জুমুআ'র নামাজ
লিখেছেন লিখেছেন পাহারা ০২ মে, ২০১৪, ০৭:৪০:৩৯ সন্ধ্যা
পশ্চিম ইউরোপের দেশে শতকরা ১০-১৫%মুসলমানের বসবাস কিন্তু মসজিদের হার সে তুলনায় খুব কম।মুসল্লিরা নামায আদায় করেন মসজিদের বাইরে খুলা জায়গায় ।বৃষ্টির দিনে নামাজ আদায় করতে খুব কষ্ট আর আজ আমার জিবনে এই প্রথম এর সম্মুখিন হলাম।কিন্তু খুব ভাল লাগলো সাদা,কালো,আরবি,আজমি সবাই বৃষ্টিতে ভিজে এক কাতারে নামাজ আদায় করেছি। এটাইতো আমাদের বণ্দন ইসলাম।
বিষয়: বিবিধ
১১২০ বার পঠিত, ২৬ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
ধন্যবাদ।
১/ প্রত্যেক কমেন্ট এর জবাব শুধু ইমো দিয়ে নয়, কিছু একটা লিখে দেবেন। কারন আপনার দেয়া "কমেন্ট এর জবাব" দেখতে আবার কষ্ট করে আপনার ব্লগে আসতে হয়, এসে যদি দেখে শুধু একটা ইমো... তো আর আসতে ইচ্ছে করবে না।
২/ কোন কমেন্ট বাদ দেবেন না। সিরিয়্যাল অনুযায়ী জবাব দেবেন।
৩/ যত দ্রুত সম্ভব জবাব দেয়ার চেষ্টা করবেন।
অন্যথায়, আপনার ব্লগে কমেন্ট করতে চাইবে না ব্লাগররা।
চালিয়ে যান অনেক ভালো লেখক হবেন একদিন
মন্তব্য করতে লগইন করুন