কোরিয়াতে মহান মে দিবস পালন

লিখেছেন লিখেছেন সিউল থেকে রহমতুল্লাহ ০১ মে, ২০১৪, ০৯:০৮:৩৭ রাত



সিউল, ১ মে ২০১৪:

মহান মে দিবস আজ। বাংলাদেশ, কোরিয়াসহ সারাবিশ্বে দিনটি পালিত পালিত হচ্ছে। এ দিনটি মাঠে-ঘাটে, কলকারখানায় খেটে খাওয়া শ্রমজীবী মানুষের অধিকার আদায়ে রক্তঝরা সংগ্রামের গৌরবময় ইতিহাস সৃষ্টির দিন। দীর্ঘ বঞ্চনা আর শোষণ থেকে মুক্তি পেতে ১৮৮৬ সালের এদিন বুকের রক্ত ঝরিয়েছিলেন শ্রমিকরা।

এদিন শ্রমিকরা আট ঘণ্টা কাজের দাবিতে যুক্তরাষ্ট্রের সব শিল্পাঞ্চলে ধর্মঘটের ডাক দিয়েছিলেন। সে ডাকে শিকাগো শহরের তিন লক্ষাধিক শ্রমিক কাজ বন্ধ রাখেন। শ্রমিক সমাবেশকে ঘিরে শিকাগো শহরের হে মার্কেট রূপ নেয় লাখো শ্রমিকের বিক্ষোভ সমুদ্রে। এক লাখ পঁচাশি হাজার নির্মাণ শ্রমিকের সঙ্গে আরও অসংখ্য বিক্ষুব্ধ শ্রমিক লাল ঝাণ্ডা হাতে সমবেত হন সেখানে। বিক্ষোভের এক পর্যায়ে পুলিশ শ্রমিকদের ওপর নির্বিচারে গুলি চালালে ১০ শ্রমিক প্রাণ হারান।

অন্যদিকে হে মার্কেটের ওই শ্রমিক বিক্ষোভ ছড়িয়ে পড়ে সারাবিশ্বে। গড়ে ওঠে শ্রমিক-জনতার বৃহত্তর ঐক্য। অবশেষে তীব্র আন্দোলনের মুখে শ্রমিকদের দৈনিক আট ঘণ্টা কাজের দাবি মেনে নিতে বাধ্য হয় যুক্তরাষ্ট্র সরকার। পরে ১৮৮৯ সালের ১৪ জুলাই প্যারিসে অনুষ্ঠিত দ্বিতীয় আন্তর্জাতিক শ্রমিক সম্মেলনে শিকাগোর রক্তঝরা অর্জনকে স্বীকৃতি দিয়ে ওই ঘটনার স্মারক হিসেবে ১ মে ‘আন্তর্জাতিক শ্রমিক সংহতি দিবস’ হিসেবে ঘোষণা করা হয়। ১৮৯০ সাল থেকে প্রতি বছর দিবসটি বিশ্বের বিভিন্ন দেশে ‘মে দিবস’ হিসাবে পালন করতে শুরু করে।

বিষয়: বিবিধ

১০৫৯ বার পঠিত, ৫ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

216192
০১ মে ২০১৪ রাত ০৯:২৬
সুশীল লিখেছেন : ভালো লাগলো ধন্যবাদ
216214
০১ মে ২০১৪ রাত ০৯:৫৫
ফেরারী মন লিখেছেন : ভালো। তবে এতে শ্রমিকদের মুক্তি মিলবে কি?
216259
০১ মে ২০১৪ রাত ১০:৪৩
সুমাইয়া হাবীবা লিখেছেন : ইসলামটাকে মানলেই আর কোন দিবসের দরকার হয়না। ইসলাম ১৪শ বচর আগেই শ্রমিকের কাজের মর্যাদা নিশ্চিত করেছে। বলেছে ঘাম শুকানোর আগেই তার মজুরী পরিশোধ করতে।
216300
০১ মে ২০১৪ রাত ১১:২০
সিউল থেকে রহমতুল্লাহ লিখেছেন : ধন্যবাদ
216342
০২ মে ২০১৪ রাত ০১:২৬
মনসুর আহামেদ লিখেছেন : ২৬ মে আমেরিকার মে দিবস। যেখানে
মে দিবসের যাএা শুরু সেখানে এর কোন
প্রতি ক্রিয়া দেখা যায় না।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File