জীবনের ভুল
লিখেছেন লিখেছেন মেহেদী জামান লিজন ০১ আগস্ট, ২০১৪, ০৬:৪৩:৪৯ সন্ধ্যা
আকাশ যত দূরে হোক ,
কখনও দৃষ্টির আরাল হয়না ।
হৃদয় যত কাছে হোক ,
তাকে ছোঁয়া যায় না ।
ভালোবাসার মানুষ যত নিস্তুর হোক ,
তাকে ভুলা যায় না ।
জমেছে কষ্টের কালো মেঘ
আমার গগনে ,
নেমে এলো আধার ,
আলো ভরা ভুবনে ,
হারাল সব সুখ ,
কষ্টের আগমনে ।
এ জীবন আজ এলোমেলো
শুধু একটা ভুলের কারণে ।
বিষয়: বিবিধ
১৮১৯ বার পঠিত, ৯ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
যান অাবার ফিরে।
কিন্তু কখনই এটা করবেন না। কষ্ট লালন করুন। মন নরম থাকবে।
মন্তব্য করতে লগইন করুন