ক্ষমা করে দিও আমাদের!

লিখেছেন লিখেছেন কাউসার আরিফ ২৪ এপ্রিল, ২০১৪, ১০:৩৪:৫১ সকাল

এ ধিক্কার কি শুধুই আওয়ামীলীগের প্রতি!

যত দোষ নন্দ ঘোষ,আমি বলছিনা না যে এর দ্বায় সরকার এড়াতে পারবে কিন্তু সব দ্বায়ই কি সরকারের?আমাদের কি কোন দ্বায় নেই?জাতি হিসেবে এর জন্য আমরও দ্বায়ী!

আজ রানা প্লাজার ধংশ্বের ১ বছর হল।সরকারী হিসেবে সেদিন মারা গিয়েছেন ১১৩৫ জন,হাজাড় হাজাড় মানুষ পঙ্গুত্ব বরন করে নিয়েছেন,অনেকেই তার ভাই-বোনের লাশ পায়নি!

সরকারের কথা বাদ দিলাম কারন এটা বেহ্যায়া সরকার কিন্তু আমরা জাতি হিসেবে তাদের জন্য কি করতে পেরেছি!আমরা কি পারিনা তাদের অধিকার আদায়ে ঐক্যবদ্ধ হতে,আমরা কি পারিনা তাদের একটু শান্তিতে বাঁচার ব্যাবস্থা করে দিতে!এরাও তো আমার আপনার ভাই বোন।

সরকারের কাছে আহব্বান জানাবো অন্তত যারা আহত হয়ে বেঁচে আছে তাদের একটু শান্তিমত বাঁচার সুযোগ করে দিন।আর কত অত্যাচার করবেন এই সব নিরীহ মানুষদের প্রতি!

বিষয়: বিবিধ

১০৩৯ বার পঠিত, ১ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

212534
২৪ এপ্রিল ২০১৪ সকাল ১১:০৫
হারিয়ে যাবো তোমার মাঝে লিখেছেন : আজ ভয়াল বেদনার্ত দিন। শ্রদ্ধাভরে স্মরণ করছে জাতি তাদের।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File