সালাত যাকাত এক সাথে রয়।
লিখেছেন লিখেছেন খাজা উয়ায়ছ ভক্তদের গোলাম ১০ এপ্রিল, ২০১৪, ০৭:৫৭:২৩ সন্ধ্যা
আল্লাহ পবিত্র কোরআনে কয়
সালাত যাকাত একই সাথে রয়
আকিমুস সালাত শুধুই করিবা
যাকাত কি করে ফালাইয়া রাখিবা?
যাকাত দেওয়া ফরজ সবার তরে
পয়সা ওয়ালা যাকাত দিবে
গরীবেরা শুধুই যে খাবে
গরীবের যে যাকাত নাই
কোরআনে কোথাও উল্লেখ নাই
কে দিলো যে এই বিধান
কোরআন খুজে উয়ায়ছী পেরেশান।।
নামাজ যাকাত সঠিক হবে
বায়াতে যেদিন দাখিল হবে
আমি কই নাগো এমন কথা
হাদিস বুখারীতে আছে গাথা-৪৯৯ ই.ফা
আনুগত্য করিবা তুমি যাহারে
সব শিখাইব সেই তোমারে
আল্লাহর ফরজ ছাড়িয়া দিলে
ধরা খাইবা হাশরের কালে
ফকির উয়ায়ছী বলে হইতে হুশিয়ার
হযরত জুলকারনাইন হয় মুরশিদ আমার।।
বিষয়: বিবিধ
৯০৬ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন