এখন কি কোনো রোদ নেই
লিখেছেন লিখেছেন মুর্শিদউল আলম ০৫ মে, ২০১৪, ০৮:৫৯:৫৪ সকাল
২7-০৪-২০১৪
এখন কি কোনো রোদ নেই
মুর্শিদ-উল-আলম
এখন কি রোদ নেই?
তীব্র রোদে ডুবে গেছে নগরীর নাক
কংক্রীটের ভাঁজে ভাঁজে উষ্ণ অভিশাপে
তপ্ত স্থানীয় তাপমাত্রার রেকর্ড!
প্রচণ্ড রোদের তোড়ে পুড়ে গেছে দৃষ্টি
শহরের উঁচু নিচু দালানের সারি
প্রশস্ত সড়ক, দু’ধারের গাছপালা
ছেয়ে আঁধারের বৃষ্টি নামে।
চোখে অন্ধকার ছাড়া কোনো দৃশ্য নেই!
এখন তোমাকে নিয়ে খুব দুশ্চিন্তায় আছি
পেলব শরীরে উষ্ণ রোদের চুমোয় তুমি
অস্বস্তিতে হা-হুতাশ কর
আতঙ্কিত চোখে বের হও পথে
ছাতা পানি বয়ে বয়ে তুমি আর কতদূর যাবে?
সবকিছু ডুবে গেছে জলসানো অন্ধকারে
গুম, হত্যা, সন্ত্রাসের সাজে
ভয়ঙ্কর উষ্ণতার বেড়াজালে
বৈশাখের দাবদাহ ধেয়ে যাচ্ছে ।
এই শহরে বসত আমার তিন যুগ
আমার কৈশোর চলে গেছে যৌবনও,
এখন প্রৌঢ়ের পথে
যেতে যেতে দেখি
কেউ কেউ পানি নিয়ে ভীষণ উদ্বিগ্ন
পানি শূন্য ভূগর্ব, নদীতে তলা জাগে
পানি উন্নয়ন কর্তৃপক্ষ কি জানি কি বলবে?
জলবায়ুর উৎপীড়ন, পরদেশী নদী শাসনী খড়গ
সব মিলিয়ে এখন উষ্ণ রোদে দিন যায়
শান্ত পড়ন্ত বেলার অপেক্ষায় থাকা ছাড়া
আর কোন গতি নেই।
বিষয়: বিবিধ
১১১১ বার পঠিত, ২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন