বহু প্রতিক্ষার পর আমাদের রেলমন্ত্রী বিয়ে করছে! এই বয়সে বিয়ে!! খুব ভাল করেই জমবে। কিন্তু তার বিয়ে করার আগের চিন্তা ধারা কি হতে পারে ? চলুন না একটু ভেবে দেখি!!!
লিখেছেন লিখেছেন খুঁজে পিরি স্বাধীনতা ২৪ সেপ্টেম্বর, ২০১৪, ০১:০৮:২৩ দুপুর
বিয়ের চিন্তা ও একটি স্বপ্ন!!
মোঃ সাইফ উদ্দীন।
----------------------
বয়স আমার তিন কুড়ি!!
তাই বলে কি করবো বিয়ে বুড়ি?
সাহারা আপা কালা,
ঈদে বাড়ি গেলে মেরে দিবে তালা।
দিপু মনি নইতো ভালা!
হাসিনার সাথে না ঘুমালে বেড়ে যায় তার জ্বালা।
মমতাজ তো মুটকী!
তারে বিয়ে করলে হয়ে যাব আমি শুটকী!
এমনিতেই আমি বুড়া!
অপুরে বিয়ে করলে,ইটা মেরে করবে আমায় খুড়া।
হায় আল্লাহ! পাই না কেন মাইয়া?
ভাতিজারা তো সব নিচ্ছে কারিয়া।
এমপি হইলাম বিনা প্রতিদ্বন্দ্বিতায়!
রেলমন্ত্রী হইলাম মা হসিনার কৃপায়।
এইবার দেখা যাবে, আমার বিয়া কে ঠেকায়!
থাইকতান্ন আর হেতির গো আশায়!
বিয়া করমু অ্যাঁই, চান্দিনায়!!
দুই হাজার একচল্লিঁশ সাল পর্যন্ত থাকমু ক্ষমতায়!
বংশবিস্তার না করলে যে আর রক্ষা নাই।
ও হনুফা তৈায়ার কাছে একখান হোলা চাই,
হেতেরে মিনিস্টার বানায়,
চল আন্ডা দুজনে হানিমুনে যাই!!!!
(বিঃ দ্রঃ- আমি কিছু নোয়াখালীর ভাষা ব্যবহার করেছি , কারণ মন্ত্রী সাব নোয়াখালী ভাষায় কথা বলতে ভালোবাসে। তবে আমি তো তেমন পারি না! তাই ভূল হলে তা ধরে দিবেন।)
বিষয়: রাজনীতি
১২০১ বার পঠিত, ১ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন