নীল আকাশ
লিখেছেন লিখেছেন মেহেদী জামান লিজন ২৮ মে, ২০১৪, ০৩:৩৬:৩৩ দুপুর
নীল আকাশটা হঠাৎ যেন অভিমানী হয়ে গেছে
অস্থির বাতাস হঠাৎ ছুটে আসে আমার কাছে।
গীটার হাতে বসে একা আমি তার অভিযোগ শুনি।
পড়ন্ত এ বিকেলে কেউ তার শূন্যতাটুকু দেখেনি।
তাই রিম ঝিম মনে কেঁদে চলে
আপন সুরে আপন তালে
সে বৃষ্টি আজ কাঁদায় আমাকে
জাগিয়ে তোলে সেই স্মৃতিটাকে
কোন এক দিন তুমি কেঁদেছিলে এ আমার দুটি হাত ধরে
বলেছিলে কভূ দুরে না হারাতে।
অথচ কখন যেন নিজেই হারালে আমায় একা ফেলে
তাই কেঁদে চলে চোখ দুটি আপন সুরে আপন তালে।
বিষয়: বিবিধ
১২২৪ বার পঠিত, ১০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন