ভারতে মুসলিম ছাত্রদের খাবার দেয়া হয় শেষে : হিউম্যান রাইটস ওয়াচ
লিখেছেন লিখেছেন এমরুল কায়েস ভুট্টো ২৩ এপ্রিল, ২০১৪, ১১:২৮:৩৫ সকাল
নিউইয়র্কভিত্তিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচের রিপোর্টে ওঠে এসেছে অসাম্প্রদায়িক এবং ধর্মনিরেপক্ষ রাষ্ট্র ভারতে মুসলিম ছাত্ররা ভয়াবহ বৈষম্যের স্বীকার হয়ে আসতেছে।
শিক্ষকের মুসলমানসহ সংখ্যালঘু ধর্মের এবং নিম্ন বর্ণের ছাত্রদের টয়লেট পরিস্কার করতে বাধ্য। তাদেরকে খাবারও দেয়া হয় সবার শেষে।
ভারতে মুসলিম সম্প্রদায়ের শিশুদের প্রায়ই পেছনের সারিতে কিংবা আলাদা কাসে বসতে বাধ্য করা হয়। তাদেরকে অপমানজনক নামেও ডাকা হয়, নেতৃত্ব দিতে দেয়া হয় না, এবং খাবার দেয়া হয় সবার শেষে।
মুসলিম ছাত্ররা অভিযোগ করেছে, স্কুলে তাদেরকে নামের বদলে অপমান করতে ‘মোল্লা’ বলে ডাকা হয়।
প্রতিবেদনে আরো বলা হয়েছে ক্লাসে বৈষম্যকারীদের শাস্তি দেয়ার কোনো বিধান নেই।
লিংক http://dailynayadiganta.com/details.php?nayadiganta=MzMyMjI%3D&s=MjM%3D
মন্তব্যঃ অদ্ভুদ এক অসাম্প্রদায়িক এবং ধর্মনিরেপক্ষ রাষ্ট্র ইন্ডিয়া
বিষয়: বিবিধ
১১৪০ বার পঠিত, ২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন