বঙ্গবন্ধুকে অবৈধ বল্ল তারেক রহমান।পাবনা থানায় মামলা দায়ের আ.লীগের!

লিখেছেন লিখেছেন দৈনিক মজিদকন্ঠ ১০ এপ্রিল, ২০১৪, ০৭:৫৮:২৫ সন্ধ্যা



জয় জাফ্রিক স্যারের জয়! এতে স্যার জাফর ইকবাল ও এতে অসন্তুষ্ট!

*.(তারেক রহমানের বিরুদ্ধে অভিযোগ দায়ের)

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে ‘অবৈধ প্রধানমন্ত্রী’ উল্লেখ করার অভিযোগে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে পাবনা সদর থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে আওয়ামী লীগের কেন্দ্রীয় উপকমিটির সহসম্পাদক খ ম হাসান কবির অভিযোগটি দায়ের করেন।

গত মঙ্গলবার রাতে লন্ডনের ওয়েস্ট মিনস্টার সেন্ট্রাল হলে ব্রিটিশ-বাংলাদেশি সুশীল সমাজের সঙ্গে এক মতবিনিময় অনুষ্ঠানে তারেক রহমান বলেন, ‘৭২ সালে শেখ মুজিবুর রহমান অবৈধ প্রধানমন্ত্রী ছিলেন। বর্তমানে যেমন তাঁর কন্যা শেখ হাসিনাও জোর করে অবৈধ প্রধানমন্ত্রী হয়েছেন।’

অভিযোগে বলা হয়, এই বক্তব্য তারেক রহমানের মনগড়া ও তা বাংলাদেশের স্বাধীনতাকে বিশ্বের সামনে হেয়প্রতিপন্ন করেছে।

বিস্তারিত এখানে পড়ুন..."বঙ্গবন্ধুকে অবৈধ বল্ল তারেক"

লিঙ্কে কাজ না হলে এখানে দেখুনঃ

http://mozidkantha.wordpress.com/2014/04/10/bdnews/

বিষয়: রাজনীতি

১০১৫ বার পঠিত, ৩ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

205810
১০ এপ্রিল ২০১৪ রাত ০৮:০৭
আঁধার কালো লিখেছেন : এটা কি শুনলাম !!! পিলাচ ।
205838
১০ এপ্রিল ২০১৪ রাত ০৯:০৮
হতভাগা লিখেছেন : তারেক শুধু দেশে আসুক , তার খবর আছে ।
205938
১১ এপ্রিল ২০১৪ রাত ১২:৫৫
নূর আল আমিন লিখেছেন : শালার পাগলারাতো পাবনাতেই মামলা করবে

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File