পরবাস !!!

লিখেছেন লিখেছেন ইমরোজ ২৮ মে, ২০১৪, ০৩:১৫:৫৬ দুপুর

আমি !! না নিবাসী ! না অনিবাসী !! মাঝামাঝি এক অদৃশ্য স্ট্যাটাসের নাগরিক । প্রতি বছর অর্ধেকের ও কম সময়ের জন্য পরবাসী হই । জানি কোন দুর্ঘটনায় পগারপার না হলে, সময়মত দেশে আবার ফিরে আসব । তবু বোঝে না, মন সে বোঝেনা । তাই যাওয়ার আগের দিনগুলিতে অসহ্য চিনচিনে বেদনা অনুভব হয়। সব না ভাল লাগা জিনিসগুলোয় হঠাত করে অদ্ভুত ভাল লাগা শুরু হয় । সব না ভাল লাগা ব্যাপারগুলো হঠাত করে মামুলী মনে হয় । আর চারপাশের মানুষগুলো মনে হয় কি অদৃশ্য মায়াজালের কাঁটায় আমাকে বিঁধতে শুরু করে । যত কাছের যারা,তত বড় কাঁটা তারা !!!

আর তুমি !! মাতৃভূমির সাথে জনক জননী, আত্মীয়স্বজন আর বন্ধুবান্ধব কে দূরে ঠেলে পরবাসের জাহাজে । কবে ফিরবে? আদৌ কি ফিরবে ?? তোমার সামনে উন্নত জীবনের হাতছানি । তোমার নিজ ভবিষ্যৎ ধোঁয়াশা হলেও, তোমার ভবিষ্যতের ভবিষ্যত অনেক ফকফকা । তাই তুমি আধো মনে জান, তোমার না ফিরবার সম্ভাবনাই বেশি । হুটহাট করে প্রিয়জনের কাছে আর যাওয়া হবে না । কিনবা তারা তোমার কাছে । তবে কি বাকি জীবনে তেলজলের মিশ্রনে তুমি কিম্ভুতকিমাকার FOB (FRESH OUT OF BOAT) ?? না তুমি এ ঘরকা; না ও ঘরকা !!! তাই তোমার মন আর কায়া কখনও কখনও বা অসহনীয় যোজন দূরে !!!!! এই আত্মত্যাগের বেদনা তারা কি বুঝবে?? তোমার প্রয়োজনে , তারা কি দিবে কিঞ্চিৎ মূল্যায়ন ???

সত্যিকার পরবাসী হওয়ার অনুভুতিটা আসলে ক্যামন??? একি অন্য অনুভূতিগুলোর মতই তীব্রতর থেকে তীব্র তারপর ফিকে ফিকে !!!!!!!

নাকি শূন্যস্থান পুরন করতে না পারা এক অসমাপ্ত বাক্য ??? কিংবা নীচের কবিতার (সংগৃহীত) পংক্তির মত কল্পনাতীত গভীর !!!

দিনেকের দেখা, তিলেকের সুখ,

ক্ষণেকের তরে শুধু হাসিমুখ--

পলকের পরে থাকে বুক ভ'রে চিরজনমের বেদনা।

তারি মাঝে কেন এত সাধাসাধি,

অবুধ আঁধারে কেন মরি কাঁদি ।।

বিষয়: বিবিধ

১০৮২ বার পঠিত, ৫ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

227466
২৮ মে ২০১৪ দুপুর ০৩:৫৬
পুস্পিতা লিখেছেন : কাপতানের জীবন!
227474
২৮ মে ২০১৪ বিকাল ০৪:০৬
হারিয়ে যাবো তোমার মাঝে লিখেছেন : দিনেকের দেখা, তিলেকের সুখ,
ক্ষণেকের তরে শুধু হাসিমুখ-

চরম বলেছেন। অনেক সুন্দর হয়েছে ... অপূর্ব, চমৎকার
227578
২৮ মে ২০১৪ সন্ধ্যা ০৭:২৫
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : ভালো লাগলো পরবাসি কিংবা নিবাসি।
228209
৩০ মে ২০১৪ রাত ০২:১৯
বৃত্তের বাইরে লিখেছেন : পরবাসে শুরুর জীবনটা সবারই এমন। ভালো শুভকামনা রইলো Good Luck Good Luck
228374
৩০ মে ২০১৪ বিকাল ০৫:৩৪
ইমরোজ লিখেছেন : অনেক ধন্যবাদ

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File