সাত হরফে কোরআন।
লিখেছেন লিখেছেন খাজা উয়ায়ছ ভক্তদের গোলাম ২৩ এপ্রিল, ২০১৪, ০৯:৩৬:৫৯ সকাল
সাত হরফে কোরআন নাজিল
রাছুলের হাদিসেতে পাই
আবু দাউদের দোসরা খন্ডে
দেখে নেও তায়।।
হরফ যে অক্ষর হয়
শব্দ তাহা নয়
হাদিসে মাঝে হরফ
পঠন হইয়া যায়।।
গোজামিল দিলে কিন্তু
কিন্তু লাভ নাহি হবে
‘জালেকাল’ কিতাবটি তো
সাত হরফেই হবে।।
NB:- হাদিস গুলি মুসলিম শরীফের কোরআন সাত হরফে নাজিল অধ্যায়ে পাওয়া যাবে ১৭৭১-১৭৭৮ নং হাদিস এবং আবু দাউদের ২য় খন্ডে ১৪৭৮-১৪৭৮ নং হাদিস গুলি পড়ে চিন্তা করলেই আশা করি এক মত হওয়া যাবে। আল্লাহ কোরআনে বলেছেন। এই কোরআন জ্হানবানদের জন্য পথের দিশা।
বিষয়: সাহিত্য
১০৪৫ বার পঠিত, ১ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
এর মানে কি ভাই??
মন্তব্য করতে লগইন করুন