জীবন ভাবনা
লিখেছেন লিখেছেন মেহেদী জামান লিজন ২৬ জুলাই, ২০১৪, ০৭:৪০:৩৯ সন্ধ্যা
জীবনের আশা , জীবনের কিছু ভালোবাসা।
মাঝে মাঝে খুব বিরক্ত লাগে ।
মনে হয় আর কিছু আশা করব না,
আর কাও কে ভালবাসব না ।
কিন্তু টা যেন হয়ে উঠে না ।
কেন যে এমনটা হয় কিছু বুজতে পারি না ।
মাঝে মাঝে খুব কান্না পায় ,
বুক ফেটে কান্নাও আসে ।
কেন এমন হয় ?
ছোট এই জীবনে এত কষ্ট , এত কান্না কেন আসে ?
মাঝে মাঝে এই সব যেন আমার মন কে বিষিয়ে তুলে।
আমি চাই না এত কষ্ট ।
আমি চাই না অভিশাপরুপি জ্বলন্ত ভালোবাসা।
আমি চাই আমার সুখ ,
আমি চাই আমার ভালোবাসা।
যেই ভালোবাসায় থাকবে না কোন কষ্ট,
না থাকবে কোন কান্না ।
বিষয়: বিবিধ
১৬০৮ বার পঠিত, ৯ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন