মন ভোলানো প্রতারণা !

লিখেছেন লিখেছেন মুজিব সেনা ১০ এপ্রিল, ২০১৪, ০৩:০১:৪০ দুপুর



মন ভুলিয়ে প্রেমের ফাঁদে ফেলে, সম্পর্ক পাকাপোক্ত করে, পরে আপত্তিকর ছবি তুলে ব্লাকমেইল করে! এরকম ঘটনা এর আগেও পড়েছি ! তবে এবারের ঘটনায় যা দেখলাম-

>> প্রতারক যিনি- তিনি তার বউকে, ছেলেকে, ভাতিজিকে এবং সহযোগী হিসেবে আরোও দুজনকে ব্যাবহার করেছেন! আর এই প্রতারকরা বিভিন্ন সময় বিভিন্ন পেশার বিত্তশালী মানুষদের টার্গেট করে, ফাঁদে ফেলে!

>>যারা প্রতারণা করছে এদের আর কি বলবো ? নিজের বউ, ভাতিজিকে যারা ব্যাবহার করে তারা কি হতে পারে?

> >কিন্তু যারা (বেশির ভাগ-ই) ঘরে বউ- বাচ্চা রেখে অন্য মেয়ের পাতানো ফাঁদে পা দিচ্ছে তারা কি?

বিষয়: বিবিধ

১৩৫৬ বার পঠিত, ৪ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

205874
১০ এপ্রিল ২০১৪ রাত ১০:১৮
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : যারা এই ফাঁদে পা দিচ্ছেন তারাই নিজেরা দায়ি।
214506
২৮ এপ্রিল ২০১৪ সন্ধ্যা ০৭:০৪
সান বাংলা লিখেছেন : মন্তব্য করার মত ভাষা নাই!
215607
৩০ এপ্রিল ২০১৪ রাত ০৯:৩৭
ইকুইকবাল লিখেছেন : ঠিক বলেছেন
218156
০৬ মে ২০১৪ বিকাল ০৪:৫১
গ্যাঞ্জাম খানের খোলা চিঠি লিখেছেন : তারা হচ্ছে সেমি ছাগল।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File