শিক্ষিকার আঘাতে ছাত্রী মানসিক রোগী !
লিখেছেন লিখেছেন মুজিব সেনা ০৭ মে, ২০১৪, ০৫:২৭:৩৫ বিকাল
দিন দিন ছাত্র/ শিক্ষক সম্পর্ক কোথায় যাচ্ছে?
ঘটনাটি কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় ঘটেছে! মাস খানেক আগে উপজেলার এক প্রাথমিক স্কুলের চতুর্থ শ্রেনীর এক শিক্ষার্থীর মাথায় ডাস্টার দিয়ে আঘাত করে, মানে মারেন এক শিক্ষিকা! অপরাধ - মেয়েটিকে তিনি পানি আনতে বলেন আর মেয়েটির হাত থেকে গ্লাস পড়ে ভেঙ্গে যায়! এরপর তিনি ডাস্টার দিয়ে মাথায় মারেন। মেয়েটি বাসায় যায়, রাতে প্রচণ্ড জ্বর আসে, পরের দিন ঘুম থেকে ঊঠে আবোল- তাবোল বকতে থাকে। এরপর চিকিৎসা চলে কিন্তু মেয়েটি অসহনীয় মাথার যন্ত্রনায় ভুগে মস্তিস্ক বিকৃত মানসিক রোগী হয়ে যায়! ফিরে আসেনি স্বাভাবিক অবস্থায়!
>> অথচ আমাদের সময়ে আমরাও দুষ্টামির জন্য শাস্তি পেয়েছি কিন্তু এভাবে কোন শিক্ষক কাউকে আহত করেছে বলে শুনিনি!
>>এখন নিজে শিক্ষক কিন্তু একটা বাচ্চার গায়ে হাত তোলার আগে ভাবি!
>>বাচ্চাদের শাসন করাটা আলাদা আর অকারনে এভাবে মেরে আহত করাটা সম্পূর্ণ ভিন্ন ব্যাপার! সব কিছুর একটা লিমিট থাকা দরকার!
বিষয়: বিবিধ
১২৮০ বার পঠিত, ৬ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন