ক্ষত - বিক্ষত হৃদয়ের কান্না
লিখেছেন লিখেছেন মেহেদী জামান লিজন ১৮ সেপ্টেম্বর, ২০১৪, ০৯:১৯:১৪ সকাল
কেন যে আমি আলোচিত , সমালোচিত , উপেক্ষিত হই জানি না তবে এটা ঠিক যে হয়তো আমি যুক্তির বাইরে যেতে চাইনা ......
আমি বাস্তববাদী এবং বাস্তব কিছু করতে চাই কিন্তু আমার বাস্তববাদী চিন্তা দ্বারা অনেকের ক্ষতি করে ফেলে, আমার জন্য হয়তো তারা তাদের স্বার্থ হাসিল করতে পারে না।
তাই হয়তো আমাকে নিঃশেষ করার সকল প্ল্যান তাদের কাছে অব্যাহত.........
কিন্তু সময় আর বাস্তবতা তাদের ভুল এক দিন ভাঙাবেই ...
সময় একদিন আসবেই ...... হয়তো আজকের দিনের জন্য ওই দিন আফসোস করতে হবে ।।
তবে এটা ঠিক কারো প্রতি আমার অভিমান নেই , যে যা করেছে হয়তো ভালো ই করেছে তার অবস্থান থেকে করছে ।। । ।
মানুষ চির দিন ই ভুল করে না , কোন না কোন একদিন তার ভুল ভাঙবে ...
নিয়তি এক দিন প্রশ্ন ছুড়ে দিবে কার নামে এত মিছে অপবাদ দিলাম, হৃদয়ের আস্ফালনে তীব্র কান্নাচাপা মন কে এক দিন ক্ষত - বিক্ষত করে দিবে ।
না এটা অভিশাপ না , আমি কাউকে অভিশাপ দিচ্ছি না, এটা শুধু আমার মনের গহীনে চাপা কান্নার আওয়াজ ......।
ক্ষত - বিক্ষত হৃদয়কে একটু মার্জনা দেওয়ার প্রয়াস মাত্র ...
মনের ক্যানভাসে রংতুলির আচরের পরিবর্তে ছুরির আঘাতে ক্ষত - বিক্ষত হৃদয়ের বুক ফাটা গর্জন ।
খেয়া ঘাটে সকল বিষণ্ণতার তীব্র মনঃকষ্টের বলি দান ...............
বিষয়: বিবিধ
২৬৪৬ বার পঠিত, ১ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন