জুডিশিয়াল কিলিং স্কোয়াডের জন্য বিনপি(বাংলাদেশ ননসেন্স পার্টি) ও দ্বায়ী?
লিখেছেন লিখেছেন কাউসার আরিফ ০৭ নভেম্বর, ২০১৪, ০৪:২৭:৪৫ বিকাল
জুডিশিয়াল কিলিং স্কোয়াডের জন্য বিনপি(বাংলাদেশ ননসেন্স পার্টি) ও দ্বায়ী?আওয়ামীলীগের মত বিনপিও চায় যে জামায়াত নেতৃত্ব শুন্য হয়ে যাক!!
ভাবছেন যে আরিফের মাথা হ্যাং হয়ে গেছে?ভাবছেন যে আরিফ পাগল হয়ে গেছে? না ভাই,আমি ঠিক আছি।মনোযোগ দিয়ে লেখাটি পড়বেন এবং মন্তব্য করবেন..........................................................................................
২০০৯-২০১৪ সালের আজ অব্ধি পর্যন্ত দেখছি যে বিনপি যদি কোন কর্মসূচি দেয় তাহলে সেটা আসে ২০ দলের নামে।
কোনদিন দেখলাম না যে তারা একা হরতাল পালন করেছে।
কোনদিন দেখলাম না যে তারা জামায়াতের সহযোগিতা ছাড়া একটি কর্মসূচি সফল করেছে।
...................................................................................................
সব জায়গাতেই জামায়াতের সহযোগিতা দরকার ।হ্যাঁ আমরাও সহযোগিতার জন্য প্রস্তুত হয়ে থাকি সবসময় কারন আমরা তাদের শরীক দল।আমরা শরীক দল কিন্তু এর মানে এই না যে আমরা তাদের সাথে নিকা বসেছি।
মুল কথায় আসি,
#বিনপির কোন সিদ্ধান্ত যদি ২০ দলের সিদ্ধান্ত হয় তাহলে কেন অন্যান্য শরীক দলের সিদ্ধান্ত কেন ২০ দলের সিদ্ধান্ত হবেনা?
#বিনপির কোন কর্মসূচি যদি ২০ দল সফল করে তাহলে বিনপি কেন অন্যদের সাহায্য করেনা?
বলতে গেলে অনেক কথাই বলতে হবে কিন্তু কথা সংক্ষেপ করা ভালো।
#যেদিন শহীদ আব্দুল কাদের মোল্লাকে ফাঁসি দিয়ে হত্যা করা হল সেদিনোও তারা নিশ্চুপ ছিল?
#যেদিন গোলাম আযম স্যার মারা গেল সেদিনোও তারা চুপ ছিল?
#যেদিন আল্লামা সাঈদির রায়ের মাধ্যমে সারাদেশে পাখির মত জামায়াত-শিবিরের কর্মীদের হত্যা করা হয় সেদিনোও তারা চুপ ছিল?
মৌনতাই সম্মতির লক্ষন।বিনপি যে এই জুডিশিয়াল কিলিং এর সাথে জড়িত তার প্রমান পাওয়া যায় তাদের এই চুপ থাকা থেকেই।আরো বড় প্রমান হল তাদের জুতা পেটা খাওয়া লে. জেনারেল (অব.) মাহবুবুর রহমান বলেন নিজামীর মৃত্যুদণ্ডের রায় জামায়াতের মেনে নেয়া উচিত।তার মানে আমাদের নেতাদের ফাঁসি দিবে আর আমরা বসে বসে দেখিব আর বিনপি ফায়দা লুটবে।
কি বোঝাতে চায় বিনপি?
কি মেসেজ দিতে চায় বিনপি জাতির কাছে?
আমার কথা গুলো পাগলের প্রলাপ মনে হতে পারে কিন্তু সময় সব বলে দিবে।
বিষয়: বিবিধ
১৫১৭ বার পঠিত, ৫ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
#বিনপির কোন কর্মসূচি যদি ২০ দল সফল করে তাহলে বিনপি কেন অন্যদের সাহায্য করেনা?
বলতে গেলে অনেক কথাই বলতে হবে কিন্তু কথা সংক্ষেপ করা ভালো।
#যেদিন শহীদ আব্দুল কাদের মোল্লাকে ফাঁসি দিয়ে হত্যা করা হল সেদিনোও তারা নিশ্চুপ ছিল?
#যেদিন গোলাম আযম স্যার মারা গেল সেদিনোও তারা চুপ ছিল?
#যেদিন আল্লামা সাঈদির রায়ের মাধ্যমে সারাদেশে পাখির মত জামায়াত-শিবিরের কর্মীদের হত্যা করা হয় সেদিনোও তারা চুপ ছিল? -তারপরও জামাত এদেরকে কেন সাপোর্ট করে? এখন জামায়াতের একলা চলার সময় এসেছে।
লিখাটি পড়লাম। ভালো লেগেছে। ভালো লাগা রেখে গেলাম। ধন্যবাদ।
মন্তব্য করতে লগইন করুন