আমি বাঙ্গালী নই!! বাংলাদশী!! বাংলায় কথা বলি!!
লিখেছেন লিখেছেন খুঁজে পিরি স্বাধীনতা ২৩ এপ্রিল, ২০১৪, ০৯:০৭:৪৫ সকাল
’৪৭-এর মতো দ্বিজাতিতত্ত্বে আবারো বিভক্ত জাতি। এবার আর হিন্দু বনাম মুসলমান নয় বরং বাঙালি বনাম বাংলাদেশী জাতীয়তাবাদের অসমাপ্ত যুদ্ধ। বাঙালির সাথে যুক্ত ‘পশ্চিমবঙ্গ’ এবং বাংলাদেশীর সাথে শুধুই ‘বাংলাদেশী’ জাতীয়তাবাদ, যার ভিত্তি ৪০-এর ‘লাহোর প্রস্তাব’। ধর্মীয় জাতীয়তাবাদ অর্থাৎ ১৯১৫ সালের মুসলিম রেনেসাঁকেন্দ্রিক আত্মপরিচয়ের অপ্রতিরোধ্য ক্ষুধা মোটেও যে অহেতুক বা রক্তপাতহীন ছিল না, প্রমাণ দেশ বিভাগের ইতিহাসে; কিন্তু লাহোর প্রস্তাবের ৭৪ বছর পরও কি একই রক্তপাতে লিপ্ত হতেই থাকব নাকি নিজেদের ভুলভ্রান্তির অবসান ঘটিয়ে বিদেশী শত্রু“ মোকাবেলায় বরং হাত মেলাব! যারা সত্যিই জঙ্গি কিংবা ধর্মীয় মৌলবাদী, আচার-আচরণে বরং তাদের সাথে আজকের গণতন্ত্রবাদীদের অনেকেরই সামান্য তফাত।
দ্রষ্টব্য : লেখাটি অ্যাক্টিভিজমের ভিত্তিতে !
লিখেছেন>>>> মিনা ফারাহ।
বিষয়: রাজনীতি
১৩৭৩ বার পঠিত, ৬ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন