আতংকে হাজী সেলিম

লিখেছেন লিখেছেন মুজিব সেনা ০৫ মে, ২০১৪, ০৬:০৩:১৬ সন্ধ্যা



দেশে যেভাবে খুন-গুম শুরু হয়েছে তাতে আতঙ্কের মধ্যে আছেন বলে জানিয়েছেন ঢাকা মহানগর আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক হাজী সেলিম এমপি।

সোমবার সকাল সাড়ে ১১টায় রাজধানীর বীর উত্তম নিজামুদ্দিন মিলনায়তনে বঙ্গবন্ধু একাডেমীর আয়োজনে ‘চলমান রাজনীতি’ বিষয়ক এক আলোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

হাজী সেলিম বলেন, ৫ জানুয়ারির নির্বাচন বন্ধ করতে বিএনপি সারাদেশে যেভাবে জ্বালাও-পোড়াও শুরু করেছিল এখনো একইভাবে চোরাগুপ্তা হামলা, খুন-গুম শুরু করেছে। এতে আতঙ্কের মধ্যে আছি।

উপজেলা নির্বাচন প্রসঙ্গ টেনে তিনি বলেন, বিএনপি সংসদ নির্বাচনে অংশ না নেওয়ায় আওয়ামী লীগ পুনরায় ক্ষমতায় এসেছে। তবে উপজেলা নির্বাচনে অংশ নেওয়ায় আওয়ামী লীগের চেয়ে বেশি সংখ্যক উপজেলায় নির্বাচিত হয়েছে বিএনপি। জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিলে তারা হয়তো ক্ষমতায় আসতো। কিন্তু তারা সেটা না করে বিদেশিদের সহযোগিতায় জ্বালাও-পোড়াও শুরু করে।

সঠিক সময় আওয়ামী লীগের কাউন্সিল না হওয়ায় নতুন প্রজন্মের হাতে নেতৃত্ব আসছে না বলেও মন্তব্য করেন তিনি।

আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন- আওয়ামী লীগের প্রচার সম্পাদক ড. হাসান মাহমুদ। এ ছাড়া বক্তব্য রাখেন- ঢাকা মহানগর জাসদের সভাপতি মীর হোসেন আক্তার, ওয়াকার্স পার্টির পলিটব্যুরো সদস্য কামরুল হাসান, সাম্যবাদী দলের স্থায়ী কমিটির সদস্য হারুন চৌধুরী, নারায়ণগঞ্জের আওয়ামী লীগ নেতা আ. রাজ্জাক, অভিনেত্রী শাহানাজ পারভীন প্রমুখ।

উৎসঃ বাংলানিউজটোয়েন্টিফোর

বিষয়: রাজনীতি

১২৩৫ বার পঠিত, ১০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

217762
০৫ মে ২০১৪ সন্ধ্যা ০৬:১৯
নীল জল লিখেছেন : আসল কথা তো বলছে না। বেডা আতংকে আছে কোন দিন জানি ছাত্ররা তারে গুম কইরালা
217773
০৫ মে ২০১৪ সন্ধ্যা ০৬:৩২
ছিঁচকে চোর লিখেছেন : সবাই দেখি আতঙ্কে আছে শুধু আমি ছাড়া। Big Grin
০৬ মে ২০১৪ সকাল ১১:৪৭
166153
মুজিব সেনা লিখেছেন : আপনেরে গুম করে সাধ্য আছে কারও?আপনি নিজেই তো গুম করেন!Rolling on the Floor Rolling on the Floor
217799
০৫ মে ২০১৪ সন্ধ্যা ০৬:৫৬
আঁধার কালো লিখেছেন : ভালো লাগলো ।
217821
০৫ মে ২০১৪ সন্ধ্যা ০৭:১৮
মেঘ ভাঙা রোদ লিখেছেন : লে হালুয়া আমরা আমজনতা যামু কৈ? Worried Worried Worried Worried
217852
০৫ মে ২০১৪ রাত ০৮:১৭
আহ জীবন লিখেছেন : ভূতের মূখে রাম রাম।
217923
০৫ মে ২০১৪ রাত ১০:৪০
হতভাগা লিখেছেন : ব্যাঙের আবার সর্দি

সরকারী দলের ডাকসাইটে একজন নেতা হয়েও তিনি গুম আতংকে ভুগছেন !

আজ পর্যন্ত সরকারের (আওয়ামী লীগের) কোন সাংসদ কি গুম হয়েছে ? হাজি সেলিম লেভেলের ?

সাধারণ আমজনতার আতংক ও শংকা নিয়া ভালই মজা নিতাছে আওয়ামী লীগের কিছু কিছু সাংসদ , মন্ত্রীরা ।
০৬ মে ২০১৪ সকাল ১১:৫১
166154
মুজিব সেনা লিখেছেন : আরে ভাই ওরা মজা নিবো নাতো কি আমরা মজা নিমু,আমি মুজিব সেনা আমিই আতংকের মধ্যে থাকি!ঘুমানোর সময় দড়জা জানলা বন্ধ কইরা ঘুমাই পারিনাতো নিজেরে বাইন্দা রাখতে।Surprised Surprised
০৬ মে ২০১৪ দুপুর ০২:১৬
166195
হতভাগা লিখেছেন : আপনে মুজিব সেনা , আপনার ডর কিসের ?

ফারুক , ডালিমের প্রেতাত্মার ভয় পাইছে নাকি ?
218083
০৬ মে ২০১৪ দুপুর ০২:৪৫
মুজিব সেনা লিখেছেন : হতভাগা ভাই, আমিতো সংস্কার পন্থি মুজিব সেনা তাই ভয় করে।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File