ইসলাম শ্রেষ্ঠ ধর্ম!! কেন?
লিখেছেন লিখেছেন ফারুক হোসেন ০৫ মে, ২০১৪, ০৬:১৬:৫৯ সন্ধ্যা
আরুজ আলি মাতুব্বরের অভিযোগ , সকল ধর্মের অনুসারীরা দাবী করে , তাদের নিজ নিজ ধর্ম শ্রেষ্ঠ। আমরা মুসলমানেরা তো আরো জোরেশোরেই এই দাবীটি করে থাকি। শুধু দাবীই করিনা , ধর্মের জন্য জীবণ দিতে ও নিতে ও দ্বীধা করিনা। আজকের দুনিয়ায় একমাত্র মুসলমানেরাই শুধু ধর্মের জন্য জীবণ দিতে প্রস্তুত। জীবণ দিতে চাওয়া বা নেওয়ার মাধ্যমে নিশ্চয় ধর্মের শ্রেষ্ঠত্ব প্রমান হয় না। আমাদের অনেকেই নিজদেশ বাংলাদেশের জন্য জীবণ দিতে প্রস্তুত বা বাংলা ভাষার জন্য জীবণ দিয়েছে। এর অর্থ কি এই যে , বাংলাদেশ বা বাংলা ভাষা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ দেশ বা ভাষা? নিশ্চয় নয়।
আমি নিজে প্রাক্টিসিং মুসলমান। সেকারনেই সকলসময় চিন্তা করি , এত কষ্ট করে যে ধর্মটি পালন করছি , সেটা সঠিক তো? খোদা না করুক যদি সারাজীবণ ভুল ধর্ম পালন করে থাকি , তাহলে তো মরার পরে শুধরানোর কোন উপায় বা সময় থাকবে না। এত যে কষ্ট করছি বা করেছি , সকলি বৃথা যাবে।
একারনেই নিজে অনেক গবেষনা করছি জানার জন্য , আসলেই কোন ধর্ম সঠিক বা শ্রেষ্ঠ। কোন কুল কিনারা পাচ্ছিনা। বর্তমানে প্রচলিত ইসলাম ও অন্যান্য ধর্মের মাঝে তেমন পার্থক্য চোখে পড়ছে না।
মুসলমান ভাইয়েরা , ইসলাম কেন শ্রেষ্ঠ ধর্ম , সেটা আমাকে বুঝতে কি একটু সাহায্য করবেন?
সকল মুসলমান ভাইদের কে আগাম ধন্যবাদ।
বিষয়: বিবিধ
১৯৪৩ বার পঠিত, ১০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
আল্লাহ ধর্ম হিসেবে ইসলামকে পছন্দ করেছেন । এছাড়া আর কোন ধর্ম আল্লাহর কাছে গ্রহনযোগ্য হবে না ।
তাই পরকালে আল্লাহর সন্তুষ্টি পেতে হলে ইসলাম ধর্মে আসতেই হবে ।
এজন্যেই ইসলাম ধর্ম শ্রেষ্ঠ ধর্ম ।
মন্তব্য করতে লগইন করুন