ছড়া প্রতিদিন
লিখেছেন লিখেছেন মুহাম্মদ আব্দুল হালিম ২৮ মে, ২০১৪, ০৪:৫৫:০২ বিকাল
কাক ডাকা ভোরে
দেখলাম ঘুমের ঘোরে
কোন এক চোরে
ঢুকলো মোর ঘরে
ধরলাম তারে জোড়ে
ঘুমের ঘোরে
সে বললো ছেড়ে দাও মোরে
আমি নই কোন চোরে
আমি হলাম মন চোরে
আমি যাবো চলে
তোমার মনটা চুরি করে
ঘুম ভেংগে গেলে
দেখলাম কেউ নেই পাশে
কে এসেছিলো ভোরে
এখন তাই ভাবি বসে বসে…….
বিষয়: বিবিধ
৯৬৭ বার পঠিত, ৮ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন