ইসলাম শ্রেষ্ঠ ধর্ম!! কেন?

লিখেছেন লিখেছেন ফারুক হোসেন ০৫ মে, ২০১৪, ০৬:১৬:৫৯ সন্ধ্যা

আরুজ আলি মাতুব্বরের অভিযোগ , সকল ধর্মের অনুসারীরা দাবী করে , তাদের নিজ নিজ ধর্ম শ্রেষ্ঠ। আমরা মুসলমানেরা তো আরো জোরেশোরেই এই দাবীটি করে থাকি। শুধু দাবীই করিনা , ধর্মের জন্য জীবণ দিতে ও নিতে ও দ্বীধা করিনা। আজকের দুনিয়ায় একমাত্র মুসলমানেরাই শুধু ধর্মের জন্য জীবণ দিতে প্রস্তুত। জীবণ দিতে চাওয়া বা নেওয়ার মাধ্যমে নিশ্চয় ধর্মের শ্রেষ্ঠত্ব প্রমান হয় না। আমাদের অনেকেই নিজদেশ বাংলাদেশের জন্য জীবণ দিতে প্রস্তুত বা বাংলা ভাষার জন্য জীবণ দিয়েছে। এর অর্থ কি এই যে , বাংলাদেশ বা বাংলা ভাষা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ দেশ বা ভাষা? নিশ্চয় নয়।

আমি নিজে প্রাক্টিসিং মুসলমান। সেকারনেই সকলসময় চিন্তা করি , এত কষ্ট করে যে ধর্মটি পালন করছি , সেটা সঠিক তো? খোদা না করুক যদি সারাজীবণ ভুল ধর্ম পালন করে থাকি , তাহলে তো মরার পরে শুধরানোর কোন উপায় বা সময় থাকবে না। এত যে কষ্ট করছি বা করেছি , সকলি বৃথা যাবে।

একারনেই নিজে অনেক গবেষনা করছি জানার জন্য , আসলেই কোন ধর্ম সঠিক বা শ্রেষ্ঠ। কোন কুল কিনারা পাচ্ছিনা। বর্তমানে প্রচলিত ইসলাম ও অন্যান্য ধর্মের মাঝে তেমন পার্থক্য চোখে পড়ছে না।

মুসলমান ভাইয়েরা , ইসলাম কেন শ্রেষ্ঠ ধর্ম , সেটা আমাকে বুঝতে কি একটু সাহায্য করবেন?

সকল মুসলমান ভাইদের কে আগাম ধন্যবাদ।

বিষয়: বিবিধ

১৯০৩ বার পঠিত, ১০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

217767
০৫ মে ২০১৪ সন্ধ্যা ০৬:২৯
বাংলাদেশ টাইমস্ লিখেছেন : ধন্যবাদ। ভাই আপনি সত্য খোজাঁর মিশন চালিয়ে যান। এ জন্য আপনি পিস টিভি দেখতে পারেন এবং কুরআনের তাফসীর-হাদীস ও ইসলামী সাহিত্য সেই সাথে অন্যান্য ধর্মগ্রন্থও পড়তে পারেন।
০৫ মে ২০১৪ রাত ১০:৫৪
166026
ফারুক হোসেন লিখেছেন : ধন্যবাদ।
217791
০৫ মে ২০১৪ সন্ধ্যা ০৬:৫১
আঁধার কালো লিখেছেন : ধন্যবাদ। ভাই আপনি সত্য খোজাঁর মিশন চালিয়ে যান।
০৫ মে ২০১৪ রাত ১০:৫৫
166027
ফারুক হোসেন লিখেছেন : ধন্যবাদ।
217806
০৫ মে ২০১৪ সন্ধ্যা ০৭:০৪
মেঘ ভাঙা রোদ লিখেছেন : ভালো ও সুন্দর লিখেছেন তবে আপনার ণত্ব বিধান সম্পর্কে নলেজ খুব বলে প্রতীয়মান হলো।
০৫ মে ২০১৪ রাত ১০:৫৫
166028
ফারুক হোসেন লিখেছেন : ধন্যবাদ।
217919
০৫ মে ২০১৪ রাত ১০:২১
হতভাগা লিখেছেন : আল্লাহ মানুষের ভাল মন্দের বিচার করবেন । আল্লাহরই ইচ্ছায় কেউ যাবে জান্নাতে , কেউ জাহান্নামে ।

আল্লাহ ধর্ম হিসেবে ইসলামকে পছন্দ করেছেন । এছাড়া আর কোন ধর্ম আল্লাহর কাছে গ্রহনযোগ্য হবে না ।

তাই পরকালে আল্লাহর সন্তুষ্টি পেতে হলে ইসলাম ধর্মে আসতেই হবে ।

এজন্যেই ইসলাম ধর্ম শ্রেষ্ঠ ধর্ম ।
০৫ মে ২০১৪ রাত ১০:৫৬
166029
ফারুক হোসেন লিখেছেন : হুম.....।
217924
০৫ মে ২০১৪ রাত ১০:৪০
সন্ধাতারা লিখেছেন : If you recite the holy quran with translation I hope you get your correct answer. Our creator is one and we should follow his guidance, instruction and advise otherwise there is a possibility to loose your right path. May Allah help you.
০৫ মে ২০১৪ রাত ১০:৫৭
166030
ফারুক হোসেন লিখেছেন : Indeed we all need Allah's help.

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File