নিরাপত্তা চাইলেন রিজোয়ানা!

লিখেছেন লিখেছেন দৈনিক মজিদকন্ঠ ১৮ এপ্রিল, ২০১৪, ০৭:১৯:৩৪ সন্ধ্যা

নিরাপত্তা চাইলেন রিজওয়ানা

নিজস্ব প্রতিবেদক|

পরিবেশ আইনবিদ সমিতির (বেলা) প্রধান নির্বাহী সৈয়দা রিজওয়ানা হাসান তাঁর পরিবারকে নিরাপত্তা দেওয়ারও দাবি করেছেন। তিনি বলেছেন, তাঁর স্বামী আবু বকর সিদ্দিক নিরাপদে ফিরলেও তাঁরা নিরাপদ বোধ করছেন না।

আজ শুক্রবার বিকেলে রাজধানীর সেন্ট্রাল রোডে নিজ বাসায় এক সংবাদ সম্মেলনে তিনি গণমাধ্যমকর্মীদের সঙ্গে কথা বলেন। সেখানে তিনি এই আশঙ্কা ব্যক্ত করেন।

রিজওয়ানা বলেন, ‘গণমাধ্যমকর্মীরা দুই দিন ধরে আমার পাশে ছিলেন। সারা দেশের মানুষ আমার স্বামীর অপহরণের ঘটনাটিকে নিজস্ব নিরাপত্তার বিষয় হিসেবে দেখেছেন। আসলে আমি জানি না কীভাবে আপনাদের এই ঋণ..."বিস্তারিত পড়ুন"

বিষয়: বিবিধ

১৩৭১ বার পঠিত, ৪ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

209623
১৮ এপ্রিল ২০১৪ রাত ০৮:০৯
তোমার হৃদয় জুড়ে আমি লিখেছেন : বালের নিউজ আমরা অনলাইনে পড়ি। ব্লগে এসে এসব নিউজ দেখতে চাই না। Frustrated Frustrated Frustrated
১৮ এপ্রিল ২০১৪ রাত ০৯:২৮
158138
দৈনিক মজিদকন্ঠ লিখেছেন : বাল বেশি বড় হয়েছে?তোর বাপের টাকায় নেট চালাই?আমার যা ইচ্ছা দেবো তাতে তোর কি?তোর যদি ইচ্ছা না হয় তাইলে তোকে কে ঢুকতে বলে?কে তোকে see more এ ক্লিক করতে বলে?
209675
১৮ এপ্রিল ২০১৪ রাত ০৯:৩২
হতভাগা লিখেছেন : আজকে এবি সিদ্দিকীর নড়াচড়া নিয়ে সময় টিভির লাগাতার লাইভ সম্প্রচার দেখেছেন ?

সাংবাদিককে তো দেখা গেল পুলিশের একটা পিকআপের মত কারে টেম্পুর কন্ডাকটরের ন্যায় ঝুলে রিপোর্ট করছিল কখনও কখনও ।

সময় টিভি না বসুন্ধরা গ্রুপের ?

''চোরের মন পুলিশ পুলিশ'' মনে হল ব্যাপারটা
১৮ এপ্রিল ২০১৪ রাত ০৯:৫৯
158152
দৈনিক মজিদকন্ঠ লিখেছেন : হু

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File