যুদ্ধাপরাধী সাঈদী ! বনাম কিছু খণ্ড গল্প!

লিখেছেন লিখেছেন বাংলার দামাল সন্তান ২৩ এপ্রিল, ২০১৪, ১০:৩৫:৪৫ সকাল



গল্প ১ "আলু চুরি করার অপরাধে এক বাবাকে জুতা গলায় পরিয়ে অপমান করা হচ্ছিল। তার বিবাহ উপযুক্ত মেয়েরা বাবার এমন অবস্থা দেখে কান্না করছিল। বাবা সান্ত্বনা দিয়ে বলছে, কান্নার কী আছে? এত বড় আলুর বস্তা নিতে পারলাম, আর জুতার ওজন বা ই কতটুকু?'

বাস্তবতাঃ সরকার একটা মানুষকে ফাঁসি দেয়ার জন্য কোটি কোটি টাকা খরচ করতে পারে, ৭২ সালের ইব্রাহিম কুট্টির মামলার চার্জশীট সংগ্রহ করতে তাদের কতোটুকই বা কষ্ট হতো?

গল্প ২ “সুমনঃ স্যার, রবিন আমাকে প্রথমে একটা ঘুষি মেরেছে, তিন নম্বরে আরেকটা ঘুষি মেরেছে

স্যারঃ দুই নম্বরটা যে বলনি?

সুমনঃ স্যার, ওটাতো আমি মেরেছি !

বাস্তবতাঃ ৭২ সালের চার্জশীটএ যদি সাঈদীর নাম আসলেই থাকতো, তাহলে আপনি কি মনে করেন সরকার তা আদালতে পেশ না করে থাকতো?

গল্প ৩ “সরকার পক্ষ বলেছে, আসামি পক্ষ জাল চার্জশীট দাখিল করেছে

বাস্তবতাঃ তাহলে সরকার মুল কপি নিয়ে এসে আসামি পক্ষের প্রতারণা! জাতির সামনে পেশ করে দিলেইতো পারেন ! আমি হাজার বার বিশ্বাস করি ৭২ সালের চার্জশীটএ উনার নাম নাই, যদি থাকত তাহলে মাহবুব নাচতে নাচতে তা আদালতে দাখিল করত। সে সুমনের মত দুই নম্বর ঘুষি গোপন রেখেছে।

গল্প ৪ “এক সিংহ উজানে, আর গাধা ভাটিতে পানি খাচ্ছিল ।

সিংহঃ এ গাধা পানি ঘোলা করছিস কেন?

গাধাঃ কই পানি ঘোলা করলাম? তাছাড়া আমি ঘোলা করলেও তো আপনার সমস্যা হওয়ার কথা না, কারণ আমি ভাটিতে ।

সিংহঃ চুপ কর বেয়াদব, তোর বাবাও এমন করত !

গাধাঃ আমি দাদার কাছে শুনেছি, বাবা কখনো এ ঘাটে আসেনি

সিংহঃ ও মনে পড়ছে, তোর দাদা এমন করেছে !

বাস্তবতাঃ সিংহের টার্গেট হল যে করেই হোক, গাধাকে জীবন নাশ করা!

মূলত বিচার নয়, যে করেই হোক ফাঁসি দেয়াই হল টার্গেট! তা দিনের আলোর মতই পরিষ্কার !

শেষ কথাঃ জানি “চোর না শুনে ধর্মের কাহিনী” তবে সাবধান করে দিচ্ছি, এ বিচার শেষ বিচার নয়, বিচারপতিরও হবে একদিন বিচার !

