শ্রমিক দিবসঃ এখনো থামেনি কান্না
লিখেছেন লিখেছেন ক্লান্ত ভবঘুরে ০১ মে, ২০১৪, ০৯:১৮:৪০ রাত
আজকে শ্রমিকদের জন্য কত আয়োজন! চতুর্দিকে শ্রমিকদের জন্য শুভেচ্ছা! আচ্ছা, আমারো তো তাদের শুভেচ্ছা জানানো উচিত এই শ্রমিক দিবসে! কিন্তু আমার ভেতর থেকে কিছু বেরোচ্ছে না কেন?
আজকের দিনটা সরকারী ছুটিও ছিল। শ্রমিকদের অধিকারের ব্যাপারে সবাই কত্ত সিরিয়াস! ১৮৮৬ সালের ১ মে শ্রমিকরা টাদের অধিকারের জন্য জড়ো হয়েছিলেন। সেই থেকে এই দিনটিকে বিশেষ গুরুত্বের সাথে পালন করা হয়। ১৯৯০ সাল থেকে এই দিন শ্রমিক দিবস হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতিও পায়। সেই থেকে শ্রমিকদের আর কোন দুঃখ নাই, তাদের কোন অভিযোগ নাই!! অন্তত বাংলাদেশে!!
হ্যাঁ, ঠিকই তো। না হলে কেন এত ঘটা করে আয়োজন কেন? চারদিকে কত সভা, সেমিনার, র্যালি। সবাই আজ বুক উঁচিয়ে বক্তৃতা দিচ্ছেন, শুভেচ্ছা জানাচ্ছেন। সরকারী আমলা, রাজনৈতিক নেতা, বিজনেস আইকনরা, বাদ নন কেউই। তারা বলে যাচ্ছেন শ্রমিকদের অধিকারের কথা, তাদের দুঃখের কথা, তদের অবদানের কথা। উনারা কত সচেতন!
কিন্তু আমার চোখে এখনো ভেসে বেড়াচ্ছে ১১৩৫ টা লাশ, বিভিন্ন গার্মেন্টসে আগুন, ভবন কিংবা ফ্লাইওভার ধ্বসের ঘটনা। সেই নিহত শ্রমিকদের পরিবারগুলোর আর্তি, আহত শ্রমিকদের কান্না।
আচ্ছা! সেই বুক উঁচিয়ে কথা বলা লোকেরা তো সেইসব মানুষদের জন্য কথা বললেন না, শুভেচ্ছা দেয়ার বদলে সেই অসহায় মানুষগুলোর খোঁজখবর নেয়ার চেষ্টা করলেন না! সরকারের পক্ষ থেকে বিভিন্ন আয়োজন থাকলে তাদের পাওনাগুলো আদায়ের কোন উদ্যোগ নেয়া হলোনা। অন্যান্য দলগুলোও কোন কথা বলল না।
আর বিজিএমইএ বা অন্যান্য শ্রমিক সংগঠন থেকেও তো সেই দাবি উঠলো না! সবাই ধন্যবাদ জানিয়েই শেষ করল নিজেদেরর দায়িত্ব। অন্তত একদিন তো তাদের কথা বলা হল। সেই সাথে আরামে একটা ছুটি কাটানো হল।
আর সেই আহত মানুষগুলো বা নিহত শ্রমিকের পরিবারগুলো? নিশ্চয়ই তারা আজকের এইদিনের আনন্দমিছিলে যোগ দেয়নি বা দেয়ার মত বিলাসী চিন্তা তাদের মাথায় আসেনি। কারণ তারা যে তাদের অধিকারটুকু আজো পায়নি। বিচারটাও পায়নি।
"সাবাস সেই মানুষগুলোকে! যারা এই নিহত শ্রমিকদের রক্তের উপর দাঁড়িয়েই দুইটা শ্রমিক দিবসে সরকারি ছুটি বহাল রেখেছেন! অথচ নিজেদের অস্তিত্বে লেগে থাকা অভিশপ্ত রক্ত পরিষ্কারের চিন্তা করেননি। তাদের জন্য হাততালি, যারা এখনো পৃথিবীর জঘন্যতম শ্রমিক হত্যাকাণ্ডের বিচার করার বদলে শ্রমিকদের ধন্যবাদ জানাতে মঞ্চে ওঠেন! ধন্যবাদ সেই সব মানুষকে যারা শ্রমিকদের ঘামে নিজেদের পকেট ভারী করে বছরের একটা দিন তাদের অবদানের স্বীকৃতি দেন, কিন্তু আহত শ্রমিকদের প্রাপ্য ভাতা পরিশোধের ব্যাপারে তাদের বিকার নেই!"
ঘেন্না হয় তোমাদের এই সভ্যতায়!!!
বিষয়: বিবিধ
১২৯৮ বার পঠিত, ৯ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
একটা তো ১ লা মে , সেটা জানি । বাকি টা কোন মাসের কত তারিখে ?
আমি তো সেই স্কুল লাইফ থেকে মে দিবসের ছুটি পেয়ে আসছি !
স্যরি! কমেন্ট করতে প্রবলেম হচ্ছিল এইকয়দিন। তাই লেট হল।
মন্তব্য করতে লগইন করুন