অসমাপ্ত স্বপ্ন
লিখেছেন লিখেছেন মেহেদী জামান লিজন ১২ জুলাই, ২০১৪, ০৮:১৮:৫৫ সকাল
জীবনের খেয়া পারে আজ কাউকে খুব বেশি মনে পড়ে, কিন্তু আমি জানি আমার এই নিছক মনে পড়া নিতান্তই আমার এক ভ্রান্ত মনো কল্পনা।
হয়তো দুই জনে এক রিস্কায় পাশাপাশি বসে ক্যাফে তে অথবা এক প্লেট ফুস্কা আর ভাগাভাগি করে খাওয়া হবে না, কিংবা দুই জন নিরিবিলি বিকেলে পার্কে হাটার সময় অধর শক্তি তে আনমনা হাত আর একমুটু হবে না।
কেউ হয়তো হাতে থাকা ব্যাগ আমার গায়ে আর ছুড়ে মেলবে না। কেউ আর বলবে না সারাদিন এত ঘুম কিসের ? কেউ আর বলবে না কালো টি শার্ট টি পড়ে আজ দেখা করবে, কিংবা আমাকে শাড়ি পড়লে কেমন লাগে ? কেউ আর বলবে না ।
হয়তো মনকে তিপ্ত করতে পারি তোমার কথা ভেবে কিন্তু পরক্ষনেই তো আবার তোমার অনুভব আমাকে বিষাদের নীল ছোবলে ধ্বংস করে দেয়।
হ্যাঁ আজ তুমি নেই, কিন্তু আমি ভালো আছি, সকালে ঘুম থেকে উঠছি , খাচ্ছি দাচ্ছি, সেই বিকেলে পার্কে একাকী হাঁটছি, আবার ঘুমুতে যাচ্ছি। কিন্তু আমার ভিতরের কি জানি একটা অনেক আলাদা হয়ে গেছে আমার ভিতর থেকে। আজ আমার ডান পাশের কাঁধটা কেমন জানি অনুভবহীন লাগে, যে কাঁধে তুমি মাথা পেতে বসে বসে শুনাতে এক স্বপ্ন !
হ্যাঁ , স্বপ্ন শুনাতে , আজ নিজেকে বিশ্বাস করতে হচ্ছে, স্বপ্ন হল স্বপ্নই ! এর নেই কোন কালিমা।
যখন তোমার কথা ভাবি কেন জানি একটা মনে আশার সঞ্চচার হয় তুমি আসবে, আমাকে একটু স্পর্শ করবে, আর আস্তে আস্তে কানের কাছে এসে বলবে – আমি তোমায় ভালবাসি।
এক লগ্নে আবার দুই জন বর্ষার এক দুপুরে বৃষ্টিতে দুইজন ভিজবো, তুমি আমার গায়ে পানি ছিটিয়ে দিবে আর আমি দৌড় দিয়ে তুমাকে জরিয়ে ধরবো, কপালে একে দিবো মিষ্টি এক চুম্বন। যা হয়ে থাকবে অম্লান।
হ্যাঁ আমি স্বপ্ন বলছি, যে স্বপ্ন একদিন তুমি দেখিয়েছিলে, হ্যাঁ আমি আজ পাগল হয়ে গেছি, প্রলাপ বকছি । শুধু তোমার জন্য ।
হ্যাঁ তোমায় ভালবেসে আমার আজ এই স্বপ্ন, আর আমার স্বপ্ন আমার কাছে থাকবে অসমাপ্ত হয়ে ।
আমি তোমায় ভালবাসি, আমি তোমায় ভালবাসি ... । । । ।
লেখক:
বিষয়: সাহিত্য
১৪২৫ বার পঠিত, ১ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন