নীল আকাশ

লিখেছেন লিখেছেন মেহেদী জামান লিজন ২৮ মে, ২০১৪, ০৩:৩৬:৩৩ দুপুর



নীল আকাশটা হঠাৎ যেন অভিমানী হয়ে গেছে

অস্থির বাতাস হঠাৎ ছুটে আসে আমার কাছে।

গীটার হাতে বসে একা আমি তার অভিযোগ শুনি।

পড়ন্ত এ বিকেলে কেউ তার শূন্যতাটুকু দেখেনি।

তাই রিম ঝিম মনে কেঁদে চলে

আপন সুরে আপন তালে

সে বৃষ্টি আজ কাঁদায় আমাকে

জাগিয়ে তোলে সেই স্মৃতিটাকে

কোন এক দিন তুমি কেঁদেছিলে এ আমার দুটি হাত ধরে

বলেছিলে কভূ দুরে না হারাতে।

অথচ কখন যেন নিজেই হারালে আমায় একা ফেলে

তাই কেঁদে চলে চোখ দুটি আপন সুরে আপন তালে।

বিষয়: বিবিধ

১২২৪ বার পঠিত, ১০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

227469
২৮ মে ২০১৪ বিকাল ০৪:০০
পুস্পিতা লিখেছেন : একজনের কথা চিন্তা করে এতদিন কাদলে কি আর জীবন চলে?!
২৮ মে ২০১৪ বিকাল ০৪:১৭
174339
হারিয়ে যাবো তোমার মাঝে লিখেছেন : তার মানে আপনি বোঝাতে চাইছেন একটা চলে গেলে আরেকটাকে ধরো? জীবনে প্রেম একবারই আসে। তাই সেটা হারিয়ে গেলে তার কষ্ট থাকে চিরকাল।
২৮ মে ২০১৪ বিকাল ০৪:২৩
174341
পুস্পিতা লিখেছেন : বিয়ের আগে ধরা, প্রেম ইত্যাদি আমি পছন্দ করি না। একবারই যদি আসে তা বিয়ের পরে আসাই উচিত।
২৯ মে ২০১৪ সকাল ০৭:৫১
174565
মেহেদী জামান লিজন লিখেছেন : জীবনে আমন কাউকে ভালোবাসা উচিৎ যে সব সময় পাশে থাকবে । । ।Happy
227471
২৮ মে ২০১৪ বিকাল ০৪:০৫
হারিয়ে যাবো তোমার মাঝে লিখেছেন : অস্থির ছ্যাকাময় কাব্য। পড়ে চোখে জল এসে গেলো। কেনো হে তোমরা এমন করে কষ্ট দিতে পারো কচি এ মনটাকে। তোমাদের দিলে কি কোনো মায়ামহাব্বত নেই?
২৯ মে ২০১৪ সকাল ০৭:৫২
174567
মেহেদী জামান লিজন লিখেছেন : তাই বুজি হা হা হা Happy
227477
২৮ মে ২০১৪ বিকাল ০৪:১৪
দুষ্টু পোলা লিখেছেন : পুস্পিতা লিখেছেন : একজনের কথা চিন্তা করে এতদিন কাদলে কি আর জীবন চলে?!
২৯ মে ২০১৪ সকাল ০৭:৫৩
174568
মেহেদী জামান লিজন লিখেছেন : হুম দেখলাম ত লিখেছে
227481
২৮ মে ২০১৪ বিকাল ০৪:২৩
শিশির ভেজা ভোর লিখেছেন : আহারে কষ্ট কৈরেন্না আরেকটাকে ধরুন। Broken Heart
২৯ মে ২০১৪ সকাল ০৭:৫৩
174569
মেহেদী জামান লিজন লিখেছেন : আরেকটা ধরা কি এত সহজ Happy Happy Happy

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File