কোরিয়ায় ফেরি ডুবিতে খুব কষ্ট পাছি।

লিখেছেন লিখেছেন সিউল থেকে রহমতুল্লাহ ১৭ এপ্রিল, ২০১৪, ১০:৪৮:১৫ রাত

গতকাল কোরিয়াতে একটি ফেরী ডুবে যায় । সারাদিন টেলিভিশন এ দেখেছি । মানুষের জিবন কেমন। কত গুলো প্রাণ অকালে ঝরে গেল। খুব কষ্ট পাচ্ছি দুইদিন ধরে। আমার শহরের একটি ইস্কুলের ছাত্রছাত্রী ছিল ৩০০ জনের উপরে।

লাইভ দেখেছি কিভাবে ফেরীটি চোখের সামনে আস্তে আস্তে ডুবে গেলো। আমরা মৃত্যুর কাছে বড় অসহায় ।

বিষয়: বিবিধ

১২৭০ বার পঠিত, ৪ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

209238
১৭ এপ্রিল ২০১৪ রাত ১১:০৯
গেরিলা লিখেছেন : Surprised Surprised Surprised Crying Crying
209279
১৮ এপ্রিল ২০১৪ রাত ১২:৪০
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : দুঃখজনক ঘটনা।
পর পর কয়েকটি দুর্ঘটনা আমাদেরকে এই শিক্ষায় দেয় যে যতই বিজ্ঞানের উন্নতির দাবি করি প্রকৃতির কাছে আমরা অসহায়।
209307
১৮ এপ্রিল ২০১৪ রাত ০২:২৮
সাদিয়া মুকিম লিখেছেন : ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রজি'উন।
Praying
209405
১৮ এপ্রিল ২০১৪ সকাল ১০:২৩
ওমর ফারুক ইফতি লিখেছেন : আসলেই এটি মর্মান্তিক একটি ঘটনা।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File