কুরানের বানি, ” আল্লাহ কি সব বিচারকের বিচারক নয়? (সূরা তীণঃ ৮)

বিষয়: বিবিধ

১৫২২ বার পঠিত, ২৪ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

212138
২৩ এপ্রিল ২০১৪ সকাল ১০:৫৪
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : অনেক ধন্যবাদ সুন্দর পোষ্টটির জন্য। কোনভাবেই প্রমান করতে সক্ষম না হলেও স্রেফ গায়ের জোড়ে ফঁসি দেয়ার চেষ্টা চলছে। আল্লাহতায়লা আবিচারিদের হাত থেকে আমাদের রক্ষা করুন।
২৩ এপ্রিল ২০১৪ সকাল ১০:৫৯
160453
বাংলার দামাল সন্তান লিখেছেন : আসুন আমরা কোরআনের পাখি আল্লামা দেলওয়ার হোসাইন সাঈদীর জন্য আল্লাহর দরবারে ২রাকাত নফল নামাজ পড়ে কান্নাকাটি করি।
212142
২৩ এপ্রিল ২০১৪ সকাল ১১:০২
প্রেসিডেন্ট লিখেছেন : অবৈধ রায় দিয়ে সরকার তাদের মৃত্যুঘন্টা বাজাবে কি?

জামায়াত শহীদ কাদের মোল্লার মত নিরীহ প্রতিক্রিয়া দেখালে চরম ভুল করবে। অন্যায় রায় দেয়ার সাথে সাথে .....যাতে দিল্লীর মসনদও কেঁপে ওঠে।
২৩ এপ্রিল ২০১৪ সকাল ১১:০৬
160459
বাংলার দামাল সন্তান লিখেছেন : আসুন আমরা কোরআনের পাখি আল্লামা দেলওয়ার হোসাইন সাঈদীর জন্য আল্লাহর দরবারে ২রাকাত নফল নামাজ পড়ে কান্নাকাটি করি।
212143
২৩ এপ্রিল ২০১৪ সকাল ১১:০৬
বিদ্যালো১ লিখেছেন : shundor golpo o jukti ; jani ashob tader nojore porbe na. Tao copy paste korchi; kichu public er nojore to porbe.
২৩ এপ্রিল ২০১৪ সকাল ১১:০৭
160461
বাংলার দামাল সন্তান লিখেছেন : আসুন আমরা কোরআনের পাখি আল্লামা দেলওয়ার হোসাইন সাঈদীর জন্য আল্লাহর দরবারে ২রাকাত নফল নামাজ পড়ে কান্নাকাটি করি।
212184
২৩ এপ্রিল ২০১৪ দুপুর ০১:৫৫
egypt12 লিখেছেন : আল্লাহ কি সব বিচারকের বিচারক নয়? (সূরা তীণঃ ৮)

