দুফোটা জল
লিখেছেন লিখেছেন ক্লান্ত ভবঘুরে ২৬ এপ্রিল, ২০১৪, ১০:৩৩:৫৩ রাত
ক্লান্ত পথিকের বুকফাটা তৃষ্ণার অবশেষে,
মেঘেদের গুমর ভাঙা স্বস্তির পলকা নিঃশ্বাস।
যেন চোখের কোণ বেয়ে দুফোটা অশ্রুকণা
বেদনার বদলে ভরাল পথিকের তৃষ্ণার্ত হৃদয়।
খরতপ্ত আকাশে নিস্ফল তাকিয়ে থাকা চোখ,
খরদাহের বিষে দগ্ধ ফুটপাত, অস্থির পথিক।
একফালি দমকা বাতাস, দুফোটা জলের বর্ষণ;
শান্ত হয়ে এল সব, শিহরণে নত কৃতজ্ঞ এ প্রাণ।
বিষয়: বিবিধ
১২০২ বার পঠিত, ২ টি মন্তব্য






































পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন