাগার কথা......।।

- আমাকে কিছু টিপস দে তো। কমবয়সি মেয়ে বিয়ে করে ঝামেলায় পড়লাম। আমার কথা সে বুঝে না, ওর কথা আমি বুঝি না। সিঙ্গাপুর না নিয়ে আসায় এমনিতেই মন কষাকষি, কথা কাটাকাটি হয়েছে......। আগেই ভালো ছিলাম!!

- একজনের টিপস আরেকজনের কাজে লাগে না। শিখে যাবি আস্তে আস্তে সংসার করা কাকে বলে!!

- তোর ট্রিট। বিয়ের খাওয়া বাকি ছিল। বিল দিয়ে দে। বলে বিদায় নিলাম......।।

পরদিন মোবাইলে জরুরি ফোন। আবার আগের লোকেশনে দেখা করার জন্য। চোখ দুটো লাল, চুল উসকোখুসকো। সারারাত ঘুমায়নি বুঝাই যাচ্ছে।

- কিরে হটাত, জরুরি তলব। ভাবির সাথে ঝগড়া?

- কিভাবে বুঝলি? যাকগে, ঠিক ঝগড়া না। কিন্তু আমাকে বলেছে এক শিশি বিষ নিয়ে যেতে। সিঙ্গাপুরে না নিয়ে আসায় পরিস্থিতি যে এতটা খারাপ হবে বুঝি নাই। মনে হচ্ছে, আমিই বিষ খাই.........

একটু হালকা করার চেষ্টা করলাম,

- মনে হয় বাংলাদেশের বিষে ভরসা নাই। যদি ফরমালিন মিশানো থাকে। খেলেও কাজ হবে হবে না, খামোখা পেটে ওয়াশ দিতে হবে। তেলাপোকা, ইদুর মরে না আর মানুষ.........। কাজ হল না ঠাট্টায়।

- আমি মরছি আমার জ্বালায়, আর তোর এইসব কথা ভালো লাগছে না।

পরিস্থিতি গুরুতর। আচ্ছা কি কথা হয়েছে তোদের মধ্যে?

- এই নানা কথার মধ্যে জিজ্ঞেস করলাম কি আনব সিঙ্গাপুর থেকে? ২/৩ টা আইটেম এর নাম বলার পর বলল। এক বোতল পয়জন ও নিয়ে এস। আমি তো শুনেই ফোন রেখে দিছি। তারপর আর ঘুম আসে!!

বললাম, চল তোকে বিষ কিনে দেই। মনে হয় বুঝেছি।

পারফিউম সেকশনে গিয়ে নিয়ে দিলাম 100 ml এর এক শিশি 'POISON' পারফিউম।

বন্ধু তো পুরাই হতভম্ব, শালার পারফিউমের নাম ও আবার পয়জন হয়!!

চল তোকে বিপদ থেকে উদ্ধার করলাম, আবার ট্রিট দে। এবার ভালো কোন রেস্টুরেন্টে!!

বিষয়: সাহিত্য

১২৮৬ বার পঠিত, ১৬ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

216180
০১ মে ২০১৪ রাত ০৮:৪৯
জেদ্দাবাসী লিখেছেন : "বাংলাদেশের বিষে ভরসা নাই। যদি ফরমালিন মিশানো থাকে।" পিলাচ
০১ মে ২০১৪ রাত ০৯:১০
164362
আতিক খান লিখেছেন : সব ভেজাল ভাই Happy , ধন্যবাদ।
216188
০১ মে ২০১৪ রাত ০৯:০৬
ফেরারী মন লিখেছেন : এই জন্যই দেখেশুনে বিয়ে করতে হয়। বয়সের একটা ব্যালান্স থাকতে হয়।
০১ মে ২০১৪ রাত ০৯:১৬
164363
আতিক খান লিখেছেন : ব্যালেন্স থাকা ভালো। কিন্তু আজকালকার পোলাপাইনরা মানছে কোথায়? Happy মন্তব্যের জন্য ধন্যবাদ।
216193
০১ মে ২০১৪ রাত ০৯:২৭
সুশীল লিখেছেন : ভালো লাগলো ধন্যবাদ
০১ মে ২০১৪ রাত ০৯:৩৩
164367
আতিক খান লিখেছেন : আপনাকেও ধন্যবাদ Happy
216244
০১ মে ২০১৪ রাত ১০:২৬
সুমাইয়া হাবীবা লিখেছেন : বিষ! Silly Silly লাগবে আমারও.. Big Grin Big Grin
০১ মে ২০১৪ রাত ১১:৫৪
164440
আতিক খান লিখেছেন : সব মহিলারই দেখি পছন্দের তালিকায় বিষ Rolling on the Floor
216254
০১ মে ২০১৪ রাত ১০:৩৯
নিশা৩ লিখেছেন : Happy :আসলেই মিষ্টি ঘ্রান অই বিষটার।
০১ মে ২০১৪ রাত ১১:৫৭
164441
আতিক খান লিখেছেন : ঘ্রাণেই সুখ। দাম ও বেশ। কিনতে গেলে স্বামীদের বিষ খেতে ইচ্ছা করলে দোষ দেয়া যাবে না Tongue
216291
০১ মে ২০১৪ রাত ১১:১৩
egypt12 লিখেছেন : পয়জন পারফিউমের ধারণাটা দারুণ!
০২ মে ২০১৪ রাত ১২:০০
164442
আতিক খান লিখেছেন : ধন্যবাদ, হটাত বুদ্ধি খেলে গেল মাথায় Happy
216695
০২ মে ২০১৪ রাত ১১:১৭
নিশা৩ লিখেছেন : বউদের আবদারে বুঝি বিষ খেতে ইচ্ছে করে? Frustrated Frustrated Frustrated
০২ মে ২০১৪ রাত ১১:৫৭
164882
আতিক খান লিখেছেন : আস্তে বলবেন। আমার বউ শুনলে খবর আছে। Rolling on the Floor (বউরা স্বামীর সামর্থ্যের মধ্যে আবদার করলে আর বিষ খাবার ইচ্ছা হবে না)Happy ধন্যবাদ পড়ার জন্য।
216738
০৩ মে ২০১৪ রাত ০৪:৪৪
০৩ মে ২০১৪ দুপুর ০২:৫০
165098
আতিক খান লিখেছেন : ধন্যবাদ। Happy

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File