হুম অবশ্যই তিনিই সেরা বিচারক। Praying

২৩ এপ্রিল ২০১৪ দুপুর ০১:৫৭
160495
বাংলার দামাল সন্তান লিখেছেন : আসুন আমরা কোরআনের পাখি আল্লামা দেলওয়ার হোসাইন সাঈদীর জন্য আল্লাহর দরবারে ২রাকাত নফল নামাজ পড়ে কান্নাকাটি করি।
212217
২৩ এপ্রিল ২০১৪ দুপুর ০২:৪১
মাহবুবা সুলতানা লায়লা লিখেছেন : খুনের বদলা খুন! রক্তের বদলা রক্ত! জানের বদলা জান! শহীদ কাদের মোল্লাহর ফাঁসি দিয়েছে, ওদের সাহস আরো বেড়েছে, আর ওদেরকে বাড়তে দেয়া যাবেনা! ওদের কাজের সঠিক জবাব দিতে হবে। জামাত যদি এখনো চুপ থাকে আর কঠিন সিদ্ধান্ত না নেয় তবে ভুল করবে! আর ততক্ষনে জালেমের ইচ্ছা পূরন হয়ে যাবে! এখনই উপযুক্ত সময় সত্যিকারের প্রতিবাদ করার! আল্লাহ রহমত করুন। কোরআনের বাহককে হেফাজত করুন। আমিন।
২৩ এপ্রিল ২০১৪ দুপুর ০৩:২৬
160524
বাংলার দামাল সন্তান লিখেছেন : আসুন আমরা কোরআনের পাখি আল্লামা দেলওয়ার হোসাইন সাঈদীর জন্য আল্লাহর দরবারে ২রাকাত নফল নামাজ পড়ে কান্নাকাটি করি।
212263
২৩ এপ্রিল ২০১৪ বিকাল ০৪:০২
প্যারিস থেকে আমি লিখেছেন : মূলত বিচার নয়, যে করেই হোক ফাঁসি দেয়াই হল টার্গেট! তা দিনের আলোর মতই পরিষ্কার !
২৩ এপ্রিল ২০১৪ সন্ধ্যা ০৬:০৫
160592
বাংলার দামাল সন্তান লিখেছেন : আসুন আমরা কোরআনের পাখি আল্লামা দেলওয়ার হোসাইন সাঈদীর জন্য আল্লাহর দরবারে ২রাকাত নফল নামাজ পড়ে কান্নাকাটি করি।
212300
২৩ এপ্রিল ২০১৪ বিকাল ০৫:৩৭
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : বিচার আর বিচার -বিচার নাটকের মধ্যে অন্যতম পার্থক্য হলো বিচার হকের ওপর নির্বর আর নাটক মিথ্যের ওপর
২৩ এপ্রিল ২০১৪ সন্ধ্যা ০৬:০৬
160593
বাংলার দামাল সন্তান লিখেছেন : আসুন আমরা কোরআনের পাখি আল্লামা দেলওয়ার হোসাইন সাঈদীর জন্য আল্লাহর দরবারে ২রাকাত নফল নামাজ পড়ে কান্নাকাটি করি।
212524
২৪ এপ্রিল ২০১৪ সকাল ১০:৩২
বদর বিন মুগীরা লিখেছেন : জাযাকাল্লাহ
২৮ এপ্রিল ২০১৪ সকাল ১০:৩৪
162482
বাংলার দামাল সন্তান লিখেছেন : আসুন আমরা কোরআনের পাখি আল্লামা দেলওয়ার হোসাইন সাঈদীর জন্য আল্লাহর দরবারে ২রাকাত নফল নামাজ পড়ে কান্নাকাটি করি।
212546
২৪ এপ্রিল ২০১৪ সকাল ১১:২০
বিপ্লবী লিখেছেন : সাইদি সাহেবের মুক্তি চাই
২৮ এপ্রিল ২০১৪ সকাল ১০:৩৪
162483
বাংলার দামাল সন্তান লিখেছেন : আসুন আমরা কোরআনের পাখি আল্লামা দেলওয়ার হোসাইন সাঈদীর জন্য আল্লাহর দরবারে ২রাকাত নফল নামাজ পড়ে কান্নাকাটি করি।
১০
212790
২৪ এপ্রিল ২০১৪ সন্ধ্যা ০৭:২৭
অজানা পথিক লিখেছেন : জাযাকাল্লাহ
২৮ এপ্রিল ২০১৪ সকাল ১০:৩৫
162484
বাংলার দামাল সন্তান লিখেছেন : আসুন আমরা কোরআনের পাখি আল্লামা দেলওয়ার হোসাইন সাঈদীর জন্য আল্লাহর দরবারে ২রাকাত নফল নামাজ পড়ে কান্নাকাটি করি।
১১
214096
২৭ এপ্রিল ২০১৪ রাত ১০:৫২
ইকুইকবাল লিখেছেন : সাইদীর জন্য অনেক কষ্ট লাগে কেন? বিশেষকরে আমার
২৮ এপ্রিল ২০১৪ সকাল ১০:৩৫
162485
বাংলার দামাল সন্তান লিখেছেন : আসুন আমরা কোরআনের পাখি আল্লামা দেলওয়ার হোসাইন সাঈদীর জন্য আল্লাহর দরবারে ২রাকাত নফল নামাজ পড়ে কান্নাকাটি করি।
১২
217461
০৪ মে ২০১৪ রাত ০৮:৩৮
সাগর কন্যা লিখেছেন : জানিনা শেষ পযর্ন্ত কি হয়।তবে আল্লাহর কাছে দুআ করি তিনি যেন আমাদের মাঝে আবারও ফিরে আসেন।
১২ মে ২০১৪ সন্ধ্যা ০৬:৪৮
168277
বাংলার দামাল সন্তান লিখেছেন : আসুন আমরা কোরআনের পাখি আল্লামা দেলওয়ার হোসাইন সাঈদীর জন্য আল্লাহর দরবারে ২রাকাত নফল নামাজ পড়ে কান্নাকাটি করি।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File