সাক্ষাত

লিখেছেন লিখেছেন খাজা উয়ায়ছ ভক্তদের গোলাম ২৪ এপ্রিল, ২০১৪, ১০:২৭:৩৯ সকাল

বেহেস্তের লোভে মৌল্লা মসজিদেতে যায়,

বেহেস্তী ফল খাইবো তারা যাইয়া সে জায়গায়।

দোজখের ভয়ে তারা লেবাস যে বদলায়,

মিথ্যা সবই বলে তারা নিরাকার হয় যে আল্লাহ।।

তিঁনি আদি তিঁনি অন্ত মানে সবাই নাই যে দন্দ,

গোপন বলে তাহাও মানে, মানেনা প্রকাশ্য।

এই কথা যথাতথা; কইলে মৌল্লা কাটবো মাথা।

জাহেরে না দেখিয়া চিনবা কেমনে হাশরে গিয়া?

জাহেরে আছে খোদা না চিনিলে মু’মিন জুদা,

সাক্ষাতেই মু’মিনের বেহেস্তে দাখিলা মিলিবে।

আল্লাহ কোরআনে কয় সাক্ষাত অস্বীকারে কাফের হয়।

অধম ফকির উয়ায়ছী কয়; আল্লাহ মিললে সবই হয়।।

বিষয়: সাহিত্য

৭৭৩ বার পঠিত, ২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

212535
২৪ এপ্রিল ২০১৪ সকাল ১১:০৬
হারিয়ে যাবো তোমার মাঝে লিখেছেন : অনেক ভালো লাগলো পড়ে
212564
২৪ এপ্রিল ২০১৪ দুপুর ১২:২৮
সুশীল লিখেছেন : ভালো লাগলো

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File