মুসলমানদের ধ্বংসের পরিকল্পনাকারী হল আমেরিকা ও বাস্তবায়ন সহযোগী হল সৌদি রাজতন্ত্র, ৪র্থ পর্ব

লিখেছেন লিখেছেন ব১কলম ০১ আগস্ট, ২০১৪, ০৫:৫৯:০৩ বিকাল

ইরাক-ইরান যুদ্ধ

১৯৭৯ সালে ঘটা সফল ইরানী বিপ্লবের মাধ্যমে আমেরিকা-বৃটেনের তল্পিবাহক শাহ মোহাম্মদ রেজা পাহলাভীর একনায়কতন্ত্রের পতনে আমেরিকা-বৃটেন ও তাদের দোসররা নড়ে-চড়ে বসে । শাহ মোহাম্মদ রেজা পাহলাভীর পতনে আমেরিকা-বৃটেনের ইরানের তেল সম্পদ লুটের দিন শেষ বলে মনে করে । অন্য দিকে ইরানী নেতাদের ইসলামী বিপ্লব রপ্তানীর ঘোষনায় মধ্যপ্রাচ্যের ক্ষমতাধর দেশগুলি প্রমোদ গুনতে থাকে । ষড়যন্ত্রের জাল বুনতে থাকে কিভাবে ইরানকে শায়েস্তা করা যায় ।

ফলশ্রুতিতে সীমান্ত বিরোধ এবং ইরাকের অভ্যন্তরে শিয়া জংগীদের ইরানি মদদ দেয়ার অভিযোগে ১৯৮০ সালের ২২ সেপ্টেম্বর ইরাকি বাহিনী পূর্ব ঘোষণা ছাড়াই অবৈধভাবে ইরানি ভূ-খন্ড আক্রমণ এবং অনুপ্রবেশ চালায়। সদ্য ঘটে যাওয়া ইরানি ইসলামি বিপ্লবের নাজুক অবস্থাকে ব্যবহার করে ইরাক যুদ্ধে দ্রুত অগ্রগতি অর্জনের চেষ্টা চালায় । কিন্তু কার্যত সে চেষ্টা ব্যর্থতায় পর্যবসিত হয় । ১৯৮২ সালের জুনের মধ্যে ইরান তার হারানো সমস্ত ভূ-খন্ড পুনরুদ্ধার করতে সমর্থ হয় । এর পরের ৬ বছর ইরানি বাহিনী যুদ্ধে অগ্রসর ভূমিকায় ছিল । জাতিসংঘের বারবার কূটনৈতিক প্রচেষ্টা সত্ত্বেও ১৯৮৮ সালের আগস্ট পর্যন্ত যুদ্ধ দীর্ঘস্থায়ী হয় । এ যুদ্ধে সৌদিআরব, ইরাক সরকার তথা সাদ্দাম হোসেন কে অস্ত্র-শস্ত্র ছাড়াও ২৫ বিলিয়ন মার্কিন ডলার দিয়ে সাহায্য করে এবং তারা ১৯৮৪ সালের ৫ জুন একটি ইরানি বিমান ও গুলি করে ভূপাতিত করে ।

চলবে............

বিষয়: আন্তর্জাতিক

১২৫১ বার পঠিত, ২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

249929
০১ আগস্ট ২০১৪ সন্ধ্যা ০৬:৩১
সন্ধাতারা লিখেছেন : অনেক ধন্যবাদ ভালো লাগলো
250274
০২ আগস্ট ২০১৪ রাত ১১:৪১
ব১কলম লিখেছেন : আপনাকেও অনেক ধন্যবাদ

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File